ক্রিস্টিয়ানো রোনালদো না খেললেই কি আল নাসর আরও ভালো খেলে? উত্তরটা সম্ভবত ‘না’ হবে। তবে সোমবার (১২ মে) রাতে সৌদি প্রো লিগে রোনালদোবিহীন আল নাসর ৯-০ গোলের বিশাল জয় পেয়েছে আল আকদৌদের বিপক্ষে। এই ম্যাচে পর্তুগিজ তারকার না খেলার কারণ হিসেবে কোচ সাম পিউলি বলেছেন মাংস পেশীর চোটের কথা। তবে কিছু গণমাধ্যম বলছে, আল নাসর ছাড়তে যাচ্ছেন রোনালদো।

আল আকদৌদক ৯–০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সাদিও মানে একাই করেছেন ৪ গোল। সাবেক এই লিভারপুল তারকা প্রথমার্ধে এক গোল করেন, বিরতির পর করেন আরও তিন গোল। কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান করেন জোয়াড়া গোল। আয়মান ইয়াহিয়া, মার্সেলো ব্রজোভিজ ও মোহাম্মেদ মারান পান একটি করে গোল।

লিগে আন নাসরের শিরোপা জয়ের সম্ভাবনা আগেই ফুরিয়েছে। এখন তাদের লক্ষ্য শীর্ষ তিনে থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা। পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট। তৃতীয়স্থানে থাকা আল নাসরের পয়েন্ট ৬৩। এক ম্যাচ কমে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে আল কাদসিয়া, আর পঞ্চমস্থানে থাকা আল আহলির পয়েন্ট ৬১। অর্থাৎ, বাকি তিন ম্যাচে একটু হোঁচট খেলেই শীর্ষ তিন থেকে ছিটকে যেতে পারে আল নাসর।

আরো পড়ুন:

রোনালদোর ছেলে ডাক পেলেন পর্তুগাল দলে

এএফসি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা হলো না রোনালদোর

আল নাসরকে বড় ধরনের পরিবর্তন করতে হবে, যদি তারা রোনালদোকে আগামী মৌসুমে দলে ধরে রাখতে চায়। পর্তুগিজ ফুটবলার ক্লাবের শিরোপাক্ষরায় অসন্তুষ্ট। তিনি বেশ কিছু পরিবর্তনের অনুরোধ করে রেখেছেন কর্তৃপক্ষের কাছে। যার মধ্যে রয়েছে কোচ পিওলি, স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো এবং প্রায় অর্ধেক স্কোয়াডকে বাদ দেওয়ার অনুরোধ।

রোনালদো ২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেন। তবে এরপর থেকে তিনি মাত্র একটি ট্রফি জিতেছেন, ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। চলতি মৌসুমে আল নাসর এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের সেমিফাইনালে হেরে যায় এবং সৌদি প্রো লিগে তারা বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে। অনেক পিছিয়ে রয়েছে লিগের শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে।

গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, রোনালদো আল নাসরের অগ্রগতিতে অসন্তুষ্ট এবং ক্লাবে থাকতে হলে তিনি কোচিং স্টাফ এবং স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন চান। তার বর্তমান চুক্তি চলতি মৌসুমের শেষে শেষ হবে। যদিও সৌদি সংবাদমাধ্যম অকাজ স্পোর্টস বলছে, রোনালদো ২০২৬ পর্যন্ত থাকতে পারেন, তবে সেটি নির্ভর করবে তার দাবি মেনে নেওয়া হয় কি না, তার উপর। পর্তুগিজ মহাতারকা পিওলির কৌশলগত দৃষ্টিভঙ্গিতে খুশি নন।

রোনালদোর বর্তমান আল নাসর স্কোয়াডের অনেককেই সামনের মৌসুমে চান না। তাদের তালিকা বিশাল। গোলকিপার বেন্তো, ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে, মিডফিল্ডার আঞ্জেলো গ্যাব্রিয়েল, ফরোয়ার্ড ওয়েসলি। অন্যদিকে যাদের তিনি অবশ্যইও ধরে রাখতে চান তাদেরআও একটা তালিকা পাওয়া গিয়েছে। তারা হলেন সেন্টারব্যাক মোহামেদ সিমাকান, মিডফিল্ডার ওতাভিও ও মার্সেলো ব্রোজোভিচ। ফরোয়ার্ড মানে ও ডুরান।

ওকাজ স্পোর্টসের অথ্য অনুযায়ী, আল নাসরের বার্ষিক আনুমানিক আয় প্রায় ২১.

৩ মিলিয়ন মার্কিন ডলার, যা ক্লাবটিকে এই ধরনের বড় পরিবর্তন করার সক্ষমতা দেয়। বর্তমানে ক্লাবে যে অবস্থা চলছে, তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে রোনালদো সন্তুষ্ট নন। তবে তার চাহিদা মেনে আল নাসর কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়।

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ত গ

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ