মনোনয়ন বাণিজ্য ঠেকানোর জন্য স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলসহ ১৫ দফা সুপারিশ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার দুপুরে সংগঠনটির চার সদস্যের একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদের কাছে এ বিষয়ে লিখিত সুপারিশ হস্তান্তর করে।

নাগরিক কমিটির অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে– স্থানীয় সরকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে কার্যকরভাবে স্থানীয় সরকারে রূপান্তর করা; স্থানীয় সরকার প্রতিষ্ঠানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার অবসান ও কার্যকর জনসেবা নিশ্চতকরণে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ– তিন স্তর অনুসরণ করা; স্থানীয় সরকারের কেন্দ্রস্থল হবে জেলা পরিষদ, যা জেলা সরকারের আদলে পরিচালিত হবে; সকল পরিষদ সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে, প্রতিটি পরিষদের সভাপতি ও সহসভাপতি পরিষদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন এবং পরিষদের জবাবদিহি নিশ্চিতে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মনিটরিং কাউন্সিল করতে হবে, যেখানে মাসিক ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধিরা মনিটরিং কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবেন।

এ ছাড়াও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম করে তোলার জন্য সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদের সংস্কারের সুপারিশ করেছে জাতীয় নাগরিক কমিটি। স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা যাতে জনমানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে, সে জন্য প্রয়োজনে তাদের প্রত্যাহার বা রিকলের ক্ষমতা জনমানুষের কাছে প্রদানের সাংবিধানিক ব্যবস্থা প্রণয়নের কথাও বলেছে তারা। 

প্রতিনিধি দলে ছিলেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নির্বাহী সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় সংগঠক এবং ক্রাইসিস রেসপন্স সেল সম্পাদক আলী নাসের খান এবং সহ-মুখপাত্র তাহসিন রিয়াজ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কম ট র জন ত স থ ন য় সরক র

এছাড়াও পড়ুন:

বিএনপির শ্রমিক সমাবেশ শুরু 

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির শ্রমিক সমাবেশ। মহান মে দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতকর্মী উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত শুরু করেন।

এর আগে দুপুর ১২টা থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করেন। 

দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি। 

সমাবেশ স্থলে দেখা যায়, নেতাকর্মীরা ব্যানার, মাথায় নানা রঙের ক্যাপ, দলীয় টি-শার্ট পরে নয়পল্টনে আসছেন। জায়গায় জায়গায় চলছে স্লোগান, দলীয় সংগীত আর ঢাক-ঢোলের বাদ্য।

সমাবেশস্থলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা রাখা হয়েছে।

টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সরকার পতনের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম এতো বড় সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট প্রথম বাধাহীন সমাবেশ করে বিএনপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকায় ছিল উচ্ছ্বল নেতাকর্মীদের ভিড়।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ