নরওয়ের ট্রন্ডহিমসফোর্ড শহরের বাইনেসেট এলাকায় নিজের ঘরে ঘুমাচ্ছিলেন জোহান হেলবার্গ নামের এক ব্যক্তি। ঠিক তখনই ১৩৫ মিটার লম্বা একটি বড় পণ্যবাহী জাহাজ তাঁর বাগানে এসে আটকে পড়ল। এ সময় জাহাজটি ওই ব্যক্তির বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল।

জাহাজটি ওই ব্যক্তির বাড়ির খুব কাছাকাছি এসে ধাক্কা দিলেও বাড়ির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আর গভীর ঘুমে থাকা ওই ব্যক্তিরও ঘুমের ব্যাঘাত ঘটেনি।

পরে এক প্রতিবেশী দৌড়ে এসে দরজায় কড়া নাড়লে ওই ব্যক্তি ঘুম থেকে ওঠেন।

হেলবার্গ বললেন, ‘বাড়ির ডোরবেল এমন সময় বেজে উঠল, যখন আমি সাধারণত দরজা খুলতে চাই না। আমি আবার ঘুমাতে ভালোবাসি। কিন্তু বেল এত জোরে বাজছিল যে আমি দরজা খুলতে বাধ্য হলাম।’

হেলবার্গ আরও বললেন, দরজার সামনে এক পরিচিত মানুষ দাঁড়িয়ে ছিল। তিনি বললেন, ‘তুমি কি জাহাজটা দেখোনি?’

ওই ব্যক্তির কথা শুনে হেলবার্গ জানালায় গিয়ে দেখেন, বিরাট একটি জাহাজ তাঁর ঘরের খুব কাছেই দাঁড়িয়ে আছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রজার গুস্তাফসন জানান, তারা ঘটনার কারণ জানতে তদন্ত করবে। প্রাথমিকভাবে নাবিকদের কারও মদ বা মাদক সেবনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ওই ঘটনায় কেউ হতাহত হননি এবং জাহাজ থেকে কোনো তেল ছড়িয়ে পড়েনি। কর্তৃপক্ষ জানিয়েছে, জোয়ার ওঠার সময় তাদের জাহাজটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ছবিতে স্পষ্ট দেখা গেছে, বাড়ির কতটা কাছে এসে দাঁড়িয়েছিল বিশাল জাহাজটি। আর কতটুকুই বা দূরত্ব ছিল হেলবার্গের ঘরের সঙ্গে। তবু গভীর ঘুমে থাকার কারণে তিনি কিছুই টের পাননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ হ জট

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ