আগের সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরে ছিল দুটি টেস্ট ও একটি ওয়ানডে। কিন্তু আজ বুধবার (১৫ জানুয়ারি, ২০২৫) জানা গেল একটি ওয়ানডের পাশাপাশি আরও একটি ওয়ানডে খেলবে উভয় দল। মূলত আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি স্বরূপ একটি অতিরিক্ত ওয়ানডে যুক্ত করা হয়েছে এই সফরে।

চলতি মাসের ২৯ তারিখ গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর আগামী ৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে আগামী ১২ ফেব্রুয়ারি একমাত্র ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা রয়েছে দল দুটি। চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে একটির জায়গাও আরও একটি ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ক্রিকেট। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি এবং ম্যাচটি দিনের আলোতে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

মুসলিম-তামিলদের ‘মনের মানুষ’ অনূঢ়া!

জন্মদিনে ‘দুঃসংবাদ’ পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

অবশ্য অস্ট্রেলিয়া যে দল নিয়ে টেস্ট সিরিজ খেলতে এসেছে সেই দলে নেই চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডের ৯ জন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। তারপরও দ্বিতীয় টেস্ট পঞ্চমদিনে গড়ালে সেটা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যাবে। সেক্ষেত্রে একদিন বিরতি দিয়েই টেস্ট দলের ঠিক কয়জন ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামতে পারবেন সেটা দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বেবি’স ডে আউট: বাস্তবে একটি শিশুর চরিত্রে দুই শিশু ছিল

আমেরিকান কমেডি চলচ্চিত্র ‘বেবি’স ডে আউট’। এটি পরিচালনা করেছিলেন প্যাট্রিক রিড জনসন, লিখেছিলেন জন হিউজেস। চলচ্চিত্রটি দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে একটি ক্লাসিক কমেডি হিসেবে পরিচিতি পেয়েছে। এর মূল কাহিনী আবর্তিত হয়েছে বেনিংটন অস্টিন ‘বিঙ্ক’ কটওয়েল চতুর্থ নামের এক নয় মাস বয়সী শিশুকে ঘিরে।

সিনেমাটি হয়তো আপনিও দেখেছেন। কিন্তু জানেন কী, জানেন কি? যেই শিশুটিকে আমরা পর্দায় দেখেছি—সেই একই চরিত্রে অভিনয় করেছে জমজ দুই ভাই। তারা হলেন জ্যাকব জোসেফ ও অ্যাডাম রবার্ট ওর্টন।তখন তাদের বয়স ছিলো নয় মাস। সে সময় দুইজনের চেহারা দেখতে হু বহু একই রকম ছিলো। যেকারণে পর্দায়ও তাদেরকে একজনই মনে হয়েছে।

আরো পড়ুন:

প্লিয়াডর্স মাইয়া: যার নামে ‘মে’ মাসের নামকরণ হয়েছে

সমাজ পুরুষকে শিখিয়েছে ‘কান্না করা যাবে না’

সিনেমার কাহিনীতে দেখা যায়, শিকাগোর শহরতলির এক ধনী পরিবারে বসবাসকারী এক শিশুকে অপহরণ করার পরিকল্পনা করে তিন ব্যক্তি। তারা শিশুটির ছবি তোলার ভান করে তারা বাড়িতে প্রবেশ করে এবং তাকে অপহরণ করে। 

কিন্তু শিশু বিঙ্ক অপহরণকারীদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সে তার প্রিয় রূপকথার বই ‘Baby's Day Out’ এ বর্ণিত জায়গাগুল ঘুরে দেখতে শুরু করে। এবং অপরহনকারীদের বার বার বোকা বানায়। শেষ পর্যন্ত, পুলিশ তাকে খুঁজে পায় এবং সে তার পরিবারের কাছে নিরাপদে ফিরে আসে।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ