চবির হলে পাওয়া আসন স্থগিত করায় শিক্ষার্থীদের বিক্ষোভ
Published: 22nd, May 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ মো. ফরহাদ হোসেন হল ও অতীশ দীপঙ্কর হলে বৈধভাবে আসন বরাদ্দ দিয়ে পরে তা স্থগিত করায় বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। একইসঙ্গে বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৫টার মধ্যে বিষয়টির সমাধান না করলে হলে ওঠার আল্টিমেটাম দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আল্টিমেটাম দেন।
জানা গেছে, দীর্ঘদিন পর ফরহাদ হোসেন হল ও অতীশ দীপঙ্কর হলে আবাসন বরাদ্দের আবেদন নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ভিত্তিতে ফরহাদ হোসেন হলে বরাদ্দপ্রাপ্তদের নাম উল্লেখ করে ফলাফল দেয় আইসিটি সেল। হলটিতে সিট সংখ্যা ৭০০। এরমধ্যে ৫৩০ জন শিক্ষার্থীর হলে সিট নিশ্চিত করা হয়েছে। বাকি ১৭০ জনের আসন স্থগিত করা হয়েছে।
আরো পড়ুন:
চবিতে শিক্ষক-সাংবাদিকের ওপর হামলা: ৪ জনের শাস্তি, ৬ জনের মুক্তি
জকসু নির্বাচনের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের
অন্যদিকে, একই সমস্যায় অতীশ দীপঙ্কর হলেও প্রায় ৩০ জনের আসন স্থগিত হয়েছে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের অধিকাংশই হলগুলোতে উঠেছেন। ভাইভাতে বাকি ২০০ জন শিক্ষার্থীর সিট স্থগিত রাখা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছেন, বর্ষ নিয়ে প্রশাসন যে সমস্যার কথা জানিয়ে আমাদের সিট স্থগিত রেখেছে, আসলে এতে আমাদের কোনো ভুল ছিল না। আবেদন ফরম অনুযায়ী আমাদের সবকিছু শতভাগ সঠিক। পরে প্রশাসন থেকে এ বিষয়ে যৌক্তিক সমাধানের কথা জানালেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এতে তারা আবাসন সংকট নিয়ে চরম বিপর্যয়ে পড়ছেন।
এদিকে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো.
কর্মসূচিতে অংশ নেওয়া ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম বলেন, “প্রশাসন থেকে দেওয়া ফর্ম অনুযায়ী যথাযথ নিয়মে আবেদন করে মেধার ভিত্তিতে শহীদ মো. ফরহাদ হোসেন হলে আসন বরাদ্দ পেয়েছি আমরা। এরপর সাক্ষাৎকারে হঠাৎ বর্ষ সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে আমাদের আসন স্থগিত করে দেয়। সমস্যার সমাধানে প্রাধ্যক্ষ থেকে আইসিটি সেল হয়ে প্রক্টর অফিস, উপ-উপাচার্য অফিসে গত ১৩ এপ্রিল থেকে আমাদের চরকির মতো ঘুরানো হচ্ছে। প্রশাসন থেকে সমাধানের আশ্বাস দিলেও তার কোনো অগ্রগতি নেই।”
তিনি আরো বলেন, “গত ১৭ মে উপ-উপাচার্য স্যার আমাদের বলেছিলেন, আজ (২২ মে) আমাদের বিষয়টি সমাধান হয়ে যাবে। কিন্তু আইসিটি সেলের পরিচালক আমাদের জানিয়েছে, এখন সমাধান অসম্ভব। কখন সমাধান হবে সে সম্পর্কেও তিনি কথা বলতে চান না। তিনি বলছেন, এর সমাধান একমাসেও হতে পারে, ছয় মাসও লাগতে পারে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, সমস্যার সমাধান না হলে আজ বিকেল ৫টায় আমরা আমাদের বরাদ্দকৃত হলে সবাই উঠে যাব। এছাড়া আমাদের আর কোন পথ নেই।”
২০২১-২২ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, “দীর্ঘ দেড় মাস ধরে আমরা আমাদের বৈধ আসন নিয়ে হয়রানির শিকার হচ্ছি। প্রশাসন বিষয়টি সমাধান করলেও কার্যত আমাদের দিকে তাদের কোনো দৃষ্টি নেই। সমাবর্তনের পরে ওঠানোর কথা বললেও এখন তাদের কোনো সাড়া নেই। আমরা আর কারো কাছে ঘুরব না। বিকেল ৫টার মধ্যে সমাধান না করলে আমরা হলে উঠে যাব।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী বলেন, “এটির সমাধান এখন সম্ভব নয়। বর্তমানে ভর্তি কার্যক্রম নিয়ে অনেক ব্যস্ততা চলছে। হলের সিটের সমস্যার চেয়েও আমাদের আরো বড় কাজ আছে। কাজেই প্রাধান্যের দিক দিয়ে যেটি এগিয়ে, সেটিই আগে করছি।”
তিনি বলেন, “কবে নাগাদ এটির সমাধান করতে পারব তা বলতে পারছি না। এটি একমাসও লাগতে পারে, আবার ছয় মাসেও লাগতে পারে। এ বিষয়ে আপাতত শিক্ষার্থীরা যেন আমাাদের অন্যান্য কাজে ব্যাঘাত না ঘটায়।”
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “নতুন দুই হলের বর্ষ সংক্রান্ত সমস্যাটি সমাধানের কাজ চলছে। যত দ্রুত সম্ভব সমাধান হবে। এখন শিক্ষার্থীরা হলে উঠে গেলে এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে।”
কবে নাগাদ বিষয়টির সমাধান হতে পারে জানতে চাইলে তিনি বলেন, “আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারছি না। তবে ঈদের আগে হলে উঠানোর বিষয়ে তাদের কয়েকবার বলেছি। ঈদের আগে তাদের হলে উঠানো হবে।”
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপ উপ চ র য আম দ র ব সমস য র আইস ট ব ষয়ট
এছাড়াও পড়ুন:
সাগর উত্তাল থাকায় হাসপাতালে নেওয়া যায়নি, সেন্ট মার্টিনে দুই শিশুর মৃত্যু
শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় আট দিন বয়সী শিশু মোহামদ জিশানকে। দ্বীপের একমাত্র ২০ শয্যার হাসপাতালটিতে নেই কোনো চিকিৎসক। তবে শিশুটির লক্ষণ দেখে তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বলেছিলেন সেখানকার দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম। কিন্তু সাগর উত্তাল থাকায় তাকে টেকনাফের হাসপাতালে আনা যায়নি। গুরুতর অসুস্থ শিশুটির মৃত্যু হয় একরকম চিকিৎসা না পেয়ে।
আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে হাসপাতালে মারা যায় দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ তৈয়ুবের ছেলে জিশান। এ নিয়ে দুই দিনের ব্যবধানে হাসপাতালে নিতে না পারায় দ্বীপে অসুস্থ হয়ে দুই শিশুর মৃত্যু হলো। গত মঙ্গলবার দুপুরের দিকে দ্বীপের গুচ্ছগ্রাম ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আমিনের পাঁচ বছর বয়সী ছেলে মোহাম্মদ বেলালের মৃত্যু হয়। সাগর উত্তাল থাকায় মঙ্গলবার থেকে আজ দুপুর দুইটা পর্যন্ত টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সার্ভিস ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এর ফলে অসুস্থ রোগীদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যাচ্ছে না। দ্বীপের ২০ শয্যা হাসপাতাল এত দিন চলছিল একজন অফিস সহায়ক দিয়ে। কয়েক দিন আগে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হলেও কোনো চিকিৎসক নেই।
১৮ মে সেন্ট মার্টিন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র নিয়ে প্রথম আলোর অনলাইনে ‘অফিস সহায়ক দিয়েই চলছে হাসপাতাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনটি প্রকাশের পর দ্বীপে বিশেষ একজন স্বাস্থ্য সহকারী পাঠানো হয়। তবে দ্বীপবাসীর দাবি অনুযায়ী এখনো যোগ দেননি চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। নেই প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম ও ওষুধ। দ্বীপের জন্য কোনো নৌ অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়নি। ফলে স্বাস্থ্যসেবা পাচ্ছেন না দ্বীপের ১১ হাজার বাসিন্দা।
সেন্ট মার্টিন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সদ্য আসা স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ আট দিন বয়সী শিশু জিশানের মৃত্যু হয় হাসপাতালে। সম্ভবত তার নিউমোনিয়া হয়েছিল। তাকে টেকনাফ নেওয়ার জন্য বলা হলেও সাগর উত্তাল থাকায় নেওয়া যায়নি। এর আগে বেলাল নামের আরও এক শিশুর মৃত্যু ঘটে। তীব্র জ্বর আর জন্ডিসের লক্ষণ ছিল শিশুটির। হাসপাতালের আনার পরপরই মারা যায় সে।
আজ সকালে মারা যাওয়া শিশু জিশানের দাদি হাসিনা বেগম বলেন, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল জিশান। এর মধ্যে সেন্ট মার্টিন হাসপাতালে নিয়ে গেলেও উন্নত চিকিৎসার জন্য টেকনাফ নিয়ে যেতে বলেন সেখানকার স্বাস্থ্য সহকারী। কিন্তু সার্ভিস ট্রলার চলাচল বন্ধ থাকায় চিকিৎসার জন্য টেকনাফে নেওয়া সম্ভব হয়নি।
পাঁচ বছর বয়সী বেলালের জন্ডিস হয়েছিল বলে ধারণা করছেন বাবা মোহাম্মদ আমিন। তিনি বলেন, ‘সাগর উত্তাল থাকার কারণে সার্ভিস ট্রলার চলাচল বন্ধ ছিল। ফলে ছেলেটিকে আমরা চিকিৎসাই দিতে পারিনি। আমাদের চোখের সামনেই মারা গেল সে। একটা নৌ অ্যাম্বুলেন্স থাকলে হয়তো ছেলেটা বাঁচত।’
মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন আবহাওয়া খারাপ থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সার্ভিস ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ থেকে কেউ টেকনাফে আসতে পারেননি। টেকনাফ থেকেও কেউ সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারেননি। আবহাওয়া ভালো হলেই টেকনাফ থেকে যাত্রী ও মালামাল নিয়ে সেন্ট মার্টিনে ট্রলার আসবে বলে জানান সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ।
সেন্ট মার্টিন দ্বীপের ভারপ্রাপ্ত ইউপির চেয়ারম্যান ফয়েজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দ্বীপের বাসিন্দা ও পযর্টকদের কথা বিবেচনা করে ২০০২ সালে সেন্ট মার্টিন দ্বীপে পশ্চিম পাড়ায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে একটি হাসপাতাল ভবন নির্মাণ করা হয়। হাসপাতালটি ২০ শয্যার হলেও এখন পর্যন্ত কোনো ধরনের লোকবল নিয়োগ করা হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুমে দ্বীপের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেলে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রণয় রুদ্র প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিন হাসপাতালে শুধু একজন অফিস সহায়ক ছিলেন। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর বিশেষ ব্যবস্থায় একজন স্বাস্থ্য সহকারীকে পাঠানো হয়েছে। তিনি এখন দ্বীপের মানুষকে জরুরি চিকিৎসাসেবা দিচ্ছেন। জটিল কোনো রোগী হলে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে টেলিযোগাযোগের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছেন তিনি। তবে এর মধ্যে মঙ্গলবার ও আজ বৃহস্পতিবার সেন্ট মার্টিন দ্বীপে দুই শিশু মারা গেছে।