নরওয়ের ট্রন্ডহিমসফোর্ড শহরের বাইনেসেট এলাকায় নিজের ঘরে ঘুমাচ্ছিলেন জোহান হেলবার্গ নামের এক ব্যক্তি। ঠিক তখনই ১৩৫ মিটার লম্বা একটি বড় পণ্যবাহী জাহাজ তাঁর বাগানে এসে আটকে পড়ল। এ সময় জাহাজটি ওই ব্যক্তির বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল।

জাহাজটি ওই ব্যক্তির বাড়ির খুব কাছাকাছি এসে ধাক্কা দিলেও বাড়ির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আর গভীর ঘুমে থাকা ওই ব্যক্তিরও ঘুমের ব্যাঘাত ঘটেনি।

পরে এক প্রতিবেশী দৌড়ে এসে দরজায় কড়া নাড়লে ওই ব্যক্তি ঘুম থেকে ওঠেন।

হেলবার্গ বললেন, ‘বাড়ির ডোরবেল এমন সময় বেজে উঠল, যখন আমি সাধারণত দরজা খুলতে চাই না। আমি আবার ঘুমাতে ভালোবাসি। কিন্তু বেল এত জোরে বাজছিল যে আমি দরজা খুলতে বাধ্য হলাম।’

হেলবার্গ আরও বললেন, দরজার সামনে এক পরিচিত মানুষ দাঁড়িয়ে ছিল। তিনি বললেন, ‘তুমি কি জাহাজটা দেখোনি?’

ওই ব্যক্তির কথা শুনে হেলবার্গ জানালায় গিয়ে দেখেন, বিরাট একটি জাহাজ তাঁর ঘরের খুব কাছেই দাঁড়িয়ে আছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রজার গুস্তাফসন জানান, তারা ঘটনার কারণ জানতে তদন্ত করবে। প্রাথমিকভাবে নাবিকদের কারও মদ বা মাদক সেবনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ওই ঘটনায় কেউ হতাহত হননি এবং জাহাজ থেকে কোনো তেল ছড়িয়ে পড়েনি। কর্তৃপক্ষ জানিয়েছে, জোয়ার ওঠার সময় তাদের জাহাজটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ছবিতে স্পষ্ট দেখা গেছে, বাড়ির কতটা কাছে এসে দাঁড়িয়েছিল বিশাল জাহাজটি। আর কতটুকুই বা দূরত্ব ছিল হেলবার্গের ঘরের সঙ্গে। তবু গভীর ঘুমে থাকার কারণে তিনি কিছুই টের পাননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ হ জট

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

ফরিদপুরের সদরপুর থানা থেকে প্রায় ১০ মাস আগে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। 

শটগানটি শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকায় প্রশিকা এনজিওর কার্যালয়ের গেট সংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানান, শনিবার (২৪ মে)  রাতুল ও আনিস নামে দুই অপরাধীকে গ্রেপ্তার করা হয়। তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় থানায় হামলা, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটে জড়িত ছিল। গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কালিখোলা মোড়ে অভিযান চালিয়ে শটগানটি উদ্ধার করে।

আরো পড়ুন:

হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় গ্রেপ্তার ৯, এএসআই ক্লোজড 

নদীতে ভাসছিল তরুণের হাত-পা বাঁধা মরদেহ

ওসি নাজমুল হাসান জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলার সময় সদরপুর থানা থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র লুট হয়। এ ঘটনার পর পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। গ্রেপ্তার দুই ব্যক্তির তথ্যের সূত্র ধরে একটি শটগান উদ্ধার করা সম্ভব হলেও বাকি অস্ত্রগুলো এখনো পাওয়া যায়নি। 

তিনি আরো বলেন, ‘‘যদি কেউ লুট হওয়া অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে বা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানায়, তবে তাকে পুরস্কার দেয়া হবে।”

পুলিশ বাকি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেছে বলে জানান তিনি। 

ঢাকা/তামিম/বকুল 

সম্পর্কিত নিবন্ধ