সমন্বিত ১০টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ (৯ম গ্রেড) পদে দ্বিতীয় প্যানেল থেকে ১৩৫ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসার পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে প্রণীত প্যানেল থেকে ১৩৫ প্রার্থীকে তাঁদের পছন্দক্রম অনুযায়ী ১০টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুনএক দিনে ১৪টি চাকরির পরীক্ষা, কী করবেন পরীক্ষার্থীরা৭ ঘণ্টা আগে

১৩৫ জনের মধ্যে সোনালী ব্যাংকের জন্য নির্বাচিত হয়েছেন ৫৩ জন, জনতা ব্যাংকে ১১, অগ্রণী ব্যাংকে ১৫, রূপালী ব্যাংকে ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৭, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১, কর্মসংস্থান ব্যাংকে ৭ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১ জন।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।

আরও পড়ুনকে এই বৈভব তানেজা, টেসলার সিএফও আয়ে পেছনে ফেলেছেন সুন্দর পিচাই-সত্য নাদেলাকেও৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২,৩৬৯ জন নাগরিকের তথ্য বাংলাদেশকে জানিয়েছে ভারত

বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশ ইন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শুধু বাংলাদেশ নয়, ভারতে অবৈধভাবে বসবাসকারী অন্য যেকোনো দেশের নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

বাংলাদেশের প্রসঙ্গে তিনি জানান, ইতিমধ্যে ২ হাজার ৩৬৯ জন বাংলাদেশির তথ্য বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে মামলা ছিল যারা এখানে সংশোধনাগারে সাজা কাটছিলেন, এখন তা শেষ হয়ে গিয়েছে। এমনকি কিছু মামলা ২০২০ সাল থেকে চলছে যা আজও নিষ্পত্তি হয়নি। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, তারা যত দ্রুত সম্ভব এই ব্যক্তিদের নাগরিক তথ্য যাচাই করে যেন দেশে ফিরিয়ে নেন ।

তিনি কক্সবাজারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মহড়া নিয়ে জানান, যখনই এ ধরনের কোনো সামরিক মহড়া অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আমরা তা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি ও পর্যালোচনা করি  এবং প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় ।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের ‘বন্ধু’ তুরস্ককে কড়া বার্তা দিয়েছেন।

তিনি বলেন, “যেকোনো দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয় পরস্পরের সমস্যাগুলো উপলব্ধি করার মাধ্যমে। ভারত-তুরস্কের সম্পর্ক দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ওপর নির্মিত।”

রণধীর বলেন, “ভারত আশা করে, তুরস্ক পাকিস্তানকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার এবং কয়েক দশক ধরে যে সন্ত্রাসী বাস্তুতন্ত্রকে আশ্রয় দিয়ে আসছে তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য পদক্ষেপ নেয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করবে।”

সুচরিতা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ