এক রাত অপেক্ষার পর সেঞ্চুরিতে রুটের যত কীর্তি
Published: 11th, July 2025 GMT
এক রানের জন্য পুরো একটি রাত অপেক্ষা করতে হয়েছে তাঁকে। গতকাল লর্ডস টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন জো রুট। তিন অঙ্কে পৌঁছাতে দরকার ছিল ১ রান। আজ সেই রান এসেছে দিনের প্রথম বলেই, যশপ্রীত বুমরার বলে চার মেরে। দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করে রুট গড়েছেন টেস্ট সেঞ্চুরির নতুন কীর্তি।
টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক এখন পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরিরও মালিক। লর্ডসে ভারতের বিপক্ষে করা সেঞ্চুরিটি রুটের ক্যারিয়ারের ৩৭তম। যেটিতে তিনি পেছনে ফেলেছেন ভারতের রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে, দুজনের সেঞ্চুরিই ৩৬টি করে। ক্যারিয়ারে সেঞ্চুরিতে রুটের সামনে আছেন কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)।
তবে রুটের সেঞ্চুরির মাহাত্ম্যের শেষ এখানেই নয়। ক্যারিয়ারের ১৫৬তম টেস্ট খেলা রুট লর্ডসে সেঞ্চুরি করলেন টানা তৃতীয় ইনিংসে। গত বছরের আগস্টে এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ইনিংসে করেছিলেন ১৪৩ ও ১০৩।
ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী মাঠটিতে টানা তিন ইনিংসে সেঞ্চুরির কীর্তিতে রুট তৃতীয়। প্রথমবার এমন কিছু করেছিলেন কিংবদন্তি ইংলিশ ব্যাটসম্যান জ্যাক হবস, সেটা ছিল ১৯১২ থেকে ১৯২৬ সালের মধ্যে। পরেরবার এ কীর্তি গড়েন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, ২০০৪ ও ২০০৫ সালে।
রুটের আজকের সেঞ্চুরিটি ভারতের বিপক্ষে ১১তম। ভারতের বিপক্ষে এটি যৌথভাবে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার স্মিথের ১১ সেঞ্চুরি আছে ৪৬ ইনিংসে, রুটের লেগেছে কিছুটা বেশি—৬০ ইনিংস।
রুটের ৩৭তম সেঞ্চুরিটি এসেছে বেশ কষ্টেসৃষ্টেই, খেলেছেন মোট ১৯২ বল—যা ২০২২ সালে বাজবল ক্রিকেট চালু হওয়ার পর ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় ধীরতম (শীর্ষ দুইয়ে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেন ফোকসের ২০৬ এবং ২০২৪ সালে ভারতের বিপক্ষে রুটের ২১৯ বলের সেঞ্চুরি)।
মাইলফলক গড়া ইনিংসটি অবশ্য বেশি লম্বা হয়নি। ১০৪ রান করে বোল্ড হয়েছেন বুমরার বলে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যশোর বোর্ডে এসএসসিতে শতভাগ পাস ৭৫ স্কুল, ফেল ২ প্রতিষ্ঠান
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। পাশাপাশি শতভাগ ফেল করেছে দু’টি প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে। এবার শতভাগ পাস করেছে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন।
যশোর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার ২ হাজার ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৩৮ হাজার ৮৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৭৫টির সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে এই সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। গতবছর শতভাগ পাস করেছিল ৪২২টি স্কুলের শিক্ষার্থীরা। পাশাপাশি গতবছর শতভাগ ফেলের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। এবার দু’টি প্রতিষ্ঠান এই তালিকায় নাম লিখিয়েছে। এ দু’টি শিক্ষা প্রতিষ্ঠান হলো নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাগেরহাটের মোরেলগঞ্জের নাহালখালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই স্কুল দু’টি থেকে একজন করে ছাত্রী এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে অনুত্তীর্ণ হয়েছে। ২০২৩ সালেও শতভাগ ফেলের তালিকায় ছিল মুলাদি তালতলা স্কুল।
যশোর বোর্ড সূত্র জানায়, ২০২৩ সালে শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৯৩টি। আর ২০২২ সালে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১৩টি। আর গতবছর শতভাগ অনুত্তীর্ণ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকলেও ২০২৩ সালে যশোর বোর্ডের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার তালা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীই অনুত্তীর্ণ হয়েছিল। ২০২২ সালে এমন প্রতিষ্ঠান ছিল একটি।