মানিকগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিতদের সংবর্ধনা
Published: 5th, July 2025 GMT
মানিকগঞ্জে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার নির্বাহী সভা ও প্রেসক্লাবের নব নির্বাচিত ক্যাব সংশ্লিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পাশা’র জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্যাব জেলা সভাপতি সামসুন্নবী তুলিপের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এনপিআই পরিচালক ড.
আরো পড়ুন:
রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ শোধ করতে পারব না: দুলু
১৪ বছর ধরে নারীদের পাশে থাকা ‘তথ্য আপা’দের ভবিষ্যৎ অনিশ্চিত
অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ক্যাব সহ-সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আশফাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পাশা’র নির্বাহী পরিচালক মো. ফরিদ খান, ক্যাবের নির্বাহী সদস্য বিএম খোরশেদ, এসএম সাইফুল্লাহ, শাহীন তারেক, রিপন আনসারী, আজিজুল হাকিম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের সদ্য নির্বাচিত কমিটির ক্যাব সংশ্লিষ্ট সদস্যদের সম্মাননা জানানো হয়। এর মধ্যে রয়েছেন, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিপন আনসারী, কোষাধ্যক্ষ শাহীন তারেক, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন ও দপ্তর সম্পাদক আজিজুল হাকিম।
এর আগে, নির্বাহী সভায় ভোক্তা অধিকার রক্ষা, বাজার মনিটরিং এবং জনসচেতনতা বৃদ্ধিসহ জেলার গুরুত্বপূর্ণ ভোক্তা সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা/চন্দন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করার জন্য রোববার কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতের শেষদিকে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন— তারা যাতে মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে।
তবে মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে, সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু।
গত শুক্রবার রাতে হামাস জানায়, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ দেখিয়েছে এবং তারা আলোচনার জন্য প্রস্তুত।
তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো— স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে, নতুন করে কোনো হামলা হবে না।
গাজার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
খান ইউনিস শহরের একটি হাসপাতালের বরাতে জানানো হয়, আল-মাওয়াসি এলাকায় তাঁবুগুলোর ওপর বোমা হামলায় এক চিকিৎসক ও তাঁর তিন সন্তানসহ সাতজন নিহত হন।
এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের দুই মার্কিন কর্মী খান ইউনিস এলাকায় একটি গ্রেনেড হামলায় আহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ হামলার জন্য হামাসকে দায়ী করেছে। যদিও হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ভয়াবহ হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, তখন থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত হয়েছেন।