রূপগঞ্জে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘ  ১৯বছর পর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে সাধারণ সভায় রূপগঞ্জ  প্রেসক্লাবের আহবায়ক  কমিটি ঘোষণা করা হয়।  

সাত্তার আলী সোহেলকে আহ্বায়ক, মো. হানিফ মোল্লা, রাসেল আহমেদ, আলী হোসেন টিটো ও নাজমুল হুদাকে সদস্য করে রূপগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন রপগঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক আলম হোসেন। 

প্রবীণ সাংবাদিক আলম হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ করিম, রাসেল আহমেদ,  সাত্তার আলী সোহেল, শাকিল আহমেদ,  শাহেল মাহমুদ, আলী হোসেন টিটো, লিখন রাজ, নাজমুল হুদা, আনোয়ার , জি.

কে দিলু, হানিফ মোল্লা, শফিকুল ইসলাম সহ অনলাইন, ইলেকট্রনিক্স ও প্রিন্টপিডিয়ার কর্মরত আরো অনেক সাংবাদিকগন।

রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষনার পর রূপগঞ্জের রাজনৈতিক নেতারা সাধুবাদ জানিয়েছেন। 

সাংবাদিক আলম হোসেন বলেন, নতুন কমিটি যেনো আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি আধুনিক ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি জানান। 

রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি মডেল প্রেসক্লাবে রূপান্তর করা হবে। রূপগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের পর্যায়ক্রমে ক্লাবের সদস্য করা হবে।

সকলের সহযোগিতায় আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি অত্যাধুনিক ভবন নির্মাণের চেষ্টা করা হবে। 
তিনি আরো বলেন, প্রেসক্লাবে আর কখনো চাদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড চলবে না। রূপগঞ্জের সাংবাদিকেরা এখন থেকে স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন বলেও ঘোষণা দেন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ প র স

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত উজ্জ্বল মিয়া (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার দৌলতকান্দী রেলস্টেশন–সংলগ্ন আউটার রেললাইন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল মিয়া রায়পুরার পিরিজকান্দীর সাধুনগর এলাকার মো. মাস্তো মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ওই যুবক রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি একাধিকবার হুইসেল দিলেও ওই যুবক শুনতে পাচ্ছিলেন না। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়।

স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে উজ্জ্বলের ছোট ভাই রাকিব মিয়া ঘটনাস্থলে গিয়ে গায়ের কাপড় দেখে লাশ শনাক্ত করেন। দুপুর ১২টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম ঘটনাস্থলে ছড়িয়ে–ছিটিয়ে থাকা লাশ উদ্ধার করেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এসআই মো. জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছেন। তাঁর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ