Samakal:
2025-07-11@18:33:37 GMT

ছেলের দার কোপে বাবার মৃত্যু

Published: 22nd, January 2025 GMT

ছেলের দার কোপে বাবার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে ছেলের দার কোপে আহত বাবা বিনোদ বিহারী মজুমদার (৭২) মারা গেছেন। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার ময়ূরখীল এলাকার বাসিন্দা। 

মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, সম্প্রতি বিনোদ মজুমদার তার কিছু জমি বিক্রি করেন। জমি বিক্রির টাকা দিয়ে তিনি মেজ ছেলে ঝুটন মজুমদারে ব্যক্তিগত কিছু দেনা শোধ করেন। এতে আপত্তি জানান বড় ছেলে খোকন মজুমদার। এ নিয়ে তাদের পরিবারে ঝামেলা চলছিল। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায় বিনোদ মজুমদারকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে খোকন। এরপর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চমেক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে মঙ্গলবার তার মৃত্যু হয়

তিনি আরও জানান, ঘটনার পর থেকে ছেলে খোকন মজুমদার পলাতক। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সবাইকে চমকে দিলেন জাস্টিন বিবার

কয়েক বছর ধরে জাস্টিন বিবার খবরের শিরোনাম হয়েছেন অসুস্থতা, কনসার্ট স্থগিত করা আর স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না—এমন সব বিষয় নিয়ে। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে বিবারের সঙ্গে গানের যেন অলিখিত একটা দূরত্ব তৈরি হয়েছিল। অবশেষে ভক্তদের চমকে দিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করলেন কানাডীয় গায়ক। কোনো পূর্বঘোষণা ছাড়াই বিবারের নতুন অ্যালবাম ‘সোয়্যাগ’ প্রকাশিত হয়েছে আজ। খবর বিবিসির

২০টি গানের অ্যালবামটিতে রয়েছে ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গান, যেখানে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে সংগ্রামের গল্প। কয়েক বছর ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে ভুগছেন গায়ক। মনে করা হচ্ছে, গানে গানে নিজের জীবনের গল্পই শ্রোতাদের সামনে হাজির করেছেন তিনি।

ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারে বিবারকে দেখা গেছে স্ত্রী হেইলি বিবার ও তাঁদের সন্তানকে নিয়ে হাজির হতে। বিবারের ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ