দেশে প্রবাসীরা (নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি) বিনিয়োগ পরিচালনা করতে নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্টস (এনআরটিএএস) খুলতে হয়। এই অ্যাকাউন্টসে এতদিন লেনদেনের সীমা ছিল। এই লেনদেনের সীমা উঠিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে, এখন থেকে প্রবাসীরা টাকা অ্যাকাউন্টসের মাধ্যমে ইচ্ছেমত লেনদেন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক প্রবাসীদের জন্য বেশ কিছু সুবিধা দিয়ে সার্কুলার জারি করেছে।  

ব্যাংকাররা জানান, প্রবাসীদের বিনিয়োগ পরিচালনার জন্য নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্টস প্রয়োজন হয়। এই অ্যাকাউন্টসের মাধ্যমে প্রবাসী বিনিয়োগকারীরা শেয়ারবাজার, বন্ড ও অন্যান্য আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে। এই অ্যাকাউন্টসে আগে অনলাইনে লেনদেনে করা যেত না। একই সঙ্গে লেনদেনের নির্দিষ্ট সীমা ছিল। নতুন সার্কুলারে লেনদেন সীমা উঠিয়ে নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্টস পরিচালনায় সহজ করে নানা সুবিধা দেওয়া হয়েছে। ফলে প্রবাসী বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগে আগ্রহী হবেন।

সার্কুলারে বলা হয়েছে, অ্যাকাউন্টস পরিচালনাকারী ব্যাংকগুলো কোনো প্রবাসীদের চেক, ইলেকট্রনিক বা অনলাইনে লেনদেনের সুবিধা দিতে পারবে। অ্যাকাউন্টসে প্রবাসীরা বিদেশ থেকে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে রেমিট্যান্সের অর্থ পাঠাতে পারবেন। এ ছাড়া, টাকা জমা ও উত্তোলন করতে পারবেন ইচ্ছেমত। তবে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে, যেন এসব অ্যাকাউন্টস থেকে কোনো ধরনের প্রতারণামূলক লেনদেন না হয়।

প্রবাসীরা বাংলাদেশে অন্য কোনো ব্যক্তিকে এসব অ্যাকাউন্টস পরিচালনার জন্য মনোনীত করতে পারবেন। মনোনীত ব্যক্তিদের মাধ্যমে যে লেনদেন হবে, তা অ্যাকাউন্টসধারীর অনুমোদিত লেনদেন প্রোফাইল (টিপি) অনুযায়ী করতে হবে।

প্রবাসীদের আয় থেকে জমা হওয়া অর্থে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইন ব্যাংকিং সেবার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না। তবে যেসব অ্যাকাউন্টসধারীর স্থানীয় উৎস থেকে অর্থ জমা হচ্ছে, তাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার আগে ব্যাংকগুলোকে যথাযথ তথ্য যাচাই-বাছাই করতে হবে।

ঢাকা/এনএফ/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির ‘খুব কাছাকাছি চলে এসেছি’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) হোয়াইট হাউজে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে আয়োজিত টার্কি ক্ষমার অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। খবর আনাদোলুর।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি গত ৯ মাসে ৮টি যুদ্ধ শেষ করেছি এবং আমরা এখন সেই শেষ যুদ্ধটি নিয়ে কাজ করছি। এটি সহজ নয়, তবে আমার মনে হয় আমরা সফল হবো।”

আরো পড়ুন:

প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সংশোধনকে স্বাগত জানালেন জেলেনস্কি

ইউক্রেন ও মিত্রদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

ট্রাম্প বলেন, “আমরা একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। আমি ভেবেছিলাম এটি আরও দ্রুত শেষ হবে। আমরা ৮টি যুদ্ধ শেষ করেছি। ভেবেছিলাম এটি (ইউক্রেন যুদ্ধ) সহজ হবে, তবে আমরা এক বছরেরও কম সময়ে অগ্রগতি করছি।”

এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র ‘অসাধারণ অগ্রগতি’ করেছে। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। অব্যাহত রাখতে হবে।  

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “কিছু সূক্ষ্ম কিন্তু অপ্রতিরোধ্য নয়- এমন বিষয় এখনও বাকি, যা সমাধান করতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরো আলোচনার প্রয়োজন।”

গত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রাথমিকভাবে দেওয়া ২৮ দফা প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এরপর উভয় পক্ষই ‘আপডেট ও পরিমার্জিত’ শান্তি কাঠামোর খসড়া প্রস্তুত করার ঘোষণা দেয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাতে জানান, আলোচনার পর যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনায় এখন ‘দফা বা পয়েন্ট কম’ এবং এতে ‘অনেক সঠিক উপাদান’ রয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ নিশ্চিত করেন যে, জেনেভা আলোচনায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মূল শর্তগুলো নিয়ে কিয়েভ ও ওয়াশিংটন ‘সাধারণ সমঝোতায়’ পৌঁছেছে। তিনি আরও জানান, চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করতে এবং ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে নভেম্বরের মধ্যে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের আয়োজন করতে চায় কিয়েভ।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে আগামী সপ্তাহে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ