জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে খুলনা ও বরিশাল বিভাগ। অন‌্য দুইটি সিলেট-রংপুর এবং ঢাকা-ময়মনসিংহের ম‌্যাচ ড্র হয়েছে। খুলনা ২ উইকেটে হারিয়েছে চট্টগ্রামকে। রাজশাহীর বিপক্ষে ৫৪ রানে জয় পেয়েছে বরিশাল।

খুলনার জয়ের নায়ক সৌম‌্য সরকার। দুই ইনিংসে সেঞ্চুরির সুযোগ ছিল তার। একটিতেও তিন অঙ্ক ছুঁতে পারেননি। জোড়া ফিফটিতে পেয়েছেন ম‌্যাচ সেরার পুরস্কার। স্পিনার তানভীর ইসলাম ৯ উইকেট নিয়ে বরিশালের জয়ের নায়ক।

তিন ম‌্যাচ ২ জয়, ১ ড্রয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে খুলনা। বরিশাল সমান ম‌্যাচে ১টি করে ম‌্যাচ জিতেছে, হেরেছে ও ড্র করেছে। একই অবস্থা চট্টগ্রাম বিভাগের। রান রেটের ব‌্যবধানে তারা আছে দুই ও তিন নম্বরে।

মঙ্গলবার ১৯ বছর বয়সী মুবিন আহমেদ দিশান সবার নজর কেড়ে নেন। সিলেটের এই ব‌্যাটসম‌্যান ৪৫৫ মিনিট ক্রিজে কাটিয়ে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কক্সবাজার স্টেডিয়ামে তার দৃঢ়চেতা ইনিংসে ম‌্যাচ ড্র করে সিলেট বিভাগ।

নিষ্প্রাণ ড্র হয়েছে ঢাকা ও ময়মনসিংহের লড়াই। মার্শাল এদিন ৭২ রান করেন। আসিনুল ইসলামন ৭৯ রানে অপরাজিত থাকেন। ১০ উইকেটে ৩৩৮ রান করে ঢাকা। ময়মনিসংহ দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯৭ রান তোলার পর ড্র হয় ম্যাচ। এর আগে তারা প্রথম ইনিংসে করে ৩৩৬ রান। ব্যাটিংয়ে ৭৯ রানের পর বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ময়মনসিংহের শহিদুল ইসলাম।
খুলনার ওপেনার সৌম‌্য আরো একবার হতাশ করেছেন আজ। প্রথম ইনিংসে ৯২ রানের পর আজ দ্বিতীয় ইনিংসে ৭১ রান করেন। ১৮৫ রানের লক্ষ‌্য তাড়ায় খুলনা ২ উইকেটে জয় পায়। নাঈমের ৫ উইকেটে চট্টগ্রাম ম‌্যাচ জমিয়ে তুললেও   আটে নামা শেখ মেহেদি হাসানের ব‌্যাটে জয় পায় খুলনা। ৭ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৫০ করে অপরাজিত থাকেন তিনি।

খুলনায় দারুণ বোলিংয়ে বরিশালের তানভীর দলকে জিতিয়েছেন। শেষ দিন জয়ের জন্য রাজশাহীর দরকার ছিল ২৪১ রান, উইকেট ছিল ১০টিই। পেসার ইয়াসিন ও তানভীর ৪টি করে উইকেট নিয়ে দলকে জয়ের স্বাদ দেন। ২৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ১৯১ রানে গুটিয়ে যায় রাজশাহী বিভাগ।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট ন বর শ ল জয় প য়

এছাড়াও পড়ুন:

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এম ইকবাল হোসেইন ও মনোনয়নবঞ্চিত নেতা আহম্মেদ তায়েবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় অসুস্থ হয়ে তানজিল আহমেদ (৩০) নামে ছাত্রদলের এক কর্মী মারা গেছেন।

আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে গৌরীপুর পৌর শহরের মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। তাঁরা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

মারা যাওয়া তানজিল আহমেদ উত্তর জেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের অনুসারী হিসেবে পরিচিত। তানজিলের বাড়ি ময়মনসিংহ নগরের কৃষ্টপুর দৌলতমুন্সি রোডে।

তানজিল আহমেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা পর রেল যোগাযোগ সচল
  • ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, নেত্রকোনা ও ভৈরব রেললাইনে চলাচল বন্ধ
  • ময়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত ব্যক্তির মৃত্যু
  • ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, চালকের মৃত্যু
  • জাজিরায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • কোনো এক ঝুমকোলতার কথা 
  • ময়মনসিংহে বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
  • বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু