হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন হাজি। ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন।
সোমবার (৭ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩২ হাজার ৩৬২ জন, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৬৮৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে। এ পর্যন্ত ১৯০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৩ ও সৌদি এয়ারলাইন্স ৭৪টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।
এ বছর হজ পালনে গিয়ে ৪২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ও জন নারী।
হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।
হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।
ঢাকা/হাসান/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ইন স ফ ল ইট
এছাড়াও পড়ুন:
সেপ্টেম্বরে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
সেপ্টেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। দুই ম্যাচের এই সিরিজ আয়োজন করবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নেপালের ফুটবল ফেডারেশন।
দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর, আর দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর। ম্যাচ দুটি আয়োজন করা হবে ফিফা আন্তর্জাতিক প্রীতিম্যাচ উইন্ডোর সময়সূচি অনুযায়ী।
বাংলাদেশ ও নেপাল দুই দলের জন্যই ম্যাচ দুটি হবে বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ। সেই দিক থেকে এই দুই ফ্রেন্ডলি ম্যাচ গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেই দেখছেন দুই দলের কোচ ও সংশ্লিষ্টরা।