টিভি নাটকের ব্যস্ত জুটি নিলয়-হিমি জুটি। তারা দু’জন শত শত নাটকে অভিনয় করেছেন। সেসব নাটক কোটি কোটি ভিউ হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে সময়কে গুরুত্ব দিয়েই ট্রে-ি গল্পে যেমন তারা অভিনয় করেছেন তেমনি আবার জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয় করেও দু’জন তুমুল আলোচনায় এসেছেন।
আগামী ঈদেও তাদেরকে বেশ কিছু ট্রে-ি গল্পের নাটকে এবং জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয়ে দেখা যাবে। সেই ধারাবাহিকতায় এই জুটি এবার ‘কোটিপতি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা করেছেন জায়েদ জুলহাস। নির্মাণ করেছেন বর্ণনাথ।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন,‘ এই নাটকের গল্প হচ্ছে একজন নি¤œবিত্ত মানুষ অভাবে থেকে একসময় অসৎ হয়ে যায়। দুর্নীতি করে এক সময় অনেক টাকার মালিক হয়ে যায়। সেইসাথে খুব অহংকারীও হয়ে যায়। অহংকারী হবার পর কীভাবে একটু একটু করে তার পতন হয়, তাই দেখানো হয়েছে এই নাটকে। বর্ণনাথের নির্দেশনায় এর আগেও আমি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি গল্প প্রধান নাটক নির্মাণ করতে চান, যে নাটকে কোনো না কোনো ম্যাসেজ থাকে। সেটি কমেডি ঘরানার নাটকই হোক বা সিরিয়াস নাটকই হোক। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুউব ভালো।’
হিমি বলেন,‘ অন্যান্য পরিচালকদের চেয়ে বর্ণ দাদার কথা একটু আলাদা করে বলতেই হয়। তার নির্দেশনায় প্রথম কাজেই আমি যে বিষয়টা লক্ষ্য করেছি যে অ্যাক্টিভিটি করতে করতে সংলাপ বলা, এক্সপ্রেশন দেয়া-সেটা আসলে শুরুতেই পেয়েছি। তখনই মনে হয়েছে তিনি জেনে বুঝেই নির্দেশনা দিয়ে থাকেন এবং বেশ গুছানো, পরিপাটি একজন পরিচালক। অল্প চিন্তা ভাবনার মধ্যদিয়েই কাজ ঠিকঠাক মতো আদায় করে নেন তিনি।’
নিলয় আলমগীর জানান এরইমধ্যে মহিন খান, মোহসীন আকাশ, চয়নিকা চৌধুরী, এস আর মজুমদার, নাজমুল রনি, জাকিউল ইসলাম, রিপন’সহ আরো কয়েকজন পরিচালকের কাজ করার কথা রয়েছে। আসছে ঈদে ‘কোটিপতি’ নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে এরইমধ্যে গেলো সপ্তাহে ইউটিউবে প্রকাশ পেয়েছে মেহেদী রনি পরিচালিত নিলয় হিমি অভিনীত ‘ভাই ভাই দ্বন্দ্ব’ নাটকটি। নাটকটিতে আরো অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার ও নাহার নওরীন। বিশেষত দুই ভাইয়ের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: অভ ন ত র ন টক পর চ ল ন টকট
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফ (২০) নামের আরও একজন।
শনিবার (১ নভেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের জুয়েল মিয়া (৪০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।
তিনি পেশায় একজন দর্জি ছিলেন। নিহত জুয়েল বর্তমানে ফতুল্লার মুসলিম নগরে সালাম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পারাপারের সময় ময়দা ও আটা বোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
সংবাদ পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু রায়হান নুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুটি ট্রাক থানায় নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত)আনোয়ার হোসেন জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি ট্রাক থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।