আবদুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২১টি কোম্পানির বাস একক কোম্পানির অধীনে পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার একক কোম্পানির অধীনে টিকিট কাউন্টারভিত্তিক বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হবে। বাসগুলোর রঙ হবে গোলাপি।

রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 

এতে বলা হয়, আবদুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে প্রায় ২ হাজার ৬১০টি বাস চলাচল করবে। এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না। যত্রতত্র বাসে ওঠানামাও করা যাবে না।

সংবাদ সম্মেলনে সাইফুল আলম বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে। এতে গণপরিবহন চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠানামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে। গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ–সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী বাসের মালিকেরা চালকদের সঙ্গে যাত্রাভিত্তিক (ট্রিপ) চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে। তাই আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে চালকেরা বাস চালাবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুর থেকে এই সেবার উদ্বোধন করা হবে।

মালিক সমিতির এই নেতা আরও বলেন, চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলোকে একইভাবে কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে। এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাসে যাতায়াত করতে হবে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো.

জোবায়ের মাসুদ প্রমুখ।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাংহাই থিয়েটার উৎসবে মূল বক্তা ইসরাফিল শাহীন

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নাট্যশিক্ষা ও সমকালীন থিয়েটার চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় থিয়েটার শিক্ষাপ্রতিষ্ঠান উৎসব ও পরিচালকদের সম্মেলন ২০২৫-এ মূল বক্তা হিসেবে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন। চীনের সাংহাই থিয়েটার একাডেমিতে অনুষ্ঠিত এই উৎসব ও সম্মেলন শুরু হয় ২৮ নভেম্বর এবং শেষ হয় ৪ ডিসেম্বর।
অধ্যাপক শাহীন জানান, ২৯ নভেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক ফোরাম ‘থিয়েটারের ভবিষ্যৎ ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক অধিবেশনে তিনি মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। তাঁর বক্তৃতার বিষয় ছিল সরাসরি ও ডিজিটাল থিয়েটারের মধ্যে সেতুবন্ধ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা।

বক্তৃতায় তিনি তুলে ধরেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কীভাবে সরাসরি থিয়েটারের ক্ষণস্থায়ী অভিজ্ঞতাকে নথিভুক্তকরণ, সংরক্ষণ, তাৎক্ষণিক অভিনয় ও অংশগ্রহণমূলক গল্প বলার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি দীর্ঘস্থায়ী ও পারস্পরিক শিল্প-অভিজ্ঞতায় রূপ দেওয়া যায়।

কর্মশালায় ইস্রাফিল শাহীন। ছবি: সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ