গ্রিলিশের দাম আরও কমাল সিটি, তবু আগ্রহী নয় কোনো ক্লাব
Published: 7th, July 2025 GMT
জ্যাক গ্রিলিশ তাহলে এখন ম্যানচেস্টার সিটির বোঝাই হয়ে গেছেন! আর বোঝা যত জলদি পারা যায়, নামিয়ে ফেলাই ভালো।
কিন্তু সেটাই তো পারছে না সিটি। ইংলিশ এই মিডফিল্ডারকে বিক্রি করতে পারছে না অন্য কোনো ক্লাবের কাছে। বাধ্য হয়ে তাই গ্রিলিশের জন্য এত দিন যে দাম চাইছিল, সেটা আরও কমাতে বাধ্য হয়েছে সিটি।
ম্যানচেস্টার ইভেনিং নিউজ জানিয়েছে, এত দিন ৫-৬ কোটি পাউন্ডের কমে গ্রিলিশকে বিক্রি করতে আগ্রহী না হলেও এখন ৪ কোটি পাউন্ড পেলেই তাঁকে ছেড়ে দিতে চায় সিটিজেনরা।
অথচ ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৭০ কোটি টাকা) ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে গ্রিলিশ ইতিহাসের সবচেয়ে দামি ব্রিটিশ ফুটবলারের তকমা লাগিয়েছিলেন গায়ে।
সিটিতে গ্রিলিশের পরের মৌসুমগুলো একেবারে খারাপ কাটেনি। তিনবার প্রিমিয়ার লিগ, একবার এফএ কাপ আর একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ২০২২-২৩ মৌসুমে তো বড় ভূমিকা রেখেছিলেন সিটির ট্রেবল জয়েই। এখন পর্যন্ত সিটির জার্সিতে ১৫৭টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৭টি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নির্বাচন কমিশন থেকে চার শিক্ষকের পদত্যাগ
ফাইল ছবি