সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ  উপদেষ্টা সালমান এফ রহমানের  মালিকানাধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেক্সিমকো গ্রুপের দখলে থাকা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার  করলেন  গ্রামবাসি।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার গুতিয়াবো এলাকায় এমন ঘটনা ঘটে। এতোদিন স্থানীয় প্রশাসন ব্যর্থ হওয়ায় গ্রামবাসী সম্মিলিতভাবে  সড়কটি উদ্ধার করেন।   

সরেজমিন ঘুরে জানা যায়, ৩০ বছরের পুরনো প্রায় ১০ গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা  রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন থেকে দক্ষিণবাগ গোপালিবাড়ি পর্যন্ত  ১ কিলোমিটার জুরে বালি ফেলে কালভার্ট ও সড়ক তলিয়ে দেয়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ৩ কিলোমিটার ঘুরে যাতায়াত করতেন স্থানীয়রা। 

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ  উপদেষ্টা সালমান এফ রহমান তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের নামে বেশ কয়েক বিঘা জমি ক্রয় করেন।

এরপর ৩০ বছরের পুরনো ইউনিয়ন পরিষদের সেই রাস্তাটি বালু ফেলে ভরাট করে ফেলে এবং সীমানা প্রাচীর নির্মাণ করে তা দখলে নিয়ে নেয়। এলাকাবাসী প্রতিবাদ করেও কোন ফল পায়নি। উল্টো পুলিশ দিয়ে নানাভাবে প্রতিবাদীদের হয়রানি করা হতো।

স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সুরা সদস্য এ্যাডভোকেট ইস্রাফিল হোসেন বলেন, আওয়ামীলীগের দরবেশ খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ  উপদেষ্টা সালমান এফ রহমানের প্রভাবে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলেও সুরাহা পাননি এলাকাবাসী। উল্টো মামলা,হামলার শিকার হতেন তারা।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আলম হোসেন বলেন, আমাদের একমাত্র চলাচলের সরকারী রাস্তা গত ১৬ বছর ধরে দখলে রাখে আবাসন কোম্পানি।   ৫ আগষ্টের পর থেকে রাস্তাটি উদ্ধারে আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হই। আজ সবাই মিলে নিজেদের রাস্তা উদ্ধার করি। এতে কিছু অংশ আমার পৈত্রিক জমি দিয়ে রাস্তাটি গড়তে অংশ নিয়েছি।   

স্থানীয় বাসিন্দা ও রূপগঞ্জ  উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন,  বিগত ১ যুগ ধরে বালি ফেলে রাখা  কোটি টাকা  সরকারি বরাদ্দের পাকা রাস্তাটি উদ্ধার করতে দরবেশের অবৈধভাবে দখল করা পাকা প্রাচীর ভেঙে দিয়েছে এলাকাবাসি।

পাশাপাশি বালির উপর রাস্তাটি চিহ্নিত করে গ্রামবাসির উদ্যোগে মাটি ভরাট করা হয়েছে। এমনভাবে প্রতিটি এলাকায় প্রকাশ্যে অন্যায় অত্যচার করেছে বিগত আওয়ামী সরকার। 

স্থানীয় বাসিন্দা বাছির উদ্দিন বলেন,গুতিয়াবো গ্রামে এক সময় ইউনিয়নের হাট বসতো। প্রতি শনিবার ও বুধবার। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিসের অবস্থান এখানেই।  যদিও ভূমি অফিসে স্থানান্তর করা হয়েছে।

এসব কার্যালয়ে, হাটবাজারে যাতায়াতের রাস্তা বালির তলায় ফেলে রেখেছিলো সালমান এফ রহমান ও  কিছু আবাসন কোম্পানির লোকজন। আজ আমাদের গ্রামবাসির উদ্যোগে আমাদের রাস্তা উদ্ধার করেছি। 

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার তাছবির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের রাস্তাটি বালির তলায় ফেলে রাখে কয়েকটি আবাসন কোম্পানি।

কিছু অংশে পাকা স্থাপনা করে সড়ক দখলে রেখেছিলো সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো। এটি আইনি প্রক্রিয়ায় উদ্ধার হওয়ার কথা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ এল ক ব স গ র মব স র পগঞ জ ন বল ন সরক র

এছাড়াও পড়ুন:

নিঃশব্দ সৌন্দর্যের হেয়ার রোড

ছবি: মোকারম হোসেন

সম্পর্কিত নিবন্ধ