নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার আগে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সজীব মিয়া (৩০)। তিনি উপজেলার আগবগজান গ্রামের বাসিন্দা ও মৃত আকবর মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি করতেন এবং তাঁর মাকে মারধর করতেন। ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে মা মাজেদা আক্তার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালতের একটি দল মাজেদা আক্তারের বাড়িতে গিয়ে সজীবকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। আদালত তখন তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সজীব মিয়াকে আটক করা হয়। তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন। এরপর আইন অনুযায়ী তাঁকে দণ্ড দেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে মিনি স্টেডিয়াম নিহত ফারুকের নামে করার দাবি

টাঙ্গাইলে শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নিহত বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা বিএনপি ও দ্যাইনা ইউনিয়নের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে দ্যাইনা ইউনিয়নের বাসাখানপুর গ্রামে নির্মিত টাঙ্গাইল মিনি স্টেডিয়ামটি রফিকুল ইসলাম ফারকের নামে নামকরণের দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, নিহতের ভাই ও দ্যাইনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব প্রমুখ।

আরো পড়ুন:

শেখ হাসিনা ঢুকলে আমগাছের সঙ্গে বেঁধে রাখা হবে: আখতার

কিছু দল হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে: শামসুজ্জামান দুদু

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে টাঙ্গাইলে হাসিনাবিরোধী আন্দোলনে দ্যাইনা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেন। হাসিনার সরকার ক্ষমতা থাকার কারণে ফারুক হত্যার আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এই হত্যার সঙ্গে জড়িত টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন। ছানোয়ার হোসেন অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন।

বক্তারা বলেন, সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে ফারুক হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখালে হত্যার রহস্য উদঘাটন হবে।

নিহত ফারুকের নামে সদর উপজেলায় বাসাখানপুর মিনি স্টেডিয়াম নামকরণের দাবি করেন বক্তারা। 
 

ঢাকা/কাওছার/বকুল

সম্পর্কিত নিবন্ধ