Risingbd:
2025-10-15@21:51:29 GMT

তাদের আছে শুধু হাড় আর চামড়া

Published: 5th, July 2025 GMT

তাদের আছে শুধু হাড় আর চামড়া

গাজার চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন যে, শিশু দুধের তীব্র ঘাটতির মধ্যে শত শত শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। কারণ ইসরায়েল মানবিক সাহায্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।

খান ইউনিসের নাসের হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আহমেদ আল-ফাররা জানিয়েছেন, তার ওয়ার্ডে মাত্র এক সপ্তাহের জন্য শিশু ফর্মুলা অবশিষ্ট রয়েছে। ডাক্তার ইতিমধ্যেই অকাল জন্মগ্রহণকারী শিশুদের জন্য বিশেষায়িত ফর্মুলা শেষ করে দিয়েছেন এবং নিয়মিত ফর্মুলা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। 

আল-ফাররা ফোনে গার্ডিয়ানকে বলেন, “আমি বর্ণনা করতে পারছি না যে পরিস্থিতি কতটা খারাপ। এই মুহূর্তে, আমাদের কাছে প্রায় এক সপ্তাহের জন্য পর্যাপ্ত ফর্মুলা আছে। তবে হাসপাতালের বাইরেও শিশুরা দুধ পাচ্ছে না। এটি বিপর্যয়কর।”

গাজায় শিশু খাদ্যের মজুদ কমে গেছে কারণ ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে সামান্য সাহায্য ছাড়া বাকি সবই বন্ধ করে দিয়েছে। বিতর্কিত মার্কিন-ইসরায়েল-সমর্থিত বেসরকারি সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনএর মাধ্যমে আসা খাদ্য সহায়তায় শিশুদের ফর্মুলা দুধ নেই।

আল-নুসাইরাত শরণার্থী শিবিরে বসবাসকারী ২৭ বছর বয়সী পাঁচ সন্তানের মা হানা আল-তাওয়েল জানান, তিনি নিজে পর্যাপ্ত খাবার না পাওয়ায় বুকের দুধ খাওয়াতে পারছিলেন না। তার ১৩ মাস বয়সী সন্তানের জন্য ফর্মুলা দুধ খুঁজে পেতে তিনি হিমশিম খাচ্ছিলেন।

তিনি বলেন, “আমার ছেলের জন্মের পর থেকেই দুধের সমস্যা শুরু হয়, কারণ আমার অপুষ্টি এবং সাধারণ দুর্বলতার কারণে আমি আমার শিশুকে বুকের দুধ খাওয়াতে পারিনি।”

ডাক্তাররা আল-তাওয়েলকে জানিয়েছেন, তার ছেলে অপুষ্টির কারণে খর্বকায় রোগে ভুগছে এবং তিনি লক্ষ্য করেছেন যে তার ছেলে তার অন্যান্য বাচ্চাদের তুলনায় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

তাওয়েল বলেন, “আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার পাশে একটি ছোট রুটির টুকরো রাখার চেষ্টা করি। কারণ সে প্রায়ই খাবার চাইতে ঘুম থেকে ওঠে। আমার বাচ্চাদের জন্য আমি দুঃখ এবং ভয় অনুভব করি, আমি ভয় পাই যে তারা ক্ষুধা, তৃষ্ণা এবং রোগে মারা যাবে।”

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ৬৬ জন ফিলিস্তিনি শিশু অনাহারে মারা গেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলকে গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহার ব্যবহার করার অভিযোগ করেছে, যা তাদের মতে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর’ একটি কৌশল।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য ফর ম ল ইসর য

এছাড়াও পড়ুন:

চাকসু: ভিপি, জিএস, এজিএসে ৮ কেন্দ্রে এগিয়ে যারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনা শেষে আটটি কেন্দ্রে পূর্ণাঙ্গ অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। বেশিরভাগ কেন্দ্রে শীর্ষ তিন পদের মধ্যে দুটিতে ইসলামী ছাত্রশিবি এবং একটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন। তবে এই তিন পদে আট কেন্দ্রেই শিবির-ছাত্রদলের প্রার্থীদের লড়াই বেশ চোখে পড়ার মতো; অবশ্য বামপন্থিরা লড়াইয়ে আসতেই পারেননি।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয় সন্ধ্যার পর। ভোটার সংখ্যা কম-বেশি থাকায় কোনো কেন্দ্রে আগে, কোনো কেন্দ্রে দেরিতে ফলাফল ঘোষণা করা হচ্ছে। রাত ২টায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আটটি কেন্দ্রের ফলাফল হলো এমন: 

আরো পড়ুন:

চাকসু নির্বাচন: পাঁচ হলের ভিপি-জিএস হলেন যারা

প্রাণ ফিরে পেতে যাচ্ছে রাকসু, রাত পোহালেই ভোট

আলাওল হল কেন্দ্র
চাকসুর ভোটে এই কেন্দ্রে ভিপি পদে শিবিরের ইব্রাহিম রনি ৩৯৩টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২৫১টি ভোট।

জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ৩৯৩টি ভোট নিয়ে এগিয়ে রয়েছেন; আর ছাত্রদলের শাফায়াত ২০০টি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। 

এজিএস পদে ছাত্রদলের তৌফিক ৪৭১টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে শিবিরের সাজ্জাদ মুন্না পেয়েছেন ২২৫টি ভোট।

বিজয় ২৪ হল কেন্দ্র (ছাত্রী হল) 
এই হলে ভিপি পদে শিবিরের রনি ৬৪৪টি ভোট নিয়ে এগিয়ে রয়েছেন, যেখানে ছাত্রদলের সাজ্জাদ ২২৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

জিএস পদে শিবিরের সাঈব হাবিব ৬৮৯টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রদলের শাফায়াত, তার প্রাপ্ত ভোট ১৬৪টি।

এজিএস পদে ছাত্রদলের তৌফিক ৫৬৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরের মুন্না 
৩৫১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

এফ রহমান হল কেন্দ্র
এই হলে ভিপি পদে রনি (শিবির) ৩৮১টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে হৃদয় (ছাত্রদল) ২২৬ ভোট নিয়ে দ্বিতীয় হয়েছেন।

জিএস পদে সাঈদ (শিবির) ৩৫১ ও শাফায়াত (ছাত্রদল) ২২০টি ভোট পেয়েছেন।

এজিএস পদে তৌফিক (দল) ৪৪২টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং মুন্না (শিবির) ২৩১ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

শাহজালাল হল কেন্দ্র 
এই হলে ভিপি পদে রনি (শিবির) ৭৭৯ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন; আর দ্বিতীয় অবস্থানে থাকা সাজ্জাদ হৃদয় (ছাত্রদল) ৪৮১ ভোট পেয়েছেন।

জিএস পদে সাঈদ (শিবির) ৭৮০ পেয়ে এগিয়ে রয়েছেন; শাফায়াত (দল) ২৮৫টি দ্বিতীয় হয়েছেন।

শাহজালাল হল কেন্দ্রে শিবিরের সাজ্জাদ মুন্না ছাত্রদলের তৌফিকের চেয়ে এগিয়ে রয়েছেন। এই হলে মুন্না মুন্না (শিবির) ৭৮৩টি এবং তৌফিক (দল) ৫৮৯টি ভোট পেয়েছেন।

শিল্পী আব্দুর রশিদ চৌধুরী হোস্টেল কেন্দ্র
এখানে ভিপি পদে সাজ্জাদ (ছাত্রদল) ৩৪টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ২৭ ভোট নিয়ে শিবিরের রনি দ্বিতীয় এবং ২৬টি ভোট নিয়ে বামের ধ্রুব বড়ুয়া তৃতীয় হয়েছেন।

জিএস পদে সুদর্শন চাকমা (বাম) ২৯টি ভোট নিয়ে এগিয়ে আছেন। এখানে সাঈদ (শিবির) ২৮টি এবং শাফায়েত (ছাত্রদল) ১৪টি ভোট পেয়েছেন।

এজিএস পদে ছাত্রদলের তৌফিক ৩৮টি এবং শিবিরের মুন্না ১১টি ভোট পেয়েছেন।

অতীশ দীপংকর হল কেন্দ্র
এই হলে ভিপি পদে সাজ্জাদ (ছাত্রদল) ২২৩টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ধ্রুব বড়ুয়া (বৈচিত্র্যের ঐক্য) ও ইব্রাহিম রনি (শিবির) ‍উভয়েই ৯০টি করে ভোট পেয়েছেন। 

জিএস পদে শাফায়েত (ছাত্রদল) ১৬৪টি ভোট নিয়ে এখানে এগিয়ে রয়েছেন। সুদর্শন চাকমা (বামজোট) ১৩১টি ভোট নিয়ে দ্বিতীয় এবং সাঈদ (শিবির) ৮৩টি ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

এজিএস পদে তৌফিক (ছাত্রদল) পেয়েছেন ২৬৬টি। যেখানে পলাশ দে (বিনির্মাণ শিক্ষার্থী জোট) ৬২টি এবং মুন্না (শিবির) ৪৫টি ভোট পেয়েছেন।

এই হলে ৬০ শতাংশ অমুসলিম শিক্ষার্থী থাকেন।

সোহরাওয়ার্দী হল কেন্দ্র
এই হলে ভিপি পদে রনি (শিবির) ১ হাজার ৪৮৮টি ভোট নিয়ে এগিয়ে রয়েছেন। এখানে সাজ্জাদ (ছাত্রদল) পেয়েছেন ৬৮০টি ভোট।

জিএস পদে সাঈদ (শিবির) ১ হাজার ৪০৪টি ভোট নিয়ে ব্যাপক ব্যবধানে পেছনে ফেলেছেন ৪৫৮টি ভোট পাওয়া শাফায়েতকে।

এজিএস পদে তৌফিক (ছাত্রদল) ৯৬৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন; যেখানে  
৯০৬ নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়েছেন মুন্না (শিবির)। 

শহীদ আব্দুর রব হল কেন্দ্র 
এই হলে ভিপি পদে রনি (শিবির) ৬৪৯ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন; যেখানে হৃদয় (ছাত্রদল) পেয়েছেন ২৮২টি ভোট।

জিএস পদে সাঈদ (শিবির) ৬৩৬টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ছাত্রদলের শাফায়েত পেয়েছেন ১৫৭টি ভোট।

এজিএস পদে তৌফিক (ছাত্রদল) ৫৪০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন; শিবিরের মুন্না পেয়েছেন ৩৬৩টি ভোট। 

ঢাকা/মিজান/রাসেল

সম্পর্কিত নিবন্ধ