গেল ঈদের জমজমাট উত্তেজনা বিরাজ করছে আসন্ন ঈদুল আজহা ঘিরেও। ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে। এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো আরেক সিনেমা ‘শিরোনাম’।

বুধবার সকালে ফার্স্ট লুক পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নতুন সিনেমার ঘোষণা দেন চিত্রনায়ক নিরব। ঘোষণার সঙ্গে জানান দেন, ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। 

তবে সিনেমাটি সম্পর্কে এখনই কিছু জানাননি নিরব। কে থাকছেন তার নায়িকা কিংবা গল্পের প্রেক্ষাপট; সময় হলেই জানাবেন।

জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমাটি পরিচালনা করছেন অনিক বিশ্বাস। ঈদে মুক্তির লক্ষ্যে এখন পুরোদমে চলছে শুটিং।

নিরব বলেন, ‘একদমই নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে ঈদে সবার সঙ্গে দেখা হচ্ছে। যেরকম গল্প দর্শক পর্দায় দেখতে চায় এই সিনেমাটি ঠিক তেমন কিছু নিয়েই। আপাতত এর বেশি কিছু বলছি না। বাকি চমকগুলো শিগগিরই জানানো হবে টিম থেকে।’

‘শিরোনাম’ এর মধ্য দিয়ে অনেক দিন পর আবারও প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরেফিন রুমি। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী।

এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে নিরবের আরেক সিনেমা ‘গোলাপ’। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন পরীমণি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন রব

এছাড়াও পড়ুন:

এক লাখ হেক্টর নতুন বনায়ন হয়েছে, বাড়ছেজীববৈচিত্র্য

এখন পর্যন্ত এক লাখ তিন হাজার ৯৬০ হেক্টর বনভূমি পুনঃস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে পাহাড়, শালবন ও উপকূলীয় অঞ্চলে দেশীয় উদ্ভিদের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানান তিনি।

গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের টেকসই বন ও জীবিকা (এসইউএফএলএল) প্রকল্পের বাস্তবায়ন সহায়তা মিশনের সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, এসইউএফএলএল প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বন পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বননির্ভর জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছে। বন অধিদপ্তরে ড্যাশবোর্ড ব্যবহার করে সাইট-সুনির্দিষ্ট পরিকল্পনা টুল সফলভাবে চালু করা হয়েছে, যা তথ্যভিত্তিক বন পরিকল্পনাকে ত্বরান্বিত করছে।

এক হাজার প্রজাতির উদ্ভিদের লাল তালিকা মূল্যায়ন সম্পন্ন হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, পাঁচটি সংরক্ষিত অঞ্চলে আক্রমণাত্মক বিদেশি উদ্ভিদ প্রজাতির ব্যবস্থাপনার কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

এর আগে গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, শিল্প খাতে ভূগর্ভস্থ পানি বিনামূল্যে উত্তোলনের প্রথা বন্ধে সরকার চূড়ান্ত নীতিমালা প্রণয়নের পথে এগোচ্ছে। বর্তমানে করপোরেট সেক্টর ভূগর্ভস্থ পানিকে একটি ফ্রি রিসোর্স হিসেবে ব্যবহার করছে, যা পরিবেশ ও পানি নিরাপত্তার জন্য হুমকি। জলবায়ু পরিবর্তনের এই যুগে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন আর চলতে পারে না।

সম্পর্কিত নিবন্ধ