প্রবাসী কিংবা সম্প্রতি দেশে ফেরা কোনো ব্যক্তি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও থানা বিএনপির পদের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না—গত জুন মাসে এমন নির্দেশনা দেয় লক্ষ্মীপুর জেলা বিএনপি। তবে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কমিটি গঠনে এ নির্দেশনা না মানার অভিযোগ উঠেছে। কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে বিদেশফেরত দুই ব্যক্তি নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিয়ে দলের একটি অংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন ওরফে সবুজ। তিনি দীর্ঘদিন গ্রিসে ছিলেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবুল কাশেম। তিনিও দুবাইপ্রবাসী। গত ২৭ জুন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটাভুটিতে দুজন নির্বাচিত হন।

দলের দুঃসময়ে যাঁরা মামলা-হামলা ও ঝুঁকি মাথায় নিয়ে মাঠে ছিলেন, তাঁরা এখন পদবঞ্চিত। বিদেশ থেকে ফিরে প্রার্থী হওয়ার বিষয়ে জেলা বিএনপির দেওয়া নির্দেশনা মানা হচ্ছে না। এ বিষয়ে অভিযোগ দিয়েও প্রতিকার পাইনি।ইমাম হোসেন, বিএনপিকর্মী, চন্দ্রগঞ্জ ইউনিয়ন–লক্ষ্মীপুর সদর

এর আগে ৮ জুন দলীয় নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উদ্দেশে জেলা বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়। জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সদস্যসচিব সাহাব উদ্দিন স্বাক্ষরিত ওই নির্দেশনা বলা হয়, কোনো প্রবাসী কিংবা সাম্প্রতিক সময়ে প্রবাসফেরত কোনো ব্যক্তি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও থানা বিএনপির নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একই দিনে জেলা বিএনপির দেওয়া পৃথক এক নির্দেশনায় বলা হয়, ৫ আগস্টের আগে যাঁরা প্রবাসে ছিলেন এবং দেশের মাটিতে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন না, তাঁরা যেন নেতৃত্বে না আসেন।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপিতে সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন ও মনির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংগঠনিক সম্পাদক পদে আবুল কাশেমসহ চারজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। তোফাজ্জল হোসেন ২০০৪ সালে গ্রিসে যান। গত বছরের ২৫ নভেম্বর তিনি দেশে ফেরেন। অন্যদিকে আবুল কাশেম দেশে ফিরেছেন গত বছরের ২২ আগস্ট। তিনি এর আগে পাঁচ বছর ধরে দুবাইয়ে ছিলেন।

তোফাজ্জল হোসেন ও আবুল কাশেম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত ফ জ জল হ স ন ব এনপ র প রব স

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ