প্রতিবারের মতো এবারও শরীয়তপুরে ঐতিহ্যবাহী প্রায় ২০০ বছরের পুরনো জোড় মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) সদর উপজেলার মনোহর বাজারের কালিমন্দির মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। 

মেলা উপলক্ষে মধ্যপাড়া, চটাং, চরসোনামুখী, রুদ্রকর, শুবচনীসহ কয়েকটি এলাকার অন্তত হাজারো মানুষের সমাগম ঘটে। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মেলাটির বয়স সকলের অজানা। ধারণা করা হয় অন্তত ২০০ বছরের আগে থেকে মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। পৌষ সংক্রান্তির শেষ ও পহেলা মাঘ উপলক্ষে বসা এই মেলায় আসা ক্রেতারা বাড়ি ফেরেন জোড় ইলিশ মাছ আর বেগুন নিয়ে। 

মেলায় ইলিশ মাছের পাশাপাশি বিক্রি হয় নানা প্রজাতির দেশীয় মাছ। এছাড়াও মাঠে বসে অস্থায়ী খাবারের দোকান। বছরজুড়ে এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন এখানকার স্থানীয় হিন্দুধর্মের মানুষের পাশাপাশি মুসলিমরাও। 

মেলাকে ঘিরে ছোটদের আগ্রহও থাকে অনেক বেশি। বড়দের সাথে মেলায় গিয়ে মিষ্টি খাওয়ায় পাশাপাশি রঙবেরঙের বেলুন আর খেলনা হাতে বাঁশিতে ফুঁ দিতে দিতে খুশি মনে বাড়ি ফেরে তারা। মেলাটিকে ঘিরে হিন্দু-মুসলিমের এক মেলবন্ধন ঘটে।

প্রতি বছরের মতো এবারো মেলায় মাছ বিক্রি করছেন স্থানীয় মাছ বিক্রেতা মধ্যপাড়া এলাকার গোপাল দাস। তার বাপ-দাদারাও এই মেলায় মাছ বিক্রি করেছেন। তিনি বলেন, “এই মেলাটি বাপ-দাদারাও দেখেছেন। আমরা একে জোড় মাছের মেলা বলি। এই মেলায় হিন্দু মুসলিম সবাই আসে আর ইলিশ মাছ কিনে নিয়ে যায়।” 

স্থানীয় বাসিন্দা বিধান সাহা বলেন, “এই মেলাটি আমাদের সকলের। হিন্দু মুসলিম সবাই আমরা এই মেলা উপলক্ষে একত্রিত হই। সবাই ইলিশ মাছ কিনে বাড়ি ফিরে। ছোটরাও বড়দের সাথে এসে বিভিন্ন রকমের খেলনা কিনে, খাবার খায়। এক কথায় এটি আমাদের একটি উৎসবের মতো অনুষ্ঠিত হয়।” 

মেলার আয়োজক কমিটির সদস্য আতিকুর রহমান মোল্লা বলেন, “হিন্দু মুসলমান সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধনের এই মেলাটি যুগ যুগ ধরে হয়ে আসছে। আগামীতে আরও বড় পরিসরে করার চিন্তা রয়েছে। আমরা ধারাবাহিকভাবে মেলাটি আয়োজন করে থাকব।”

ঢাকা/আকাশ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এই ম ল বছর র

এছাড়াও পড়ুন:

ডা.শফিকুর রহমান`র আগমন উপলক্ষে আইনজীবীদে মাঝে লিফলেট বিতরণ 

৭ ফেব্রুয়ারি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের নারায়ণগঞ্জে সমাবেশ সফল করার লক্ষ্যে ৫ ফেব্রুয়ারি বুধবার  দুপুরে বিজ্ঞ  আইনজীবীদের মাঝে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ ল'ইয়াস কাউন্সিল।

নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী  অ্যাডভোকেট আব্দুল হাফিজ মোল্লার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন আইনজীবী থানার সভাপতি এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান সেক্রেটারি অ্যাডভোকেট নিজামুদ্দিন,অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা,  অ্যাডভোকেট গোলাম সারোয়ার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মর্তুজা, অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট ফরহাদ জুবায়ের, অ্যাডভোকেট আলামিন, এডভোকেট ওমর ফারুক প্রিন্স, অ্যাডভোকেট রাসেল মিয়া, অ্যাডভোকেট কাউসার মিয়া, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেটুল ইসলাম দিপু সহ অন্যান্য জামায়াত সমর্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে এডভোকেট আব্দুল হাফিজ মোল্লা বলেন, নারায়ণগঞ্জে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে  আগামী ৭ তারিখের সমাবেশ জন সমুদ্রে পরিণত হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের স্বাগত মিছিল
  • চট্টগ্রামে কনসার্টের জন্য বইমেলা বন্ধ
  • পাসপোর্ট নবায়ন হলেও ৬৯ হাজার রোহিঙ্গাকে সৌদি আরব ফেরত পাঠাবে না
  • জাবিতে স্কুল শিক্ষার্থীদের শিক্ষা-সামগ্রী দিল শিবির
  • ডা.শফিকুর রহমান`র আগমন উপলক্ষে আইনজীবীদে মাঝে লিফলেট বিতরণ 
  • পাঠকের চাহিদা না জেনেই বই যায় পাঠাগারে
  • কুবিতে বিপ্লব পরবর্তী শিক্ষাঙ্গন ও গণমাধ্যম নিয়ে আলোচনা
  • ৪০ খিত্তায় ২২ জেলার মুসল্লিদের সময় কাটছে ধর্মীয় বয়ান শুনে