শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়
Published: 8th, May 2025 GMT
প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর টানা তিন ম্যাচে সিরিজে অনেকটা এগিয়ে গিয়েছিল তাঁরা। সিরিজের পঞ্চম ম্যাচের হার সিরিজ জেতার পথে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছিল।
সিরিজ জিততে হলে শেষ ম্যাচে আজ জিততেই হতো বাংলাদেশকে। তবে শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের যুবারা সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে।
আরও পড়ুনছক্কা মেরে জাওয়াদের সেঞ্চুরি, ৪ রানের জন্য দলের রেকর্ড মিস০৩ মে ২০২৫কলম্বোতে আজ সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে নেমেছিল আজিজুল হাকিমের দল। টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার জাওয়াদ আবরারের উইকেট হারিয়ে ফেলে তাঁরা। তবে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন অধিনায়ক আজিজুল ও কালাম সিদ্দিকী।
শ্রীলঙ্কায় শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আপনি যা ভাবেন, তাই হয়ে উঠতে পারেন: ধানুশ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশের পরবর্তী সিনেমা ‘ইডলি কাডাই’। তামিল ভাষার এ সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করছেন নিথিয়া মেনন। এটি পরিচালনা ও সহপ্রযোজক হিসেবেও কাজ করছেন ধানুশ। সবকিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
কয়েক দিন আগে সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয়। সিনেমাটিতে ধানুশকে ইডলি (ইডলি হলো দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার) বানাতে দেখা যাবে। ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে ধানুশ জানান, আসলে তিনি শেফ হতেই চেয়েছিলেন।
আরো পড়ুন:
তামান্না কী আধ্যাত্মিক মানুষ?
ছেচল্লিশে থেমে গেল অভিনেতার জীবন
ধানুশ বলেন, “আমি জানি না কেন, আমার কাছে বারবার শেফের চরিত্রই আসে। আমি রান্না করতে চেয়েছিলাম; আমি শেফ হতে চেয়েছিলাম। হয় তো আমি সেই স্বপ্ন দেখেছিলাম বলেই এখনো এমন চরিত্র পাচ্ছি। ‘জগমে তান্দিরাম’ সিনেমায় পরোটা বানিয়েছি, ‘তিরুচিত্রাবালাম’ সিনেমায় ছিলাম ডেলিভারি বয়। ‘রায়ান’ সিনেমায় ফাস্ট ফুডের দোকান ছিল, আর এই সিনেমায় আমি ‘ইডলি’ বানাই। আমি যখন নিজের জন্য চিত্রনাট্য লিখি, তখনো শেফের চরিত্র লিখি, আবার যখন অন্য পরিচালকরা সিনেমায় কাজের অফার করেন, তখনো এমন চরিত্রই আসে। আমার মনে হয়, এটা ‘ম্যানিফেস্টেশন’-এর জন্যই হচ্ছে।”
ব্যাখ্যা করে ধানুশ বলেন, “আপনি যা ভাবেন, আপনি তাই হয়ে ওঠেন। ম্যানিফেস্টেশনের শক্তি আমাকে আজও অনুসরণ করে যাচ্ছে, আমি অভিনেতা হওয়ার পরেও। তরুণদের উচিত নিজেদের লক্ষ্য সম্পর্কে ভাবা, সেটা যেন তারা ইতোমধ্যেই অর্জন করেছে এমনভাবে কল্পনা করা। তারপর কঠোর পরিশ্রম করে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। যে কেউ জীবনে যেকোনো কিছু অর্জন করতে পারে। নিজের লক্ষ্য নিয়ে ধ্যান করুন এবং সেটার পেছনে পরিশ্রম করুন। আমার জীবনে যা ঘটেছে আমি কেবল তাই বলেছি।”
‘ইডলি কাডাই’ সিনেমা প্রসঙ্গে ধানুশ বলেন, “এটি একটি সাধারণ, বিনয়ী সিনেমা। তবে এটি এমন একটি আবেগঘন সিনেমা যা পুরো পরিবার নিয়ে উপভোগ করা যাবে।”
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা/শান্ত