ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো ইরানের জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার ঘোষিত নতুন এই নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, ইরানের তেল পাচারে সহায়তা করার অভিযোগে ইরাকি ব্যবসায়ী সালিম আহমেদ সাঈদ এবং তাঁর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘ইরান শান্তির পথ নিতে পারত; কিন্তু তারা উগ্র পন্থা বেছে নিয়েছে। তাই তেহরানের অর্থনৈতিক উৎসগুলোকে আমরা নিশানা করব।

যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন, চীন চাইলে ইরানের তেল কিনতে পারবে। এতে তখন অনেকেই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হবে বলে ধরে নিয়েছিলেন। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের বিরুদ্ধে ‘বিজয়ের’ দাবি করায় নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন  ট্রাম্প।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমান ও কাতারের মাধ্যমে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চলছে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘কূটনীতি যেন প্রতারণার হাতিয়ার না হয়।’

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাৎজ বলেছেন, ‘ইরান যেন আর কখনও ইসরায়েলকে হুমকি দিতে না পারে, তা নিশ্চিত করাই এখন তাদের লক্ষ্য।’

বৃহস্পতিবার নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। তেহরানসহ বেশির ভাগ বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। ইসফাহান ও তাবরিজের ফ্লাইট পরবর্তী প্রস্তুতি অনুযায়ী চালু হবে বলে জানিয়েছে তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র য ক তর ষ ট র র ইসর য় ল

এছাড়াও পড়ুন:

গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করার জন্য রোববার কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতের শেষদিকে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন—  তারা যাতে মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে।

তবে মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে, সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু।

গত শুক্রবার রাতে হামাস জানায়, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ দেখিয়েছে এবং তারা আলোচনার জন্য প্রস্তুত।

তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো— স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে, নতুন করে কোনো হামলা হবে না।

গাজার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

খান ইউনিস শহরের একটি হাসপাতালের বরাতে জানানো হয়, আল-মাওয়াসি এলাকায় তাঁবুগুলোর ওপর বোমা হামলায় এক চিকিৎসক ও তাঁর তিন সন্তানসহ সাতজন নিহত হন।

এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের দুই মার্কিন কর্মী খান ইউনিস এলাকায় একটি গ্রেনেড হামলায় আহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ হামলার জন্য হামাসকে দায়ী করেছে। যদিও হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ভয়াবহ হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, তখন থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ