১. তাঁরা নিজেদের চ্যালেঞ্জ ও অস্বস্তিকর পরিবেশে ছুড়ে ফেলেন

আত্মবিশ্বাসী মানুষেরা ‘গ্রোথ’ বা বিকাশে বিশ্বাসী। প্রতিনিয়ত নিজের সেরা সংস্করণ বের করে আনার লক্ষ্য নিয়ে তাঁরা প্রতিদিন ঘুম থেকে ওঠেন আর একটু একটু করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান।

তাঁরা জানেন, যেখানে ‘কমফোর্ট জোন’ শেষ হয়, সেখান থেকেই বিকাশের শুরু। তাই তাঁরা নিজেদের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাতে বা কঠিন কথোপকথনে অথবা নতুন করে নতুন কিছু শুরু করতে পিছপা হন না।

তাঁরা হারেন, উঠে দাঁড়ান, জেতেন অথবা জেতেন না, তবে নিজের সেরাটা ঢেলে দিয়ে চেষ্টা করেন। নতুন লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যান।

আরও পড়ুনযেসব খাবার রক্তচাপ বাড়ায়০৪ জুলাই ২০২৫২.

খোলা মনে অন্যকে উদ্‌যাপন করেন

আত্মবিশ্বাসী মানুষেরা নিজেকে নিজের মতো করেই গ্রহণ করেন। তাঁরা নিজের শক্তিশালী দিকগুলো সম্পর্কে জানেন। তাঁরা নিজেদের নিয়ে ‘সিকিউরড’। তাই অন্যের সাফল্যে তাঁরা ঈর্ষান্বিত হন না।

অন্যের সঙ্গে নিজের তুলনা করেন না। খোলা মনে অন্যকে উদ্‌যাপন করেন। অন্যের ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করেন। অন্যকে অনুপ্রাণিত করেন, উৎসাহ দেন। আর এ কারণেই তাঁরা অন্যের ভালো বন্ধু, মেন্টর বা নেতা।

আরও পড়ুন১০২ বছর বয়সেও চাকরি খুঁজছেন এই চিকিৎসক, জানালেন দীর্ঘ জীবনের রহস্য০৫ জুলাই ২০২৫৩. নির্দ্বিধায় দেয়াল তুলে দেন

আত্মবিশ্বাসী মানুষেরা নিজেদের সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন। তাঁদের কাছে নিজেদের সময়, এনার্জি, মনোযোগ মূল্যবান। সেটি কাকে, কতটুকু দেবেন, সে বিষয়ে তাঁরা সচেতন। এ কারণেই তাঁরা নির্দ্বিধায় ‘না’ বলেন।

নিজেদের মানসিক স্বাস্থ্যকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তাঁরা সচেতন। তাই তাঁরা সব সময় সবার জন্য ‘অ্যাভেইলেবল’ থাকেন না। আর এটাই স্বাভাবিক।

সম্পর্কে দেয়াল তোলা যে স্বাস্থ্যকর, এটা তাঁরা কেবল জানেনই না, মানেনও। নেতিবাচক, টক্সিক মানুষদের থেকে তাঁরা নিরাপদ দূরত্বে থাকেন।

সূত্র: ভেরিওয়েলমাইন্ড

আরও পড়ুনগার্মেন্টসে চাকরি করা সাদিকা যেভাবে করপোরেট জীবনে পা রাখলেন০৬ জুলাই ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মব শ ব স অন য র

এছাড়াও পড়ুন:

'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে জালকুড়িতে বৃক্ষ রোপণ

জেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড হতে দশ পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তার দুপাশে ও ফকির রোডে ১ হাজার ৫ শত বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 

এ সময় জেলা প্রশাসক বলেন, 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ১ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রম শীঘ্রই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করি খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী এর সুফল ভোগ করবে।

উদ্ধোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ