মায়ের অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
Published: 7th, July 2025 GMT
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার আগে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সজীব মিয়া (৩০)। তিনি উপজেলার আগবগজান গ্রামের বাসিন্দা ও মৃত আকবর মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি করতেন এবং তাঁর মাকে মারধর করতেন। ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে মা মাজেদা আক্তার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালতের একটি দল মাজেদা আক্তারের বাড়িতে গিয়ে সজীবকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। আদালত তখন তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সজীব মিয়াকে আটক করা হয়। তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন। এরপর আইন অনুযায়ী তাঁকে দণ্ড দেওয়া হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫
ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ
হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন
এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন