টিভি নাটকের ব্যস্ত জুটি নিলয়-হিমি জুটি। তারা দু’জন শত শত নাটকে অভিনয় করেছেন। সেসব নাটক কোটি কোটি ভিউ হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে সময়কে গুরুত্ব দিয়েই ট্রে-ি গল্পে যেমন তারা  অভিনয় করেছেন তেমনি আবার জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয় করেও দু’জন তুমুল আলোচনায় এসেছেন। 

আগামী ঈদেও তাদেরকে বেশ কিছু ট্রে-ি গল্পের নাটকে এবং জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয়ে দেখা যাবে। সেই ধারাবাহিকতায় এই জুটি এবার ‘কোটিপতি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা করেছেন জায়েদ জুলহাস। নির্মাণ করেছেন বর্ণনাথ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন,‘ এই নাটকের গল্প হচ্ছে একজন নি¤œবিত্ত মানুষ অভাবে থেকে একসময় অসৎ হয়ে যায়। দুর্নীতি করে এক সময় অনেক টাকার মালিক হয়ে যায়। সেইসাথে খুব অহংকারীও হয়ে যায়। অহংকারী হবার পর কীভাবে একটু একটু করে তার পতন হয়, তাই দেখানো হয়েছে এই নাটকে। বর্ণনাথের নির্দেশনায় এর আগেও আমি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি গল্প প্রধান নাটক নির্মাণ করতে চান, যে নাটকে কোনো না কোনো ম্যাসেজ থাকে। সেটি কমেডি ঘরানার নাটকই হোক বা সিরিয়াস নাটকই হোক। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুউব ভালো।’

হিমি বলেন,‘ অন্যান্য পরিচালকদের চেয়ে বর্ণ দাদার কথা একটু আলাদা করে বলতেই হয়। তার নির্দেশনায় প্রথম কাজেই আমি যে বিষয়টা লক্ষ্য করেছি যে অ্যাক্টিভিটি করতে করতে সংলাপ বলা, এক্সপ্রেশন দেয়া-সেটা আসলে শুরুতেই পেয়েছি। তখনই মনে হয়েছে তিনি জেনে বুঝেই নির্দেশনা দিয়ে থাকেন এবং বেশ গুছানো, পরিপাটি একজন পরিচালক। অল্প চিন্তা ভাবনার মধ্যদিয়েই কাজ ঠিকঠাক মতো আদায় করে নেন তিনি।’

 নিলয় আলমগীর জানান এরইমধ্যে মহিন খান, মোহসীন আকাশ, চয়নিকা চৌধুরী, এস আর মজুমদার, নাজমুল রনি, জাকিউল ইসলাম, রিপন’সহ আরো কয়েকজন পরিচালকের কাজ করার কথা রয়েছে। আসছে ঈদে ‘কোটিপতি’ নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে এরইমধ্যে গেলো সপ্তাহে ইউটিউবে প্রকাশ পেয়েছে মেহেদী রনি পরিচালিত নিলয় হিমি অভিনীত ‘ভাই ভাই দ্বন্দ্ব’ নাটকটি। নাটকটিতে আরো অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার ও নাহার নওরীন। বিশেষত দুই ভাইয়ের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত র ন টক পর চ ল ন টকট

এছাড়াও পড়ুন:

ডিপজলের নামে মামলা: মুক্তি ও সনির ফেসবুক পোস্ট

চিত্রনায়ক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি ও সনি রহমান।

এক ফেসবুক স্ট্যাটাসে মুক্তি লেখেন, “শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগের হয়রানি বন্ধ হোক।”

তিনি জানান, এক নারী নিজেকে ভক্ত পরিচয় দিয়ে ডিপজলের কাছে একাধিকবার আর্থিক সহায়তা নিয়েছেন। এমনকি শিল্পী সমিতি নির্বাচন ও এফডিসিতে বিভিন্ন সময় ওই নারীর উপস্থিতি ও কান্নাকাটি ভিডিওতে ধরা রয়েছে।

মুক্তি আরও বলেন, “সম্প্রতি ডিপজল ভাইয়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে। আদালতের কাছে অনুরোধ, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুন।”

অন্যদিকে, সনি রহমান বলেন, “ডিপজল ভাই শুধু একজন শিল্পী নন, বড় মনের একজন মানুষ। পাগল ভক্ত পরিচয় দিয়ে কেউ যদি একের পর এক সহযোগিতা নিয়ে পরে মিথ্যা অভিযোগ করেন, সেটা অত্যন্ত দুঃখজনক।”

তিনি জানান, ডিপজলের জনপ্রিয়তা ও মানবিকতা কেউ কেউ কাজে লাগিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করছে।

“তদন্তে যদি অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়, তাহলে এমন মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত”—মন্তব্য সনি রহমানের।

উল্লেখ্য, এক নারী সম্প্রতি অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে আদালতে মামলা করেন, যা ইতোমধ্যে শিল্পী সমাজে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
 

ঢাকা/রাহাত//

সম্পর্কিত নিবন্ধ

  • যে বন্ধন জুলাইয়ের...
  • একজন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত: শফিকুল আলম
  • ডিপজলের নামে মামলা: মুক্তি ও সনির ফেসবুক পোস্ট
  • লিবিয়ায় মানবপাচার চক্রের হাত থেকে বেঁচে ফিরলেন ৩ বাংলাদেশি
  • দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে ওঠাতে হবে: ফখরুল
  • এখন সময় ভালো যাচ্ছে না: মির্জা ফখরুল
  • শাহীন চাকলাদারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
  • গত তিন নির্বাচনের পর্যবেক্ষকদের এবার সুযোগ দেওয়া হবে না: সিইসি
  • সিটিজেনস ব্যাংকের এমডি হলেন আলমগীর হোসেন
  • লন্ডনের বৈঠকে ঠিক হয় ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: মির্জা ফখরুল