যুক্তরাষ্ট্রে হঠাৎ বন্যায় ২৪ জনের মৃত্যু, ২০ কন্যাশিশু নিখোঁজ
Published: 5th, July 2025 GMT
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ২০ কন্যাশিশু। স্থানীয় সময় গতকাল শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে এ ঘটনা ঘটে। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ওই শিশুদের উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
টেক্সাসের কের এলাকার পুলিশ কর্মকর্তা ল্যারি লেইথা শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুদের এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। মোট ২৩ থেকে ২৫ জন নিখোঁজ রয়েছেন। মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটি নদীর ধারেই ছিল।
মৃত ব্যক্তিদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক। তিনি বলেন, আগের দিন বৃহস্পতিবার রাতে ৪৫ মিনিট ধরে তুমুল বর্ষণের কারণে গুয়াদালুপ নদীর পানি ২৬ ফুট উচ্চতায় উঠে যায়। ওই নদীর তীরে প্রায় ৭৫০ শিশু গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিয়েছিল। নিখোঁজ শিশুরা ওই দলের সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে ঘরবাড়ি ও গাছপালা উপড়ে গেছে। স্থানীয় আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কের এলাকায় ১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। এটি এলাকাটিতে বছরে মোট বৃষ্টির তিন ভাগের এক ভাগ।
বন্যায় মৃত্যুর পর টেক্সাসের গভর্নর জানিয়েছেন, উপদ্রুত অঞ্চলের বিভিন্ন এলাকায় দ্রুত জরুরি সহায়তার সরবরাহ করতে ‘বিপর্যয়ের ঘোষণায়’ সই করেছেন তিনি। আর শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদিকদের বলেছেন, ‘এই বন্যাটা ভয়াবহ, হতবাক করে দেওয়ার মতো।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করার জন্য রোববার কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতের শেষদিকে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন— তারা যাতে মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে।
তবে মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে, সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু।
গত শুক্রবার রাতে হামাস জানায়, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ দেখিয়েছে এবং তারা আলোচনার জন্য প্রস্তুত।
তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো— স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে, নতুন করে কোনো হামলা হবে না।
গাজার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
খান ইউনিস শহরের একটি হাসপাতালের বরাতে জানানো হয়, আল-মাওয়াসি এলাকায় তাঁবুগুলোর ওপর বোমা হামলায় এক চিকিৎসক ও তাঁর তিন সন্তানসহ সাতজন নিহত হন।
এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের দুই মার্কিন কর্মী খান ইউনিস এলাকায় একটি গ্রেনেড হামলায় আহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ হামলার জন্য হামাসকে দায়ী করেছে। যদিও হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ভয়াবহ হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, তখন থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত হয়েছেন।