আগামীকাল যমুনার উদ্দেশে লংমার্চ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
Published: 13th, May 2025 GMT
আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে আগামীকাল বুধবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জুলাই ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে আজ দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধিদল ইউজিসিতে যান। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা।
তিন দফা দাবি হলো—
১.
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক প্রথম আলোকে বলেন, এখানকার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার। কোনো আবাসনসুবিধা নেই। খাওয়াদাওয়ার ব্যাপক কষ্ট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেখানে গবেষণা, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেখানে মৌলিক চাহিদা মেটানোর জন্য টিউশন করতে করতে পড়াশোনার সময় শেষ হয়ে যায়। তাই ন্যায্য অধিকার আদায়ে আগামীকাল বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে লংমার্চ হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়া প্রথম আলোকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ২০ বছর, কিন্তু ন্যূনতম মৌলিক চাহিদাটা পূরণ করা হয়নি। মন্ত্রণালয় ও ইউজিসি থেকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে পদক্ষেপ নেয়নি। বারবার প্রহসন করেছে। এখন একমাত্র বিশ্বাসের জায়গা প্রধান উপদেষ্টা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা যমুনাতে অবস্থান নেবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব প্রথম আলোকে বলেন, অধিকার আদায়ে যমুনাতেই ফয়সালা হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল ক
এছাড়াও পড়ুন:
যমুনার সামনে ‘অবৈধ জমায়েত’ ছত্রভঙ্গ প্রসঙ্গে পুলিশের বিবৃতি
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সন্নিকটে কতিপয় ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ সদস্যরা বেআইনি সমাবেশ শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৩০ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, দুপুর দেড়টার দিকে ৪৪তম বিসিএসে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে রমনা পার্কের ‘অরুণ্যদয়’ গেট দিয়ে বের হয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে একদল আন্দোলনকারী।
বিবৃতিতে পুলিশ বলেছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। যা এখনো বলবৎ রয়েছে। তা সত্ত্বেও, উল্লিখিত এলাকায় কতিপয় ব্যক্তি কর্তৃক বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মেনে চলার জন্য এবং বর্ণিত বিষয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করেছে পুলিশ।
ঢাকা/এমআর/রাজীব