বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮
শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৩২
ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।
মোস্তাফিজুর রহমানের বলটা উইকেটে পড়ে একটু থেমে এল। জানিত লিয়ানাগে ফ্লিক করতে গিয়ে ঠিকভাবে ব্যাটে লাগাতে পারলেন না। ফিরতি ক্যাচ উঠে গেল মোস্তাফিজের হাতেই।
এতক্ষণ সম্ভাব্য জয়ের উল্লাসে ভাসতে থাকা রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে হতাশার ধ্বনি। হঠাৎ করেই নেমে এল পিনপতন নীরবতা। এটাই ওয়ানডে ক্রিকেটের রোমাঞ্চ। শেষ হতে হতেও শেষের আগে হয় না শেষ।
আরও পড়ুন১৬ রানের জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ৯ ঘণ্টা আগেসিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই শেষটা হলো চরম রোমাঞ্চকর। এই বাংলাদেশ জিতে যাচ্ছে তো ওই শ্রীলঙ্কার সম্ভাবনা জেগে উঠছে। স্বাগতিকদের জন্য সেই সম্ভাবনা শেষ উইকেট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ৯৯ রানে ৪ উইকেট পড়ার পর নেমে ৮৫ বলে ৭৮ রান করা লিয়ানাগে। এরপর বলতে গেলে তিনি একাই টেনে নেন শ্রীলঙ্কার ইনিংস।
তবু শেষ হাসি শেষ পর্যন্ত বাংলাদেশের। ৭ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে ২৩২ রানে অলআউট করে ১৬ রানের জয়ে সিরিজে এখন ১–১ সমতা। ৮ জুলাই পাল্লেকেলেতে শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ ক্যান্ডি যাবে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে।
বাংলাদেশের ২৪৮ রানের জবাব দিতে নেমে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। তখনো ইনিংসের ১১.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫