গাজায় চিকিৎসকদের সন্তানদেরও হত্যা করছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ইসরায়েলি বিমান একজন চিকিৎসকের বাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনায় ওই চিকিৎসকের ১০ সন্তানের মধ্যে নয়জন নিহত হয়েছে। খান ইউনিস শহরে অবস্থিত আল-নাসের হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নাসের হাসপাতাল জানিয়েছে, ডা. আলা আল-নাজ্জারের এক সন্তান এবং তার স্বামী আহত হলেও বেঁচে গেছেন। 

হাসপাতালে কর্মরত ব্রিটিশ সার্জন গ্রেম গ্রুম জানিয়েছেন, তিনি তার ১১ বছর বয়সী ছেলেটির অস্ত্রোপচার করেছেন।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালকের শেয়ার করা এবং বিবিসির যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, শুক্রবার খান ইউনিসে হামলার ধ্বংসস্তূপ থেকে ছোট ছোট পোড়া মৃতদেহ তোলা হচ্ছে।

বিবিসি মন্তব্যের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছে।

শনিবার এক সাধারণ বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গত দিনে গাজা জুড়ে ১০০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ৭৪ জনকে হত্যা করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডা.

মুনির আলবোরশ এক্স-এ জানিয়েছেন, ডা. আল-নাজ্জারের স্বামী হামদি তার স্ত্রীকে কাজে নিয়ে যাওয়ার পর বাড়ি ফিরে আসার কয়েক মিনিটের মধ্যেই আল-নাজ্জারের পারিবারিক বাড়িতে হামলা চালানো হয়।

ডা. আলবোরশ জানিয়েছেন, ডা. আল-নাজ্জারের সন্তানদের মধ্যে বড় ছেলের বয়স ১২ বছর।

নাসের হাসপাতালে কর্মরত আরেক ব্রিটিশ সার্জন ভিক্টোরিয়া রোজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে গ্রুম জানিয়েছেন, শিশুদের বাবা ‘গুরুতর আহত’ হয়েছেন।

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আল ন জ জ র র ইসর য

এছাড়াও পড়ুন:

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো ওয়ালটন

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হলো ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। আর্জেন্টিনা দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হলো ওয়ালটন। এরফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ত্ব লাভ করলো ওয়ালটন। এখন থেকে ওয়ালটন পণ্যের নানান ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাবে মেসি-মার্টিনেজদের, যা প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ওয়ালটনের মধ্যে এ উপলক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ওয়ালটন এবং এএফএ।

আরো পড়ুন:

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল বাংলাদেশ

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেজে ওয়ালটনের সঙ্গে এই পার্টনারশিপের ঘোষণা দিয়ে পোস্ট করেছে এএফএ। যেখানে ওয়ালটনের অত্যাধুনিক সুবিশাল কারখানা ও বিভিন্ন পণ্যের সঙ্গে দেখা গেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারদের। এর আগে অফিশিয়াল ওয়েসবাইটেও অন্যান্য স্পন্সরদের সঙ্গে ওয়ালটনের নাম ও লোগো প্রকাশ করেছে এএফএ।

বিশ্বের শতাধিক দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের টার্গেট নিয়ে কাজ করছে ওয়ালটন। ইতোমধ্যে ৫০টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্য অর্জনের পথ আরো সুগম হবে। ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠ মাতাবে আর্জেন্টাইন খেলোয়াড়েরা। আর ঘরে ঘরে বিশ্বজুড়ে ওয়ালটন মাতাবে কোটি কোটি ক্রেতার মন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ