চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) পোশাক কারখানায় লাগা আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ৮তলা অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় আগুন ধরে। এরপর ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ, বিমানবাহিনীর ১৯টি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আরো পড়ুন:

ঘাটাইলে সুতার মিলে অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যু

আরো পড়ুন: ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামে কারখানার আগুন

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন আগুন নিয়ন্ত্রণে আসার সত্যতা নিশ্চিত করে জানান, ১৭ ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।   দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ৮তলা এই ভবনের বিভিন্ন ফ্লোরের ছাদ ধসে পড়েছে। ভবনটিতে অ্যাডামস ক্যাপ এন্ড টেক্সটাইল এবং জিহং মেডিকেল সার্জিকেল নামে দুইটি কারখানা ছিল। সেগুলোতে মেডিকেল টাওয়েল, গাউনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি হতো।

আরো পড়ুন: চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু কিছু জায়গায় এখনো ধোঁয়া বের হচ্ছে। পুরো ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস ভেতরে প্রবেশ করে কাজ করতে পারছে না। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন

এছাড়াও পড়ুন:

হ্যাটট্রিকে পুসকাস ও ডি স্টেফানোকে মনে করালেন লেভা

রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিক, লামিনে ইয়ামালের টানা তিন ম্যাচে গোল, মার্কাস রাশফোর্ডের জোড়া অ্যাসিস্ট—আক্রমণভাগের কাছ থেকে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক এর চেয়ে বেশি হয়তো চাইতে পারতেন না। লা লিগায় কাল ফ্লিকের মন ভরিয়ে দেওয়ার মতো পারফর্মই করেছেন ফরোয়ার্ডরা।

নিজেদের মাঠ বালাইদোসে সেলতা ভিগো দুই দফা সমতা ফেরালেও শেষ পর্যন্ত বার্সার কাছে ম্যাচটা হেরেছে ৪–২ গোলে। কাল রাতেই আরেক ম্যাচে ভায়েকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল হোঁচট খাওয়ায় তাদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে বার্সা। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৩১, দুইয়ে উঠে আসা বার্সার ২৮। দুই দলই ১২টি করে ম্যাচ খেলেছে।

চোটের কারণে এক মাস মাঠের বাইরে ছিলেন লেভানডফস্কি। ২ নভেম্বর লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরলেও বদলি নেমে খেলেছেন মাত্র ১৬ মিনিট। ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগার বিপক্ষেও বদলি নেমেছিলেন। শতভাগ ফিট লেভা কাল সেলতার বিপক্ষে খেলেছেন শুরু থেকেই। প্রথমার্ধে জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে করেন নিজের তৃতীয় ও দলের শেষ গোল।

লেভানডফস্কির তিন গোলের দুটিতে বলের জোগান দিয়েছেন মার্কাস রাশফোর্ড (ডানে)

সম্পর্কিত নিবন্ধ