পোস্টার প্রকাশ করে নিরব বললেন, ঈদে দেখা হচ্ছে
Published: 21st, May 2025 GMT
গেল ঈদের জমজমাট উত্তেজনা বিরাজ করছে আসন্ন ঈদুল আজহা ঘিরেও। ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে। এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো আরেক সিনেমা ‘শিরোনাম’।
বুধবার সকালে ফার্স্ট লুক পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নতুন সিনেমার ঘোষণা দেন চিত্রনায়ক নিরব। ঘোষণার সঙ্গে জানান দেন, ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।
তবে সিনেমাটি সম্পর্কে এখনই কিছু জানাননি নিরব। কে থাকছেন তার নায়িকা কিংবা গল্পের প্রেক্ষাপট; সময় হলেই জানাবেন।
জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমাটি পরিচালনা করছেন অনিক বিশ্বাস। ঈদে মুক্তির লক্ষ্যে এখন পুরোদমে চলছে শুটিং।
নিরব বলেন, ‘একদমই নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে ঈদে সবার সঙ্গে দেখা হচ্ছে। যেরকম গল্প দর্শক পর্দায় দেখতে চায় এই সিনেমাটি ঠিক তেমন কিছু নিয়েই। আপাতত এর বেশি কিছু বলছি না। বাকি চমকগুলো শিগগিরই জানানো হবে টিম থেকে।’
‘শিরোনাম’ এর মধ্য দিয়ে অনেক দিন পর আবারও প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরেফিন রুমি। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী।
এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে নিরবের আরেক সিনেমা ‘গোলাপ’। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন পরীমণি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন রব
এছাড়াও পড়ুন:
ডিবি পরিচয়ে যুবলীগ নেতাকে অপহরণ, উদ্ধার করল পুলিশ
ঝিনাইদহের শৈলকুপা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে যুবলীগের এক নেতাকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। শনিবার রাতে তাকে তুলে নেওয়া হয়। আজ রোববার ভোরে পুলিশের একটি দল তাকে ফরিদপুরের ভাঙ্গা থেকে উদ্ধার করে। এ সময় চারজনকে আটক করা হয়।
ভুক্তভোগী শামীম হোসেন মোল্লা শৈলকুপার গাড়াগঞ্জের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের সভাপতি।
শামীম হোসেনের ভাষ্য, ‘শনিবার রাতে কুষ্টিয়া থেকে কাজ শেষে আমি শৈলকুপার গাড়াগঞ্জ নিজের গ্যাস পাম্পে বসে ছিলাম। রাত ১১টার দিকে দুটি মাইক্রোবাসে কয়েকজন লোক সাদা পোশাকে এসে ডিবি পরিচয়ে আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গাড়িতে বিভিন্ন পথ ঘুরে তারা অচেনা জায়গায় ফেলে চলে যায়। এর মধ্যে তারা আমার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। পরে পুলিশের সহযোগিতায় আমি বাড়ি ফিরেছি।’
শৈলকুপা থানার ওসি মাসুম খানের ভাষ্য, শনিবার রাতে যুবলীগ নেতা শামীম মোল্লাকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে তার বাবা সাব্দার হোসেন মোল্লার কাছে মোটা অংকের টাকা দাবি করে চক্রটি। বিষয়টি জানার পর জেলা পুলিশের একাধিক দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে। ফরিদপুরের ভাঙ্গা থেকে রোববার ভোরে তাকে উদ্ধার করা হয়। এ সময় চার অপহরণকারীকে আটক করা হয়।