পোস্টার প্রকাশ করে নিরব বললেন, ঈদে দেখা হচ্ছে
Published: 21st, May 2025 GMT
গেল ঈদের জমজমাট উত্তেজনা বিরাজ করছে আসন্ন ঈদুল আজহা ঘিরেও। ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে। এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো আরেক সিনেমা ‘শিরোনাম’।
বুধবার সকালে ফার্স্ট লুক পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নতুন সিনেমার ঘোষণা দেন চিত্রনায়ক নিরব। ঘোষণার সঙ্গে জানান দেন, ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।
তবে সিনেমাটি সম্পর্কে এখনই কিছু জানাননি নিরব। কে থাকছেন তার নায়িকা কিংবা গল্পের প্রেক্ষাপট; সময় হলেই জানাবেন।
জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমাটি পরিচালনা করছেন অনিক বিশ্বাস। ঈদে মুক্তির লক্ষ্যে এখন পুরোদমে চলছে শুটিং।
নিরব বলেন, ‘একদমই নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে ঈদে সবার সঙ্গে দেখা হচ্ছে। যেরকম গল্প দর্শক পর্দায় দেখতে চায় এই সিনেমাটি ঠিক তেমন কিছু নিয়েই। আপাতত এর বেশি কিছু বলছি না। বাকি চমকগুলো শিগগিরই জানানো হবে টিম থেকে।’
‘শিরোনাম’ এর মধ্য দিয়ে অনেক দিন পর আবারও প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরেফিন রুমি। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী।
এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে নিরবের আরেক সিনেমা ‘গোলাপ’। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন পরীমণি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন রব
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।