শেরপুরের গারো পাহাড়ের গজনীতে বন্যহাতির আক্রমণে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে দু’জনের মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায়ই সীমান্ত সড়কের আশপাশে ও লোকালয়ে হাতির দল বিচরণ করছে। এ পরিস্থিতিতে ক্ষতি থেকে রক্ষা পেতে সন্ধ্যার পর ঘর থেকে বের না হওয়া ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন বিভাগ।

জানা গেছে, দুই সপ্তাহ ধরে ৩০ থেকে ৩৫টি বন্যহাতি কয়েকটি উপদলে বিভক্ত হয়ে নালিতাবাড়ীর সমশ্চুড়া থেকে ঝিনাইগাতীর গজনী পাহাড় এলাকায় অবস্থান করছে। দিনের বেলায় গহিন পাহাড়ে অবস্থান করে তারা। সন্ধ্যা হলেই খাবারের খোঁজে নেমে আসে লোকালয়ে। এমনকি দিনের বেলায়ও সীমান্ত সড়কে দেখা যাচ্ছে। এতে চলাচলে বিঘ্ন ঘটছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে গারো পাহাড়ের গজনী দরবেশতলা এলাকায় হাতির আক্রমণে আজিজুর রহমান নামে একজনের মৃত্যু হয়। বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে পিষ্ট হয়ে মারা যান তিনি। একই রাতে মাত্র দেড় ঘণ্টা পর বাঁকাকুড়া শালবনের রাস্তা দিয়ে বাড়িতে ফেরার পথে এফিলিস মারাক (৪৫) নামে আরেকজন হাতির আক্রমণের শিকার হন।

তিন বন্ধুকে নিয়ে হাঁটছিলেন এফিলিস। এ সময় বনের ভেতর থেকে বের হওয়া হাতির দল তাদের তাড়া করে। অন্যরা পালিয়ে গেলেও তিনি বাঁচতে পারেননি। তাঁকে হাতি পা দিয়ে পিষে ও শুঁড় দিয়ে আছড়ে টুকরো টুকরো করে মেরে ফেলে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, বন্যহাতির আক্রমণে দু’জনের মৃত্যুর পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে রাত জেগে পাহারা দিচ্ছেন। প্রয়োজন ছাড়া রাস্তায় যাচ্ছেন না কেউ।

এলিফ্যান্ট রেসপন্স টিমের গান্দিগাঁও এলাকার দলনেতা মো.

নজরুল ইসলাম বলেন, হাতির পাল জঙ্গলে ফেরাতে মশাল জ্বালিয়ে পাহারা দেওয়া হচ্ছে। বিকেল থেকে এ পথে গ্রামের বাসিন্দাদের চলাচলে নিষেধ করা হয়েছে।

এ বিষয়ে বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, হাতির দলটি পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছে। দু’জনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: জন র ম ত য এল ক য়

এছাড়াও পড়ুন:

সিপিবির ত্রয়োদশ কংগ্রেস শুরু ১৯ সেপ্টেম্বর

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস (কেন্দ্রীয় সম্মেলন) আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এর মধ্যেই দলের সব শাখা, উপজেলা ও জেলা সম্মেলন সম্পন্ন করা হবে। গত শুক্র ও শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির কেন্দ্রীয় কমিটির দু'দিনব্যাপী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তগুলো জানানো হয়। 

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, করণীয় ও সরকারের সংস্কারবিষয়ক আলোচনা উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূর। আলোচনায় অংশগ্রহণ করেন দলের প্রেসিডিয়াম, কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশনের সদস্য ও সংগঠকরা।

সভায় সারাদেশে অব্যাহত মব-সন্ত্রাস, খুন-ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনা এবং এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যমান সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়। 

সভায় চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসাসহ দেশকে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির স্বার্থরক্ষার ভূমিকা নেওয়ার সরকারি পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সময় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী নানা কর্মসূচি ও ১৮ জুলাই ‘শহীদ রেজভী দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সম্পর্কিত নিবন্ধ