Prothomalo:
2025-05-09@15:14:29 GMT

মরিয়ম (আ.)-এর অলৌকিক ঘটনা

Published: 9th, May 2025 GMT

সুরা মরিয়ম পবিত্র কোরআনের ১৯তম সুরা, মক্কায় অবতীর্ণ হয়। এতে মোট ৯৮টি আয়াত রয়েছে। এই সুরায় নবী জাকারিয়া (আ.) ও তাঁর পুত্র ইয়াহিয়া (আ.)–এর ঘটনার পর মরিয়ম (আ.) ও ঈসা (আ.)–এর অলৌকিক জন্মবৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। এখানে ঈসা (আ.)–কে আল্লাহর পুত্র বলে দাবি করা সম্পূর্ণ ভিত্তিহীন, এটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। সুরার শেষাংশে বিশ্বাসীদের জন্য আল্লাহর ভালোবাসা ও সতর্কবার্তা উল্লেখ রয়েছে।

ঈসা (আ.

)–এর জন্মের অলৌকিক ঘটনা

সুরা মরিয়মের ১৬ থেকে ৪০ নম্বর আয়াতে মরিয়ম (আ.) ও ঈসা (আ.)–এর জন্মের বিস্ময়কর কাহিনি বর্ণিত হয়েছে। আল্লাহর কুদরতে মরিয়ম (আ.) স্বামী ছাড়াই গর্ভবতী হন। প্রসবের সময় তিনি নির্জন স্থানে চলে যান এবং বেদনায় কাতর হয়ে বলেন, ‘হায়! এর আগে যদি আমি মরে যেতাম এবং মানুষ আমাকে সম্পূর্ণ ভুলে যেত!’ (সুরা মরিয়ম, আয়াত: ২৩)

এ সময় ফেরেশতা জিবরাইল (আ.) তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘এ সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন ও মানবজাতির জন্য রহমত। এটি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত।’

 এ ঘটনা প্রমাণ করে যে ঈসা (আ.) একজন নবী ছিলেন, তিনি আল্লাহর পুত্র নন।

আরও পড়ুনযে কারণে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়০৮ এপ্রিল ২০২৫

ইবরাহিম (আ.) ও তাঁর পিতার সংলাপ

এই সুরায় ইবরাহিম (আ.)–এর কাহিনিও বর্ণিত হয়েছে। তিনি তাঁর মূর্তিপূজারী পিতাকে সত্যের দাওয়াত দেন, ‘হে আমার পিতা, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না, তুমি কেন তার ইবাদত কর?... শয়তানের আনুগত্য করো না, সে তো দয়াময়ের অবাধ্য!’ (সুরা মরিয়ম, আয়াত: ৪২–৪৪)

 পিতা হুমকি দিলে ইবরাহিম (আ.) বলেন, ‘তোমার জন্য শান্তি কামনা করি। আমি আমার রবের কাছে তোমার ক্ষমাপ্রার্থনা করব।’ অবশেষে ইবরাহিম (আ.)–কে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেন এবং তাঁর বংশধরদের মধ্যে অনেক নবী প্রেরণ করেন।

অন্যান্য নবীদের আলোচনা

সুরা মরিয়মে আরও উল্লেখ রয়েছে, মুসা (আ.) ও হারুন (আ.)–এর নবুয়ত, ইসমাইল (আ.)–এর সততা ও ইদরিস (আ.)–এর উচ্চ মর্যাদার কথা।

সুরার শেষে আল্লাহ মুমিনদের জন্য আশার বাণী শোনান, ‘যারা ঈমান আনে ও সৎকর্ম করে, দয়াময় তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন।’ (সুরা মরিয়ম, আয়াত: ৯৬)

এ ছাড়াও পবিত্র কোরআনকে সহজ ভাষায় নাজিল করার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলা হয়েছে, ‘আমি তোমার ভাষায় কোরআন সহজ করে দিয়েছি, যাতে তুমি এর মাধ্যমে সতর্ককারীদের সুসংবাদ দাও।’ (সুরা মরিয়ম, আয়াত: ৯৭)

আরও পড়ুনযাঁর নামে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে০৮ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আল ল হ র জন য

এছাড়াও পড়ুন:

কমলগঞ্জ সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১৫ জনকে পুলিশে হস্তান্তর

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে পাঠানো ১৫ জন বাংলাদেশি নাগরিককে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দিতে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে পুলিশ।

আজ শুক্রবার তাঁদের থানায় হস্তান্তর করে বিজিবি। তার আগে গত বুধবার কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে বিজিবি।

আটক ব্যক্তিদের মধ্যে নয়জন পুরুষ, তিনজন নারী ও তিনটি শিশু। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। পুলিশে হস্তান্তর করা ১৫ জনের মধ্যে দুজন বাগেরহাটের রামপাল উপজেলার, চারজন খুলনার বটিয়াঘাটা উপজেলার এবং অন্যরা নড়াইলের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন প্রথম আলোকে বলেন, আটক প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ তাঁদের বাংলাদেশে ঠেলে দিলে বিজিবি তাঁদের আটক করে। আজ সকালে বিজিবি তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি বলেন, ‘আমরা আটক ব্যক্তিদের পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা তাদের নিয়ে যাবে। আমরা তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেব।’

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে জেলার বড়লেখা সীমান্ত দিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাঁদের আটক করে বিজিবি। তাঁদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৪ বাংলাদেশি নাগরিককে আজ সকালে বড়লেখা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তাঁদের মধ্যে ৩০ জনের বাড়ি নড়াইলে। অন্যদের বাড়ি সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায়। তাঁদেরও পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনবড়লেখা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৪৪ জনকে পুলিশে হস্তান্তর করল বিজিবি৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ