যশোরে মশাল মিছিল ও সমাবেশের দু’দিন পর শুক্রবার মধ্যরাতে নিজবাসা থেকে দুই সাংস্কৃতিক কর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় সাংস্কৃতিক কর্মীরা ক্ষুব্ধ হয়ে কর্মসূচি দিলে শনিবার বিকেলে পুলিশ একজনকে ছেড়ে দেয়। 

আটকরা হলেন- উদীচী যশোরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াদুর রহমান ও সাধারণ সদস্য আব্দুর রহমান মৃধা। তাদের মধ্যে শনিবার রিয়াদুর রহমান ছাড়া পেয়েছেন। আর আব্দুর রহমান মৃধাকে বিএনপি দলীয় কার্যালয় পোড়ানো মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এদিকে দুই সাংস্কৃতিক কর্মীকে হেনস্তা ও আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে।
সাংস্কৃতিক কর্মীরা জানান, গত ২ জুলাই সন্ধ্যায় যশোরে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল হয়। বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের প্রতিবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দেওয়া, ‘মব সন্ত্রাস’ বন্ধসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বামদলের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এই কর্মসূচির অগ্রভাগে ছিলেন উদীচী যশোরের কর্মী রিয়াদুর রহমান। আর এ কর্মসূচিতে যোগদান না করলেও উদীচীর সক্রিয়কর্মী আব্দুর রহমান মৃধা।  

সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, ওই কর্মসূচিতে যোগ দেওয়ার অপরাধে তাদের আটক করে পুলিশ। আটকের পর যশোরের সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচি দেন। এমন পরিস্থিতিতে শনিবার বিকেলে রিয়াদুর রহমানকে ছেড়ে দেয় পুলিশ। 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, আব্দুর রহমান ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলায় জড়িত। তাকে ওই মামলায় আদালতে চালান করা হয়েছে। অন্যদিকে, রিয়াদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন, ‘আমাদের দুই কর্মীকে হেনস্তা ও আটকের প্রতিবাদে নিন্দা জানাচ্ছি। তাদের যে কারণে আটক দেখানো হয়েছিলো; সে ঘটনার সঙ্গে তারা জড়িত নন। একজনকে ছেড়ে দিলেও আরেকজনকে এখনও ছাড়া হয়নি। আমরা আইনিভাবেই লড়ব।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: যশ র আটক র য় দ র রহম ন স ক ত ক কর ম

এছাড়াও পড়ুন:

করোনায় আরো এক মৃত্যু, শনাক্ত ৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত একদিনে সারা দেশে ২৩৯ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আরো পড়ুন:

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬

আরো ৮ জনের করোনা শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৪ জনের নমুনা পরীক্ষা করে একজন, ময়মনসিংহে ৭ জনের নমুনা পরীক্ষা করে একজন এবং দিনাজপুরে ৫ জনের নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে।

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • মাতৃত্ব ও মানসিক সুস্থতার গল্প বললেন অ্যাড্রিয়েন বায়লন-হাউটন
  • পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আলাদা বাজেট জরুরি
  • ফ্যাসিস্ট সরকারের সময় গুম-হত্যা ছিল স্বাভাবিক ঘটনা
  • দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৯
  • জুলাই আন্দোলনকারীদের দেশ ছাড়তে বলা শিক্ষকদের পদোন্নতি, ক্ষুব্ধ শ
  • করোনায় একজনের মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ২৯৪
  • করোনায় আরো এক মৃত্যু, শনাক্ত ৬
  • ছাগল বিক্রি করতে গিয়ে নিখোঁজ, পরে সেপটিক ট্যাংকে মিলল মরদেহ
  • শরীয়তপুরের একজনকে হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড