কয়েক বছর ধরে জাস্টিন বিবার খবরের শিরোনাম হয়েছেন অসুস্থতা, কনসার্ট স্থগিত করা আর স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না—এমন সব বিষয় নিয়ে। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে বিবারের সঙ্গে গানের যেন অলিখিত একটা দূরত্ব তৈরি হয়েছিল। অবশেষে ভক্তদের চমকে দিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করলেন কানাডীয় গায়ক। কোনো পূর্বঘোষণা ছাড়াই বিবারের নতুন অ্যালবাম ‘সোয়্যাগ’ প্রকাশিত হয়েছে আজ। খবর বিবিসির

২০টি গানের অ্যালবামটিতে রয়েছে ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গান, যেখানে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে সংগ্রামের গল্প। কয়েক বছর ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে ভুগছেন গায়ক। মনে করা হচ্ছে, গানে গানে নিজের জীবনের গল্পই শ্রোতাদের সামনে হাজির করেছেন তিনি।

ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারে বিবারকে দেখা গেছে স্ত্রী হেইলি বিবার ও তাঁদের সন্তানকে নিয়ে হাজির হতে। বিবারের ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্ধুকে কাছে পেয়ে রঙিন হয়ে ওঠে আষাঢ়ের সন্ধ্যা

দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পর হাসি-আড্ডায় মেতেছিলেন তারা। কেউ তুলছিলেন সেলফি। নিজের সন্তানকে বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন কেউ কেউ। আবার মঞ্চে উঠে নির্দ্বিধায় গাইছিলেন গান, করছিলেন আবৃত্তি। 

গতকাল শুক্রবার আষাঢ়ের সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে হা-মীম গ্রুপের প্রধান কার্যালয়ের ব্যাংকুয়েট হলে এমনই দৃশ্যের অবতারণা হয়। ‘আষাঢ়ে আমরা’– এই শিরোনামে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘শতবর্ষী রাজেন্দ্র কলেজ: আমার ভালোবাসা’।

এদিন বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থীরা পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ামাত্রই তাদের সঙ্গে করছিলেন গভীর আলিঙ্গন। নিজের পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বন্ধুদের। শুরু হয় গল্প-গুজব আর স্মৃতিচারণ। তারা যেন কিছু সময়ের জন্য পৃথিবীর সব ব্যস্ততা ভুলে গিয়েছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী শফিকুল হক তালুকদার। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা অংশ নেওয়ায় রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক ও আয়োজনের প্রধান উদ্যোক্তা অধ্যাপক ড. রানা চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা জানান। 

রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থী ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অনেকেই অনেক দূর থেকে ভালোবাসার টানে এসেছেন। তারা হয়তো ভালো কোনো আয়োজন ছেড়ে এসেছেন। কারণ হলো, এখানে এলে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে; অনেক গুরুজনের সঙ্গে দেখা হবে– এই আশায়। তাদের কারও সঙ্গে ভবিষ্যতে দেখা নাও হতে পারে। আমরা চাইব পরের অনুষ্ঠানে অংশগ্রহণকারী যেন আরও বেশি হয়।

এর পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন কলেজের সাবেক শিক্ষার্থী অধ্যাপক বিষ্ণুপদ সাহা, রাহিন সুলতানা, শিল্পী সাহা, ফেরদৌসী নাজমা প্রমুখ। কবিতা আবৃত্তি করেন রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক আনোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের সাবেক শিক্ষার্থী ও প্ল্যাটফর্মের অন্যতম সদস্য ড. আবুল হাশেম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ, আমাদের সময়ের সম্পাদক আবু সাঈদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু প্রমুখ। সভা সঞ্চালনা করেন কলেজের সাবেক শিক্ষার্থী ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) ফারুক ই আজম।

সম্পর্কিত নিবন্ধ