আকিলেরও প্রশ্ন—সুপার ওভারে রিশাদ কেন নয়
Published: 21st, October 2025 GMT
চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সোমবার গভীর রাতে ঢাকায় নেমে হোটেলে উঠতে উঠতে ভোর। মঙ্গলবার দুপুরেই মাঠে নেমে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জয়ের নায়ক সেই আকিল হোসেনই। কিন্তু দীর্ঘ ভ্রমণক্লান্তির পর ওরকম রুদ্ধশ্বাস একটা ম্যাচ, তবু ম্যাচ শেষে মিনিট পনেরোর সংবাদ সম্মেলনে তাঁর কথা হাসিয়েছে উপস্থিত সবাইকেই। তার মধ্যেই আকিল প্রশ্ন তুলে দিয়েছেন বাংলাদেশ দলের পরিকল্পনা আর মিরপুরের উইকেট নিয়েও।
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেটা আজ গড়িয়েছিল সুপার ওভারে। ৬ বলে ১১ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশ সাইফ হাসান আর সৌম্য সরকারের পর সবাইকে অবাক করে ব্যাটিংয়ে পাঠায় নাজমুল হোসেনকে।
আমি কিছুটা অবাক হয়েছি। ম্যাচে সবচেয়ে আক্রমণাত্মক ছিল রিশাদ। তাকে সুপার ওভার পাঠায়নি! বাউন্ডারির ছোট পাশটায় সে মারতে পারত, দুটি ছক্কা তো ওদিক দিয়েই মেরেছিল।আকিল হোসেন, স্পিনার, ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশ দলের এমন সিদ্ধান্ত বিস্মিত করেছে আকিলকেও, ‘আমি কিছুটা অবাক হয়েছি। ম্যাচে সবচেয়ে আক্রমণাত্মক ছিল রিশাদ, ১৪ বলে ৩৬ করেছে। তাকে সুপার ওভার পাঠায়নি! বাউন্ডারির ছোট পাশটায় সে মারতে পারত, দুটি ছক্কা তো ওদিক দিয়েই মেরেছিল। আমরা সবাই কিছুটা অবাক হয়েছি, কিন্তু এ সিদ্ধান্ত আমাদের পক্ষেই এসেছে। রিশাদ লম্বা, হাতে মার আছে, কিন্তু তারা তাকে ব্যাটিংয়ে পাঠায়নি!’
ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিজ শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজিজ শেখ উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের মৃত তাছির উদ্দীন শেখের ছেলে।
আরো পড়ুন:
নির্বাচন সুষ্ঠু করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন: সাতক্ষীরার এসপি
রাজশাহীতে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন
ভুক্তভোগীর বাবা বলেন, ‘‘গত বুধবার আমার মেয়ে পাশের খোর্দ্দমাগুরা গ্রামের হাফেজিয়া মাদ্রাসায় পড়তে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে চা দোকানদার আজিজ শেখ তাকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। মেয়ে ভয়ে বাড়িতে এসে কাউকে কিছু জানায়নি। পরে ব্যথায় কাতরাতে থাকলে বিষয়টি জানায়। রবিবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’’
বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আজিজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।’’
ঢাকা/রবিউল/রাজীব