ফকির লালন শাহের ১৩৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে ঢাকায় ভারতীয় হাইকমিশন ‘লালন সন্ধ্যা’ শীর্ষক একটি সংগীত সন্ধ্যার আয়োজন করে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লালনগীতির রানিখ্যাত ফরিদা পারভীনের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে শিল্পী, গবেষক, সংগীতপ্রেমী, যুবসমাজ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ফকির লালন শাহের জীবন ও সংগীতে প্রতিফলিত হওয়া ভারত ও বাংলাদেশের চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, লালনের অন্তর্ভুক্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবতার দর্শন জাতীয় সীমানাকে অতিক্রম করে যায় এবং দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক যাত্রায় প্রেরণার উৎস হিসেবে অব্যাহতভাবে কাজ করে থাকে।

ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, তাঁর সংগীত প্রজন্মসমূহ ও দেশ দুইটির মাঝে সেতুবন্ধন রচনা করেছে। উভয় দেশের অগণিত উৎসবে তাঁর পরিবেশনা ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সাংস্কৃতিক সেতু হিসেবে কাজ করেছে। তিনি বলেন, এই অনুষ্ঠান কেবল স্মৃতিচারণের জন্য নয়, বরং বাংলাদেশ ও ভারতের অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে উদ্‌যাপন করারও একটি উপলক্ষ।

‘লালন সন্ধ্যা’ শীর্ষক সংগীত সন্ধ্যায় একটি পরিবেশনা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সন ধ য

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

বিস্তারিত আসছে..

ঢাকা/আসাদ/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ