শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়
Published: 8th, May 2025 GMT
প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর টানা তিন ম্যাচে সিরিজে অনেকটা এগিয়ে গিয়েছিল তাঁরা। সিরিজের পঞ্চম ম্যাচের হার সিরিজ জেতার পথে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছিল।
সিরিজ জিততে হলে শেষ ম্যাচে আজ জিততেই হতো বাংলাদেশকে। তবে শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের যুবারা সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে।
আরও পড়ুনছক্কা মেরে জাওয়াদের সেঞ্চুরি, ৪ রানের জন্য দলের রেকর্ড মিস০৩ মে ২০২৫কলম্বোতে আজ সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে নেমেছিল আজিজুল হাকিমের দল। টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার জাওয়াদ আবরারের উইকেট হারিয়ে ফেলে তাঁরা। তবে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন অধিনায়ক আজিজুল ও কালাম সিদ্দিকী।
শ্রীলঙ্কায় শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাহফুজ-আসিফ আ’লীগ নিষিদ্ধ চায়, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, মাহফুজ, আসিফ, নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চায়। কিন্তু সে ক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের চিহ্নিত করুন।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, আওয়ামী লীগের বিচার প্রশ্নে যারা মাহফুজ আলমের ওপর ক্ষোভ ঝাড়ছেন, তারা হয় অন্যের খেলার গুটি হচ্ছেন, নাহলে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে।
তিনি আরও বলেন, মাহফুজ, আসিফ, নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চায়। কিন্তু সে ক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের চিহ্নিত করুন। মূল সমস্যা চিহ্নিত না করে, সে ব্যাপারে কথা না বলে ব্যক্তিগত ক্ষোভ, ঈর্ষা বা গোষ্ঠীগত স্বার্থোদ্ধারের জন্য যারা মাহফুজদের টার্গেট করছেন, আওয়ামী লীগ ফিরে আসার দায় তাদেরও নিতে হবে।