সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা আসছিলেন, সড়কে ঝরল প্রাণ
Published: 14th, May 2025 GMT
মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় বাবলুর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) ভোররাত ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলুর রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ছিলেন।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে যশোর থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোররাত ৪টার দিকে বাসের এসিতে সমস্যা দিলে চালক সড়কের পাশে বাসটি দাঁড় করিয়ে রাখেন। এসময় বাসের অনেক যাত্রী নেমে বাইরে দাঁড়িয়ে ছিলেন। তখনই পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাবলুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
ঝিনাইদহের সড়কে ঝরল প্রাণ
গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল বলেন, ‘‘নিহত ব্যক্তি সৌদি আরব প্রবাসী। সকালে তার ফ্লাইট ছিল। তিনি সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। কিন্তু, পথেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/বেলাল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত শ বচর
এছাড়াও পড়ুন:
দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে চিলমারি ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আটক আরিফুল ইসলাম চিলমারি ইউনিয়নের ডিগ্রির চর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪/২ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আরিফুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ তিনটি গুলি উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “আটক ব্যক্তিকে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমন করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও সজাগ অবস্থানে রয়েছে।”
ঢাকা/কাঞ্চন/এস