নতুন মুখ ও পুরনোদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা
Published: 6th, May 2025 GMT
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছে। মোট ছয়টি ওয়ানডে ম্যাচের এই ইউরোপ সফরে নেতৃত্বের ভার থাকছে অভিজ্ঞ ব্যাটার শেই হোপের কাঁধে।
সবার নজর কেড়েছেন তরুণ আগ্রাসী ব্যাটার আমির জঙ্গু। গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৭৯ বলে শতরান করে যিনি ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছিলেন, তিনি এবারও দলে জায়গা করে নিয়েছেন। সঙ্গে রয়েছেন মাত্র ১৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু। যিনি আবারও জাতীয় দলে ফিরলেন।
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারা শামার জোসেফ এবং ম্যাথিউ ফোর্ড এবার চাঙ্গা হয়ে স্কোয়াডে ফিরেছেন। তবে দলে নেই শিমরন হেটমেয়ার। কারণ, তিনি বর্তমানে ব্যস্ত আইপিএলে।
আরো পড়ুন:
দ.
ড্রেসিংরুমে সেরা ফিল্ডারকে ‘মেডেল’ দিয়ে পুরস্কৃত
ক্যারিবীয় শিবিরে এসেছে কিছু পরিবর্তনও। বোলিং কোচ হিসেবে জেমস ফ্র্যাঙ্কলিনকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্যারিবীয় পেসার রবি রামপালকে। আর আয়ারল্যান্ড অংশে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আইরিশ ক্রিকেটের পরিচিত মুখ কেভিন ও’ব্রায়েন। কোচিং স্টাফে থাকবেন তিনি।
সফরের সূচি অনুযায়ী, ২১ মে থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৯ মে থেকে ইংল্যান্ডের মাটিতে নামবে ক্যারিবীয়রা। ওয়ানডের পর রয়েছে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ইংলিশদের বিপক্ষে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লিভারপুলের আর্জেন্টাইন হেডে ‘ভাঙল’ রিয়ালের কোর্তোয়া-দেয়াল
লিভারপুল ১-০ রিয়াল মাদ্রিদ
কিছু খেলোয়াড়ের জন্মই হয় বড় মঞ্চের জন্য। থিবো কোর্তোয়া কোন কাতারে পড়েন তা অনেকেরই জানা। বিশেষ করে লিভারপুল সমর্থকদের। তিন বছর আগের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এত দ্রুত ভোলার কথা নয়।
সেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আজ ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত কোর্তোয়ার নামের পাশে সেভ লেখা ৬টি! তবু শেষ রক্ষা হয়নি। ৬১ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের হেড বেলজিয়ান এই গোলকিপার আর ফেরাতে পারেননি। আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলই শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুলকে এনে দেয় ১-০ গোলের জয়।
গোলের আগ পর্যন্ত ম্যাচটি ছিল আসলে কোর্তোয়া বনাম লিভারপুল। প্রথমার্ধেই চারটি দারুণ সেভ করেন। দুই অর্ধ মিলিয়ে লিভারপুল মিডফিল্ডার দমিনিক সোবোসলাইয়ের একাধিক শট ফেরান কোর্তোয়া। ম্যাচের শেষ দিকেও নিশ্চিত গোল বাঁচিয়েছেন।
৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ সালাহর শট বক্সে পেয়ে যান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। খুব কাছ থেকে তাঁর শট প্রথমে ঠেকান কোর্তোয়া। ফিরতি বলে সালাহর শট ফেরান রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাও।
প্রথমার্ধেও রিয়ালের এমন একটি নিশ্চিত গোল হজম থেকে বাঁচিয়েছেন কোর্তোয়া। ২৭ মিনিটে লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রস রিয়ালের গোলপোস্টের সামনে পান সোবোসলাই। তাঁর শট অবিশ্বাস্য দক্ষতায় ডান পা দিয়ে ঠেকান কোর্তোয়া। প্রথমার্ধের শেষ দিকে লিভারপুলের গোলকিপার গিওর্গিও মামারদাশভিলির একবার পরীক্ষা নিতে পারে রিয়াল। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জুড বেলিংহামের শট পা দিয়ে ঠেকান।
রিয়াল গোল হজম করেছে বেলিংহামের ভুলেই। ৬১ মিনিটে গ্রাভেনবার্চকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইংল্যান্ড মিডফিল্ডার। ডান প্রান্তে ফ্রি কিক পায় লিভারপুল। সেখান থেকে সোবোসলাইয়ের মাপা শটে হেডে গোল করেন ম্যাক-অ্যালিস্টার।
বিস্তারিত আসছে…।