হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, “জুলাই বিপ্লব কোনো ব্যক্তিবিশেষের একক আন্দোলন নয়, এটি সমগ্র জাতির ত্যাগ, প্রতিবাদ ও সংগ্রামের প্রতীক। কেউ যদি একে নিজের ঘরে কুক্ষিগত করে রাখতে চায়, তবে সে চরম ভুল করবে।”

শনিবার (৫ জুলাই) বিকেলে চাষাড়ায় হেফাজতের কার্যালয়ে ২৪ জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মাগফিরাত কামনা করে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফেরদাউসুর রহমান একথা বলেন।

তিনি বলেন, “এখন সময় হিসাব করার নয়—কে ছিল আর কে ছিল না। এখন সময় ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে সকল মত-পথের মানুষকে এক প্ল্যাটফর্মে এনে আন্দোলন গড়ে তোলার। বিভাজন নয়, দরকার ঐক্য।”

সমালোচকদের প্রতি ইঙ্গিত করে ফেরদাউসুর রহমান বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করলে কিছু মানুষের সমালোচনা থাকবেই। কিন্তু আমরা সময় নষ্ট করতে চাই না। কাজ করতে হবে সামনে তাকিয়ে, সমালোচনাকে পাশ কাটিয়ে।”

 

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে যদি নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসেন কাসেমীকে নির্বাচিত করা যায়, তবে নারায়ণগঞ্জকে একটি আদর্শিক ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এমন একজন যোগ্য, আদর্শবান ও সমাজসেবী মানুষের সংসদে প্রবেশ এক নতুন দিগন্তের সূচনা করবে।”

 

জুলাই আন্দোলনে আহতদের প্রসঙ্গে তিনি বলেন, “তাদের চিকিৎসা শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদেরও। সমাজের প্রতিটি স্তর থেকে সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। এটি আমাদের নৈতিক দায়িত্ব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মুফতি তৈয়ব আল হোসাইন, মুফতি সাজ্জাদ হোসেন মুফতি আনিস আনসারী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু বক্কর প্রমুখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করার জন্য রোববার কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতের শেষদিকে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন—  তারা যাতে মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে।

তবে মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে, সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু।

গত শুক্রবার রাতে হামাস জানায়, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ দেখিয়েছে এবং তারা আলোচনার জন্য প্রস্তুত।

তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো— স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে, নতুন করে কোনো হামলা হবে না।

গাজার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

খান ইউনিস শহরের একটি হাসপাতালের বরাতে জানানো হয়, আল-মাওয়াসি এলাকায় তাঁবুগুলোর ওপর বোমা হামলায় এক চিকিৎসক ও তাঁর তিন সন্তানসহ সাতজন নিহত হন।

এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের দুই মার্কিন কর্মী খান ইউনিস এলাকায় একটি গ্রেনেড হামলায় আহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ হামলার জন্য হামাসকে দায়ী করেছে। যদিও হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ভয়াবহ হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, তখন থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ