সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ  উপদেষ্টা সালমান এফ রহমানের  মালিকানাধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেক্সিমকো গ্রুপের দখলে থাকা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার  করলেন  গ্রামবাসি।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার গুতিয়াবো এলাকায় এমন ঘটনা ঘটে। এতোদিন স্থানীয় প্রশাসন ব্যর্থ হওয়ায় গ্রামবাসী সম্মিলিতভাবে  সড়কটি উদ্ধার করেন।   

সরেজমিন ঘুরে জানা যায়, ৩০ বছরের পুরনো প্রায় ১০ গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা  রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন থেকে দক্ষিণবাগ গোপালিবাড়ি পর্যন্ত  ১ কিলোমিটার জুরে বালি ফেলে কালভার্ট ও সড়ক তলিয়ে দেয়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ৩ কিলোমিটার ঘুরে যাতায়াত করতেন স্থানীয়রা। 

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ  উপদেষ্টা সালমান এফ রহমান তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের নামে বেশ কয়েক বিঘা জমি ক্রয় করেন।

এরপর ৩০ বছরের পুরনো ইউনিয়ন পরিষদের সেই রাস্তাটি বালু ফেলে ভরাট করে ফেলে এবং সীমানা প্রাচীর নির্মাণ করে তা দখলে নিয়ে নেয়। এলাকাবাসী প্রতিবাদ করেও কোন ফল পায়নি। উল্টো পুলিশ দিয়ে নানাভাবে প্রতিবাদীদের হয়রানি করা হতো।

স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সুরা সদস্য এ্যাডভোকেট ইস্রাফিল হোসেন বলেন, আওয়ামীলীগের দরবেশ খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ  উপদেষ্টা সালমান এফ রহমানের প্রভাবে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলেও সুরাহা পাননি এলাকাবাসী। উল্টো মামলা,হামলার শিকার হতেন তারা।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আলম হোসেন বলেন, আমাদের একমাত্র চলাচলের সরকারী রাস্তা গত ১৬ বছর ধরে দখলে রাখে আবাসন কোম্পানি।   ৫ আগষ্টের পর থেকে রাস্তাটি উদ্ধারে আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হই। আজ সবাই মিলে নিজেদের রাস্তা উদ্ধার করি। এতে কিছু অংশ আমার পৈত্রিক জমি দিয়ে রাস্তাটি গড়তে অংশ নিয়েছি।   

স্থানীয় বাসিন্দা ও রূপগঞ্জ  উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন,  বিগত ১ যুগ ধরে বালি ফেলে রাখা  কোটি টাকা  সরকারি বরাদ্দের পাকা রাস্তাটি উদ্ধার করতে দরবেশের অবৈধভাবে দখল করা পাকা প্রাচীর ভেঙে দিয়েছে এলাকাবাসি।

পাশাপাশি বালির উপর রাস্তাটি চিহ্নিত করে গ্রামবাসির উদ্যোগে মাটি ভরাট করা হয়েছে। এমনভাবে প্রতিটি এলাকায় প্রকাশ্যে অন্যায় অত্যচার করেছে বিগত আওয়ামী সরকার। 

স্থানীয় বাসিন্দা বাছির উদ্দিন বলেন,গুতিয়াবো গ্রামে এক সময় ইউনিয়নের হাট বসতো। প্রতি শনিবার ও বুধবার। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিসের অবস্থান এখানেই।  যদিও ভূমি অফিসে স্থানান্তর করা হয়েছে।

এসব কার্যালয়ে, হাটবাজারে যাতায়াতের রাস্তা বালির তলায় ফেলে রেখেছিলো সালমান এফ রহমান ও  কিছু আবাসন কোম্পানির লোকজন। আজ আমাদের গ্রামবাসির উদ্যোগে আমাদের রাস্তা উদ্ধার করেছি। 

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার তাছবির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের রাস্তাটি বালির তলায় ফেলে রাখে কয়েকটি আবাসন কোম্পানি।

কিছু অংশে পাকা স্থাপনা করে সড়ক দখলে রেখেছিলো সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো। এটি আইনি প্রক্রিয়ায় উদ্ধার হওয়ার কথা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ এল ক ব স গ র মব স র পগঞ জ ন বল ন সরক র

এছাড়াও পড়ুন:

আমি ভুলে গেলেও তারা ভুল করেন না: নিরব

চিত্রনায়ক নিরব। র্যাম্প থেকে বিজ্ঞাপন, সেখানে থেকে নাটকের পর রূপালি পর্দা। সিনেমায় হিসাবের তালিকা পঞ্চাশ ছাড়িয়ে গেছে। কখনো রোমান্টিক, আবার কখনো অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় নিয়ে দর্শকের মন ছুঁয়ে গেছেন। আজ এই নায়কের জন্মদিন। বিশেষ এই দিনে জন্মদিন, সিনেমাসহ নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সমকালের সঙ্গে।

সমকাল পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
আমার পক্ষ থেকে সমকাল ও সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা।

বিশেষ এই দিনটিতে প্রথম উইশ কে করল?
প্রথমে উইশ করেছে আমার স্ত্রী। রাতে সে কেক নিয়ে এসে সেলিব্রেট করেছে। এরপর কাছের বন্ধু-বান্ধবরা। আর আমাকে যারা ভালোবাসেন তারা তো বিভিন্নভাবে উইশ করছেই।

এই দিনে কাকে বেশি মিস করেন?
এই দিন এলেই আমার মা-বাবার কথা বেশে মনে পরে। তাদের কথা ভীষণভাবে উপলব্ধি করি। তারা না থাকলে হয়তো আমার এই জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না।

ছোটবেলা এবং এখনকার জন্মদিনের মধ্যে পার্থক্য?
ছোটবেলায় এই দিনটা ঘিরে একটা এক্সাইডমেন্ট কাজ করতো। দিনটার জন্য হয়তো কয়েক আগে থেকে অপেক্ষা করতাম। এখন তেমন না। বয়সের সঙ্গে সঙ্গে হয়তো পাল্টে গেছি। জন্মদিন কখন আসে বোঝাই দায়। মনে হয় জন্মদিন আসলে কিছুই না, এটা অন্য ৩৬৪ দিনের মতোই।

জন্মদিনে বিশেষ উপহার?
আমার কাছে মনে হয় পৃথিবীতে জন্ম নিয়েছি এটাই আমার বড় উপহার। যেটা দিয়েছেন আমার মা-বাবা। এর থেকে বড় উপহার আমি কিছু মনে করি না।

এই দিনে ভাক্তদের থেকে মেনে রাখার মতো কিছু?
অসখ্য বার। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যুগ। বিভিন্ন জায়গা থেকে গিফট আসে। দেখা যায় এই দিনটা আমি ভুলে গেলেও তারা ভুল করেন না। এটা আমার কাছে অন্যরকম এটা পাওয়া। এই অনুভূতি কখনো বোঝানো যাবে না।

নতুন কাজের খবর?
‘শিরোনাম’ সিনেমা ঈদে মুক্তির পরিকল্পনা ছিল। কিছু কারণে ঈদে মুক্তি পায়নি। এছাড়া এই সিনেমা কাজ অল্পকিছু বাকি আছে। সেটা করছি। এই সিনেমার কাজ শেষ না করে ‘গোলাপ’ সিনেমার শুটিং করছে পারছি না। কারণ, এই দুই সিনেমায় চুল-দাঁড়ির ব্যাপারটা ভিন্ন ভিন্ন। তাই এই মাসে ‘শিরোনাম’ শোষ করে ‘গোলাপ’-এর শুটিং শুরু করবো।

‘গোলাপ’ সিনেমায় পরীমণির সঙ্গে প্রথম কাজ, সব মিলিয়ে প্রস্তুতি কেমন?
হ্যাঁ, এই সিনেমা দিয়ে প্রথমবার পরীমণির সঙ্গে আমি পর্দায় আসছি। সবচেয়ে বড় কথা সিনেমার গল্পটা দারুণ। ফার্স্টলুক প্রকাশের পর থেকে দর্শকের যে ভালোলাগা তৈরি হয়েছে সেটা মাথায় রেখেই আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। দুই/একদিন পর পর আমরা স্ক্রিপ্ট নিয়ে বসছি। আলোচনা করছি। কীভাবে ভালো একটা কাজ উপহার দেওয়া যায় সেই ভাবনা নিয়ে প্রত্যেকে এগিয়ে যাচ্ছি।

বর্তমানে ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে?
ইন্ডাস্ট্রি তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সেটার প্রমাণ তো সবাই কয়েকবছর থেকে দেখছে। এখন সিনেমার বানানোর আগে আমরা প্রথম দর্শকের কথা চিন্তা করি। পরিচালক-প্রযোজকরাও এখন সেটাই করছে। কারণ, এখন দর্শক হলমুখী হচ্ছে। সুতরাং এই দর্শগুলো যেন হারিয়ে না যায়। এজন্য দরকার কম কাজ হলেও যেন কাজটা দর্শক পছন্দ করে পরবর্তীতে সিনেমা হলে আসে।

ভালো সিনেমা হলেও ঈদ ছাড়া সফলতার মুখ দেখে না, এটা নিয়ে কি বলবেন?
আমাদের সিনেমা এখন ঈদ কেন্দ্রিক। ঈদের ছাড়াও আমাদের সিনেমা নিয়ে আসা দরকার। ঈদ ছাড়া সিনেমা না চলার কারণ হিসেবে আমি মনে করি প্রচার-প্রচারণা। এটা ভালোভাবে না থাকলে একটি ভালো সিনেমাও অন্ধকারে ডুবে যেতে পারে। আমি মনে করি সিনেমায় ভালো প্রচারণা থাকলে ঈদ ছাড়াও আমাদের সিনেমা চলবে।

সম্পর্কিত নিবন্ধ