যশোরে মশাল মিছিলের দু’দিন পর আটক উদীচীর দু’কর্মী, ছাড়া পেলেন একজন
Published: 5th, July 2025 GMT
যশোরে মশাল মিছিল ও সমাবেশের দু’দিন পর শুক্রবার মধ্যরাতে নিজবাসা থেকে দুই সাংস্কৃতিক কর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় সাংস্কৃতিক কর্মীরা ক্ষুব্ধ হয়ে কর্মসূচি দিলে শনিবার বিকেলে পুলিশ একজনকে ছেড়ে দেয়।
আটকরা হলেন- উদীচী যশোরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াদুর রহমান ও সাধারণ সদস্য আব্দুর রহমান মৃধা। তাদের মধ্যে শনিবার রিয়াদুর রহমান ছাড়া পেয়েছেন। আর আব্দুর রহমান মৃধাকে বিএনপি দলীয় কার্যালয় পোড়ানো মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে দুই সাংস্কৃতিক কর্মীকে হেনস্তা ও আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে।
সাংস্কৃতিক কর্মীরা জানান, গত ২ জুলাই সন্ধ্যায় যশোরে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল হয়। বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের প্রতিবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দেওয়া, ‘মব সন্ত্রাস’ বন্ধসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বামদলের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এই কর্মসূচির অগ্রভাগে ছিলেন উদীচী যশোরের কর্মী রিয়াদুর রহমান। আর এ কর্মসূচিতে যোগদান না করলেও উদীচীর সক্রিয়কর্মী আব্দুর রহমান মৃধা।
সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, ওই কর্মসূচিতে যোগ দেওয়ার অপরাধে তাদের আটক করে পুলিশ। আটকের পর যশোরের সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচি দেন। এমন পরিস্থিতিতে শনিবার বিকেলে রিয়াদুর রহমানকে ছেড়ে দেয় পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, আব্দুর রহমান ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলায় জড়িত। তাকে ওই মামলায় আদালতে চালান করা হয়েছে। অন্যদিকে, রিয়াদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন, ‘আমাদের দুই কর্মীকে হেনস্তা ও আটকের প্রতিবাদে নিন্দা জানাচ্ছি। তাদের যে কারণে আটক দেখানো হয়েছিলো; সে ঘটনার সঙ্গে তারা জড়িত নন। একজনকে ছেড়ে দিলেও আরেকজনকে এখনও ছাড়া হয়নি। আমরা আইনিভাবেই লড়ব।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: যশ র আটক র য় দ র রহম ন স ক ত ক কর ম
এছাড়াও পড়ুন:
যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।
বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।