গভীর সাগরে চার দিন ভেসে থাকা ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও তিন জেলে। বৃহস্পতিবার (১০) সকালে পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে স্থানীয় এক মাছ ধরার ট্রলারের জেলেরা তাদেরকে উদ্ধার করেন। দুপুরের দিকে রাঙ্গাবালী নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

উদ্ধার করা ৯ জেলে হচ্ছেন- কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)। এরা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার জেলে। অন্যদিকে নিখোঁজ তিন জেলে হচ্ছেন- খবির আলী মিয়া, সোহাগ ও গোপাল মিস্ত্রী।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৫ জুলাই ‘এফবি সাইকূল’ নামের একটি ট্রলারে করে ১২ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। পরদিন সকালে পায়রা বন্দরের শেষ বয়ার কাছে ভয়াবহ ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে তারা নিখোঁজ থাকেন। 

উদ্ধার হওয়া জেলে কবির হোসেন বলেন, ভোরে ট্রলার উল্টে ডুবে গেলে আমরা সবাই রিং বয়া ও ফ্লোট ধরে সাগরে ভেসে থাকি। এ সময় খাবার, বিশ্রাম কিছুই ছিল না। শুধু লবণ পানি খেয়ে কোনো রকমে বেঁচে ছিলাম আমরা। কিন্তু ঢেউয়ের তোড়ে তিনজন আমাদের কাছ থেকে ছিটকে পড়ে। এরপর আমরা ৯ জন প্রাণপণ চেষ্টা করে একসঙ্গে থাকি। গতকাল সকালে রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে স্থানীয় এক মাছ ধরার ট্রলারের জেলেরা আমাদেরকে উদ্ধার করেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, উদ্ধারকৃত জেলেদের চরমোন্তাজে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজদের ব্যাপারে অনুসন্ধান চলছে। কেউ কেউ বলছে, তাদেরও উদ্ধার করা হয়েছে। তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৭১ জন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৪ জুলাই টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বৃষ্টির কারণে গুয়াডালুপ নদীর পানি বেড়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যার পানিতে কের কাউন্টির নদীতীরবর্তী সামার ক্যাম্প ‘মিস্টিক’ প্লাবিত হয়। এতে বন্যার পানিতে ভেসে যান ক্যাম্পে অংশ নেওয়াদের মধ্যে অন্তত ৩২ মেয়ে ও দু’জন মেন্টর। তাদের মধ্যে ২৭ মেয়ে ও ক্যাম্পের পরিচালক ৭০ বছর বয়সী রিচার্ড ইস্টল্যান্ড মারা গেছেন। এ ছাড়া আরও পাঁচজন ক্যাম্পার ও ১৯ বছর বয়সী একজন মেন্টর এখনও নিখোঁজ রয়েছেন।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। এখানে কমপক্ষে ৯৬ জনের প্রাণ গেছে, যার মধ্যে ৩৬ জনই শিশু। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অঞ্চলের কমপক্ষে ১৬১ জনের এখনও সন্ধান মেলেনি। এ ছাড়া ট্রাভিস, বার্নেট, কেন্ডাল, উইলিয়ামসন এবং টম গ্রিন কাউন্টিতেও প্রাণহানির খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

সম্পর্কিত নিবন্ধ

  • ফেনীতে আরও গ্রাম প্লাবিত, দুর্ভোগ
  • ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের
  • এমবাপ্পের ‘সুখের লাগি চাহি প্রেম’...
  • টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০
  • আরো ৭ দেশের ওপর শুল্ক আরোপ করলেন ট্রাম্প
  • কিয়েভে আবারো ব্যাপক হামলা রাশিয়ার
  • এপ্রিলে বিয়ে, জুলাইয়ে বিচ্ছেদ?
  • দেশে এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়নি: ফয়জুল করীম
  • বন বিভাগের নার্সারিতে নিষিদ্ধ গাছের চারা