ফারমিনের হ্যাটট্রিকে বার্সার গোল উৎসব
Published: 22nd, October 2025 GMT
বার্সেলোনার মঙ্গলবার রাতটা হয়ে গেল এক তরুণের নামের আলোয়। ২২ বছর বয়সী ফারমিন লোপেজ যেন নিজেই লিখলেন ক্যাম্প ন্যুর গল্প। তিনি একাই করলেন তিন গোল। সঙ্গে মার্কাস র্যাশফোর্ডের জোড়া গোল। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে বিধ্বস্ত করে ৬-১ গোলের বিশাল জয় তুলে নিয়েছে কাতালানরা।
তবে ম্যাচে নাটকও ছিল কম নয়। দ্বিতীয়ার্ধের শুরুতে এক বিতর্কিত লাল কার্ড নিয়েই ক্ষোভে ফেটে পড়ে অলিম্পিয়াকোস।
খেলার মাত্র সপ্তম মিনিটেই গোলের দেখা পায় বার্সা। লামিন ইয়ামালের শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বল ধরে বজ্রগতিতে জালে পাঠান ফারমিন। সেখান থেকেই শুরু তার গোল উৎসব।
৩৯তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করেন এই তরুণ মিডফিল্ডার। পেদ্রির নিখুঁত পাস থেকে ১৭ বছরের ড্রো ফের্নান্দেজ ফারমিনকে দারুণভাবে বল বাড়ান। আর ফারমিন ঠান্ডা মাথায় ফিনিশ করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০ মিনিটে আয়োব এল কাবির হেডে বল জালে জড়ায়। কিন্তু ভিএআর দেখায় অফসাইড! ঠিক পরের মুহূর্তেই ভিডিও রিভিউ থেকে ধরা পড়ে এরিক গার্সিয়ার হাতে বল লেগেছে। এবার রেফারি দেন পেনাল্টি, আর সেই সুযোগে ৫৪ মিনিটে গোল করে ব্যবধান কমান এল কাবি (২-১)।
কিন্তু সেই স্বপ্ন বেশিক্ষণ টিকল না। মাত্র তিন মিনিট পর, ৫৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো হেজ্জে। রিপ্লেতে দেখা যায়, আর্জেন্টাইন মিডফিল্ডার প্রতিপক্ষের মুখে সামান্য ছোঁয়াই দিয়েছিলেন। তবু সিদ্ধান্ত বদলের সুযোগ ছিল না। কারণ দ্বিতীয় হলুদে ভিএআর হস্তক্ষেপ করতে পারে না। ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো অলিম্পিয়াকোস দল ও তাদের কোচ।
১০ জনের দলে পরিণত হওয়া অলিম্পিয়াকোসের ওপর তখন ঝড় বইয়ে দেন বার্সার ফরোয়ার্ডরা। ৬৮ মিনিটে র্যাশফোর্ডকে বক্সে ফেলে দেওয়া হলে স্পট কিকে গোল করেন ইয়ামাল (৩-১)।
এরপর র্যাশফোর্ড নিজেও নাম লেখান স্কোরশিটে, বক্সের ভেতর থেকে নিখুঁত শটে করেন চতুর্থ গোল (৪-১)।
৭৯ মিনিটে ফারমিন সম্পন্ন করেন তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। একটি নিখুঁত পাল্টা আক্রমণে জালে জড়ান বল। ম্যাচের শেষের দিকে র্যাশফোর্ডও করেন আরেকটি গোল। আর তাতেই অলিম্পিয়াকোসের কফিনে শেষ পেরেক ঠুকে বার্সেলোনার ৬–১ গোলের দাপুটে জয় পায়!
ম্যাচ শেষে ফারমিন বলেন, “বার্সার হয়ে এটা আমার প্রথম হ্যাটট্রিক। স্বপ্নপূরণের মতো অনুভূতি। শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর আগে এমন জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। এটা শুধু আমাদের নয়, পুরো ক্লাব ও সমর্থকদের জন্য দারুণ কিছু।”
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ছবি: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সাহিত্যের উৎসবে শামিল সবাই
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যে একটা উৎসব চলছে, ক্যাম্পাসে ঢুকেই তা টের পাওয়া গেল। বলছি ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি লিট-কার্নিভাল ২০২৫ ’-এর কথা। শিক্ষাপ্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের এ আয়োজনে অংশ নিয়েছে দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৬ অক্টোবর দিনব্যাপী চলা এ আয়োজনের অন্যতম সহযোগী ছিল ‘স্বপ্ন নিয়ে’।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। পরে তিনি উৎসব উপলক্ষে বসানো স্টলগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণে মুখর ছিল পুরো ক্যাম্পাস। সাহিত্য রচনা, শৈল্পিক উদ্ভাবন এবং সৃজনশীল কাজকে উৎসাহিত করতে উৎসবে ছিল বর্ণিল নানা আয়োজন। স্পট পোয়েট্রি ও আবৃত্তি, কমিক-কন ও কসপ্লে, পোস্টার প্রদর্শনী এবং নাটক—এই চার বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা দুই শর বেশি শিক্ষার্থী। প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে।
নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী অদিতি সরকার। নাটক প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাঁদের ১০ জনের দল। নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মুক্তির চেতনাকে তুলে ধরতে চেয়েছেন তাঁরা। অদিতি বলেন, ‘আমাদের নাটকের নাম মুক্তি। আমরা এখানে রবীন্দ্রনাথ ও নজরুলের বিভিন্ন লেখায় “মুক্তি” শব্দটির যে অনুপ্রেরণা, তারই সম্মিলন ঘটাতে চেয়েছি।’ অদিতি জানান, ইংরেজি ক্লাবের শিক্ষার্থীরা মিলে এক সপ্তাহের অনুশীলনে নাটকটি মঞ্চস্থ করেছেন।
আরও পড়ুনইস্ট ওয়েস্টের উপাচার্য: এটা শুধুই আরও একটি চাকরি নয়২০ ডিসেম্বর ২০২৩উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণজুড়ে বসেছিল ছোট ছোট স্টল। স্টলগুলোয় খাবার, গয়না, সুগন্ধী কিনতে ভিড় করে শিক্ষার্থীরা। পুরোনো বই বিনিময়ের জন্যও ছিল আলাদা স্টল। প্রথম বর্ষের শিক্ষার্থী রাহাত হোসেন বন্ধুদের নিয়ে ঘুরছিলেন স্টলে স্টলে। তিনি বলেন, ‘সকালে ক্লাস ছিল, তাই একটু দেরি হয়ে গেল। স্টলগুলো ভালো লেগেছে, তবে খেলার স্টলে যাওয়া এখনো বাকি। সব কটিই ঘুরে দেখব।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।