প্রতিবারের মতো এবারও শরীয়তপুরে ঐতিহ্যবাহী প্রায় ২০০ বছরের পুরনো জোড় মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) সদর উপজেলার মনোহর বাজারের কালিমন্দির মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। 

মেলা উপলক্ষে মধ্যপাড়া, চটাং, চরসোনামুখী, রুদ্রকর, শুবচনীসহ কয়েকটি এলাকার অন্তত হাজারো মানুষের সমাগম ঘটে। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মেলাটির বয়স সকলের অজানা। ধারণা করা হয় অন্তত ২০০ বছরের আগে থেকে মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। পৌষ সংক্রান্তির শেষ ও পহেলা মাঘ উপলক্ষে বসা এই মেলায় আসা ক্রেতারা বাড়ি ফেরেন জোড় ইলিশ মাছ আর বেগুন নিয়ে। 

মেলায় ইলিশ মাছের পাশাপাশি বিক্রি হয় নানা প্রজাতির দেশীয় মাছ। এছাড়াও মাঠে বসে অস্থায়ী খাবারের দোকান। বছরজুড়ে এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন এখানকার স্থানীয় হিন্দুধর্মের মানুষের পাশাপাশি মুসলিমরাও। 

মেলাকে ঘিরে ছোটদের আগ্রহও থাকে অনেক বেশি। বড়দের সাথে মেলায় গিয়ে মিষ্টি খাওয়ায় পাশাপাশি রঙবেরঙের বেলুন আর খেলনা হাতে বাঁশিতে ফুঁ দিতে দিতে খুশি মনে বাড়ি ফেরে তারা। মেলাটিকে ঘিরে হিন্দু-মুসলিমের এক মেলবন্ধন ঘটে।

প্রতি বছরের মতো এবারো মেলায় মাছ বিক্রি করছেন স্থানীয় মাছ বিক্রেতা মধ্যপাড়া এলাকার গোপাল দাস। তার বাপ-দাদারাও এই মেলায় মাছ বিক্রি করেছেন। তিনি বলেন, “এই মেলাটি বাপ-দাদারাও দেখেছেন। আমরা একে জোড় মাছের মেলা বলি। এই মেলায় হিন্দু মুসলিম সবাই আসে আর ইলিশ মাছ কিনে নিয়ে যায়।” 

স্থানীয় বাসিন্দা বিধান সাহা বলেন, “এই মেলাটি আমাদের সকলের। হিন্দু মুসলিম সবাই আমরা এই মেলা উপলক্ষে একত্রিত হই। সবাই ইলিশ মাছ কিনে বাড়ি ফিরে। ছোটরাও বড়দের সাথে এসে বিভিন্ন রকমের খেলনা কিনে, খাবার খায়। এক কথায় এটি আমাদের একটি উৎসবের মতো অনুষ্ঠিত হয়।” 

মেলার আয়োজক কমিটির সদস্য আতিকুর রহমান মোল্লা বলেন, “হিন্দু মুসলমান সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধনের এই মেলাটি যুগ যুগ ধরে হয়ে আসছে। আগামীতে আরও বড় পরিসরে করার চিন্তা রয়েছে। আমরা ধারাবাহিকভাবে মেলাটি আয়োজন করে থাকব।”

ঢাকা/আকাশ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এই ম ল বছর র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

জামায়াতে ইসলমীর আমীর নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায়  নারায়ণগঞ্জ শহরের এক স্থানীয় মিলনায়তনে আমীরে জামায়াতের নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন।  এসময় তিনি জামায়াতের উপর অতীতের অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে বক্তৃতা শুরু করেন। 

তিনি বলেন, এই জমিনে আমাদের শহীদদের রক্ত ঝরেছে তাদের রক্ত বৃথা যেতে পারেনা। তিনি আরো বলেন আমাদেরকে জনগনের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভালোবাসা ছাড়া কেউই ভালো কিছু করতে পারবেনা।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য  মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে মহানগর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন সহ মহানগর কর্মপরিষদ সদস্য, থানা আমীর সেক্রেটারি এবং সকল রুকন (সদস্য) উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ছবি: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সাহিত্যের উৎসবে শামিল সবাই
  • লালনের আখড়াবাড়িতে মানুষের ভিড়ে মুঠোফোন চুরি, আটক ৬
  • নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত