শিশুখাদ্য গুঁড়া দুধে ভেজাল আছে কি না, ইনজেকশনের কার্যকারিতা ঠিক কতটা কিংবা ল্যাব রিপোর্ট কতটা নির্ভরযোগ্য— এসব প্রশ্নের উত্তর পেতে আজও অধিকাংশ ভোক্তাকে নির্ভর করতে হয় আশ্বাসের ওপর, প্রমাণের ওপর নয়। কিন্তু, একটি রাষ্ট্রের নিরাপদ স্বাস্থ্যসেবা ও রপ্তানিযোগ্য শিল্প খাত গড়ে তুলতে হলে চাই স্বীকৃত মান। সেই ঘাটতি পূরণেই নিরলস কাজ করছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। এখন জনগণের কাছে আস্থার আরেক নাম বিএবির স্বীকৃতি।

২০০৬ সালে প্রণীত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন আইন অনুযায়ী, ২০০৮ সালের ২৮ জানুয়ারি বিএবির যাত্রা শুরু। শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি দেশের পরীক্ষাগার, পরিদর্শন সংস্থা, সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রদানকারী সংস্থাগুলোর মান যাচাই করে আন্তর্জাতিক মান অনুযায়ী স্বীকৃতি সনদ দেয়।

আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা অর্জন
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ইতোমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি অর্জন করেছে। এটি এশিয়া প্যাসিফিক অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (এপিএসি) এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশনের (আইল্যাক) সদস্য। একইসঙ্গে এটি মিউচুয়াল রেকগনিশন অ্যারেঞ্জমেন্টে (এমআরএ) স্বাক্ষরকারী প্রতিষ্ঠান।

এই স্বীকৃতির ফলে বিএবি যেসব প্রতিষ্ঠান, ল্যাবরেটরি বা সংস্থাকে মান সনদ বা পরীক্ষণের অনুমোদন দেয়, সেসব সনদ বা রিপোর্ট বিশ্বের বিভিন্ন দেশে গ্রহণযোগ্যতা পায়। ফলে, বাংলাদেশি পণ্য ও সেবার আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ হচ্ছে এবং রপ্তানি খাতে আস্থার জায়গা তৈরি হচ্ছে। এর ফলে বিএবি স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান বা ল্যাবরেটরির দেওয়া পরীক্ষণ রিপোর্ট বা মান সনদ বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পায়। এতে বাংলাদেশি পণ্য ও সেবার বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ে।

স্বীকৃতির সংখ্যা 
এখন পর্যন্ত বিএবি থেকে ১৫৫টি প্রতিষ্ঠান স্বীকৃতি পেয়েছে। এগুলোর মধ্যে ৯০টি পণ্য পরীক্ষাগার, ২২টি যন্ত্র পরিমাপ ল্যাব, ৯টি চিকিৎসা পরীক্ষাগার, ৩০টি পরিদর্শন সংস্থা এবং ৪টি সনদ প্রদানকারী সংস্থা। এছাড়া, গুণগত মান নিশ্চিত করতে ২ হাজার ৮৯৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে বিএবি।

আস্থা তৈরির যুদ্ধে বিএবি
অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “খাদ্য ও চিকিৎসার মতো স্পর্শকাতর খাতে গুণগত মানে ছাড় দেওয়া চলে না। বিএবি আজ শুধু প্রতিষ্ঠানকে নয়, জনগণকে আস্থা দেওয়ার কাজ করছে।”

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্বীকৃতি মানেই টিকে থাকার টিকিট। এ প্রসঙ্গে এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক ফাহিম বিন আসমত বলেছেন, রপ্তানি করতে হলে শুধু গুণগত পণ্য যথেষ্ট নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ লাগেই। তা না হলে এসএমই উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন।

মান নির্ধারণে রাষ্ট্রীয় অগ্রাধিকার
শিল্প মন্ত্রণালয়ের সচিব মো.

ওবায়দুর রহমান বলেছেন, দেশীয় পণ্য তখনই আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা পায়, যখন সেটির মান নিরপেক্ষভাবে যাচাই ও স্বীকৃত হয়। এজন্য সরকার বিএবিকে আরো শক্তিশালী করছে বাজেট, জনবল ও প্রযুক্তি সহায়তা বাড়িয়ে।

চ্যালেঞ্জ কোথায়
বিএবির কাজের প্রসার ঘটলেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। অনেক ল্যাব এখনো মান অর্জনে সক্ষম নয়। বহু প্রতিষ্ঠান সনদের গুরুত্ব বোঝে না। কিছু ক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক হস্তক্ষেপ প্রতিবন্ধকতা তৈরি করে।

শিল্প মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেছেন, বিএবিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে। ভোক্তা যেন জানে, কোন প্রতিষ্ঠান পরীক্ষিত, কোনটি নয়।

তারা বলেন, দেয়ালে ঝোলানো সনদ নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানের নিশ্চয়তা চাই। একমাত্র মান নিরীক্ষা ও স্বীকৃতির মাধ্যমেই সে নিশ্চয়তা আসে।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মাধ্যমে এখন দেশের প্রতিটি সেক্টর খাদ্য, চিকিৎসা, নির্মাণ, রপ্তানি আন্তর্জাতিক মানে উত্তীর্ণ হওয়ার পথে। এই পথচলা সহজ নয়। কিন্তু, ভোক্তার আস্থা ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ যাত্রা এখন সময়ের দাবি।

তিনি বলেন, আমি যা খাচ্ছি, যা ব্যবহার করছি, তা পরীক্ষিত ও স্বীকৃত—এ বার্তা যখন প্রতিটি নাগরিক বিশ্বাস করতে পারবে, তখনই আমরা হবো নিরাপদ ও মানসম্পন্ন বাংলাদেশ।

ঢাকা/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বল ছ ন পর ক ষ

এছাড়াও পড়ুন:

অন্তর্বর্তী সরকার না চাইলে ‘মব সন্ত্রাসের’ ঘটনাগুলো ঘটতে পারত না: বাম গণতান্ত্রিক জোট

গণ-অভ্যুত্থানের পর দেশে যে ‘মব’ সন্ত্রাসের শুরু হয়েছিল, সেটা এখনো চলছে এবং নগ্ন রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। অন্তর্বর্তী সরকার না চাইলে এমন ঘটনাগুলো ঘটতে পারত না বলেও মন্তব্য করেছেন তাঁরা। জোটের নেতারা বলেছেন, মব নিয়ে অন্তর্বর্তী সরকারের ভাব এমন যে খারাপ কিছু তো করছে না।

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এ কথা বলেন। মব সন্ত্রাস ও মাজার-খানকায় হামলা বন্ধসহ সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে নির্বাচনের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর যে মব শুরু হয়েছিল, সেই মব এখনো দূর হয়নি। বরং নগ্ন রূপ নিয়েছে।...তাহলে ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) তখন কী করলেন?’

সরকার না চাইলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না মন্তব্য করে রুহিন হোসেন বলেন, মব নিয়ে সরকারের উপদেষ্টারা আকারে-ইঙ্গিতে যা বলেন, তাতে ভাবটা এ রকম যে খারাপ কিছু করছে না। অন্তর্বর্তী সরকার এসব ঘটনার দায় এড়াতে পারবে না।

দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সংস্কারের নামে শ্রমিক–কৃষক–মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করছেন না, কিন্তু সংবিধানের চার মূলনীতি পরিবর্তন করতে চান। অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।

‘মব’ সন্ত্রাস ও মাজার-খানকায় হামলা বন্ধসহ সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীরা। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে

সম্পর্কিত নিবন্ধ

  • সংগীতশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি গ্রহণযোগ্য নয়: আসক
  • রাকসু নির্বাচন: ৬ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি
  • অন্তর্বর্তী সরকার না চাইলে ‘মব সন্ত্রাসের’ ঘটনাগুলো ঘটতে পারত না: বাম গণতান্ত্রিক জোট