জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ কার্যালয় সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সংস্থাটির নাম ব্যবহার করে সংঘটিত প্রতারণামূলক কার্যকলাপ নিয়ে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করেছে জাইকা।
সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে, প্রতারকরা জাইকার নাম ও লোগো ব্যবহার করে ভুয়া সঞ্চয় প্রকল্প, ঋণ সুবিধা ও চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এর ভিত্তিতে জাইকা প্রতারণামূলক সব কার্যক্রমের বিরুদ্ধে জোরালো অবস্থান ব্যক্ত করে এসব ভুয়া প্রচারণার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি সংস্থাটি সবাইকে এ ধরনের ভুয়া প্রস্তাব ও বার্তা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আরো পড়ুন:
পাবনায় গ্রাহকদের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে উধাও এনজিও
পিরোজপুরে কোটি কোটি নিয়ে সমিতির পরিচালক উধাও
এসব প্রতারণামূলক কার্যক্রমের ভুয়া দাবির মধ্যে রয়েছে- জাইকা প্রদত্ত ব্যক্তিগত ঋণ সুবিধা এবং এ ক্ষেত্রে অগ্রিম অর্থ ও অনেক ক্ষেত্রে প্রক্রিয়াকরণ ফিও দাবি করা হচ্ছে। এর পাশাপাশি কিছু ফেসবুক পোস্টে জাইকার নাম ব্যবহার করে ভুয়া সঞ্চয় প্রকল্প ও চাকরির বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।
অসাধু এসব কার্যক্রমের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করে সংস্থাটি জানিয়েছে, জাইকা ব্যক্তি পর্যায়ে কোনো ঋণ দেয় না। এ ছাড়া চাকরির নিয়োগ প্রক্রিয়ার কোনো ধাপেই জাইকা কোনো প্রকার ফি গ্রহণ করে না। জাইকা সম্পর্কিত সব প্রকৃত তথ্য জাইকার আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম থেকে প্রকাশ করা হয়।
একইসঙ্গে জাইকা সবার প্রতি এ ধরনের সন্দেহজনক বার্তা ও প্রকল্প সম্পর্কে তথ্য যাচাই করতে এবং প্রতারণার ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। বাংলাদেশের উন্নয়নে স্বচ্ছতা বজায় রেখে নৈতিক অংশীদারত্বের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে জাইকা এবং সংস্থাটি এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
জাইকা নিয়ে সঠিক তথ্য সম্পর্কে জানতে ওয়েবসাইট ও ফেসবুক পেজে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
ঢাকা/হাসান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জুলাইযোদ্ধা : উমামা ফাতেমা
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম নগরে আহত হওয়া একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ হাসান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমার এক ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
‘এম্পাওয়ারিং আওয়ার ফাইটারস’ নামে একটি ফেসবুক পেজে হাসানের বোনের বরাতেও একই কথা বলা হয়েছে। সেখানে বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানের অন্যতম আহত যোদ্ধা আমাদের ভাই হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় একটু আগে শহীদ হয়েছেন। সবাই দোয়া করবেন। খবরটি নিশ্চিত করেছেন ফোন করে হাসানের ছোট বোন সুমাইয়া।’
রাত ১১টা ২১ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, গত সাত মাস ধরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলেন মোহাম্মদ হাসান। গত ১০ এপ্রিল হাসানকে লাইফসাপোর্ট থেকে সরিয়ে সাধারণ বেডে আনা হয়। ২৫ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটায় তাকে পুনরায় লাইফসাপোর্টে নেওয়া হয়।
বৃহস্পতিবার রাত ১২টা ১৭ মিনিটের দিকে উমামা ফাতেমা এ নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। এতে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আহত হাসান ভাই একটু আগে মারা গেছেন। হাসান ভাই আহত হওয়ার পর থেকে এম্পাওয়ারিং আওয়ার ফাইটারসের মাধ্যমে তার সঙ্গে কলি আপু সার্বক্ষণিক যুক্ত ছিলেন। কিছুদিন আগে কলি কায়েয আপু বলছিলেন হাসানের অবস্থা বেশি ভালো না। আমি ভাবছিলাম দেশে আসলে দেখতে যাব। কি বলব!’
এম্পাওয়ারিং আওয়ার ফাইটারস’ ফেসবুক পেজে বলা হয়, ‘গত ৫ আগস্ট টাইগারপাসে আন্দোলনের সময় মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়—যা সম্ভাব্য ব্রেন ড্যামেজের কারণ হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার খাদ্যনালী ও কণ্ঠনালী এক করে লাইফসাপোর্ট দেওয়া হয়। এ সময় ইনফেকশন ছড়িয়ে পড়ে তার মস্তিষ্কে, এবং শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত তাকে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়।’