সোনারগাঁয়ে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ জুরান আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোলপ্লাজার সামনে কুমিল্লা থেকে আসা একটি বাসের তল্লাশি চলাকালে পালানোর সময় তাকে ওই গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুরান আলী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার রামপুর চৈতিলা গ্রামের রাজুর ছেলে। 

পুলিশ জানায়, এ ঘটনায় জুরান আলীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

এনজেল নূরের প্রথম অ্যালবাম ‘প্রাণ-ত’

নিজের জীবনের গল্পে সুর চড়ান এনজেল নূর। প্রথম মৌলিক গান ‘যদি আবার’ গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানের গল্প বলার ঢঙে জীবনকে সামনে এনেছেন তিনি।

এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। প্রাণ–ত শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করবেন তিনি। ‘কিছু কথা বাকি ছিল’সহ মোট সাতটি গান থাকবে। তবে ‘যদি আবার’ ও ‘তিল’ থাকবে না। অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণে কাছের, ফলে অ্যালবামের নাম প্রাণ–ত। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ