গভীর সাগরে চার দিন ভেসে থাকা ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও তিন জেলে। বৃহস্পতিবার (১০) সকালে পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে স্থানীয় এক মাছ ধরার ট্রলারের জেলেরা তাদেরকে উদ্ধার করেন। দুপুরের দিকে রাঙ্গাবালী নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

উদ্ধার করা ৯ জেলে হচ্ছেন- কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)। এরা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার জেলে। অন্যদিকে নিখোঁজ তিন জেলে হচ্ছেন- খবির আলী মিয়া, সোহাগ ও গোপাল মিস্ত্রী।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৫ জুলাই ‘এফবি সাইকূল’ নামের একটি ট্রলারে করে ১২ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। পরদিন সকালে পায়রা বন্দরের শেষ বয়ার কাছে ভয়াবহ ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে তারা নিখোঁজ থাকেন। 

উদ্ধার হওয়া জেলে কবির হোসেন বলেন, ভোরে ট্রলার উল্টে ডুবে গেলে আমরা সবাই রিং বয়া ও ফ্লোট ধরে সাগরে ভেসে থাকি। এ সময় খাবার, বিশ্রাম কিছুই ছিল না। শুধু লবণ পানি খেয়ে কোনো রকমে বেঁচে ছিলাম আমরা। কিন্তু ঢেউয়ের তোড়ে তিনজন আমাদের কাছ থেকে ছিটকে পড়ে। এরপর আমরা ৯ জন প্রাণপণ চেষ্টা করে একসঙ্গে থাকি। গতকাল সকালে রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে স্থানীয় এক মাছ ধরার ট্রলারের জেলেরা আমাদেরকে উদ্ধার করেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, উদ্ধারকৃত জেলেদের চরমোন্তাজে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজদের ব্যাপারে অনুসন্ধান চলছে। কেউ কেউ বলছে, তাদেরও উদ্ধার করা হয়েছে। তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক

গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন। এরপর বাংলাদেশ আর টেস্ট খেলেনি। মাঝে নানা ঘটনাপ্রবাহের পর সিদ্ধান্ত পাল্টেছেন নাজমুল, টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল।

২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ওদেরই মাঠে দুটি টেস্ট জিতেছে। সব মিলিয়ে নাজমুলের নেতৃত্বে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।

গত বছর তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সময় ভালো না যাওয়ায় এ বছরের শুরুতে সেই সংস্করণের নেতৃত্ব থেকে নিজেই সরে যান। এরপর গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হুট করেই নাজমুলকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার রেশ ধরে নাজমুল টেস্ট সংস্করণের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক