১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের পোশাক কারখানার আগুন
Published: 17th, October 2025 GMT
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) পোশাক কারখানায় লাগা আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ৮তলা অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় আগুন ধরে। এরপর ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ, বিমানবাহিনীর ১৯টি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আরো পড়ুন:
ঘাটাইলে সুতার মিলে অগ্নিকাণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যু
আরো পড়ুন: ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামে কারখানার আগুন
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন আগুন নিয়ন্ত্রণে আসার সত্যতা নিশ্চিত করে জানান, ১৭ ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ৮তলা এই ভবনের বিভিন্ন ফ্লোরের ছাদ ধসে পড়েছে। ভবনটিতে অ্যাডামস ক্যাপ এন্ড টেক্সটাইল এবং জিহং মেডিকেল সার্জিকেল নামে দুইটি কারখানা ছিল। সেগুলোতে মেডিকেল টাওয়েল, গাউনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি হতো।
আরো পড়ুন: চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু কিছু জায়গায় এখনো ধোঁয়া বের হচ্ছে। পুরো ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস ভেতরে প্রবেশ করে কাজ করতে পারছে না। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে ট্রান্সফরমার বিস্ফোরণের পর ভবনে আগুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া অ্যাকসেস সড়কে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি দলের প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বাকলিয়া বিদ্যুৎ বিতরণকেন্দ্রের পাশে একটি বহুতল ভবনের সামনে থাকা ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এ সময় বহুতল ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান রাত ১০টা ১০ মিনিটে প্রথম আলোকে বলেন, ‘আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। বহুতল ভবনটির দুই থেকে চারতলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’