চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টান, মারধরের অভিযোগ
Published: 24th, June 2025 GMT
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তির দাড়ি ধরে টানাটানি, অশালীন ভাষায় গালাগালসহ মারধরের অভিযোগ উঠেছে নাসিম ভূইয়া নামে ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মানিক কম্পিউটার নামে একটি দোকানের ভেতরে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী আলী আজম মানিক ঘটনার পরপরই ঘিওর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দায়ের হলেও নাসিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরো পড়ুন:
খাতা জমা দিতে দেরি করায় ১৬ শিক্ষার্থীকে বেত্রাঘাত, হাসপাতালে ২
লঞ্চের ডেকে টাকা তুলছিলেন বিএনপির কর্মী, যাত্রীদের পিটুনি
লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিম প্রায়ই আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে যান। কাজ শেষে ঠিকমতো টাকা না দিয়েই চলে যান তিনি। পাওনা টাকা চাইলে ভয়ভীতি ও হুমকি দেওয়াসহ চাঁদা দাবি করেন নাসিম। চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে অভিযুক্ত ওই ব্যক্তি ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দেন।
সোমবার রাতে জরুরি কিছু কাজ নিয়ে আলী আজম মানিকের দোকানে যান নাসিম। এসময় অন্য কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় নাসিমকে অপেক্ষা করতে বলেন আলী আজম মানিক। এতে ক্ষিপ্ত হয়ে আলী আজম মানিকের দাড়ি ধরে টানাহেঁচড়া এবং অকথ্য ভাষায় গালাগালসহ মারধর করেন নাসিম। এক পর্যায়ে ভুক্তভোগীকে মেরে হাত-পা ভেঙে দেওয়াসহ ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান তিনি। এ ঘটনার পরে ভুক্তভোগী ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন।
ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত বলেন, “ঘটনাটি শুনেছি, তবে নাসিম ভূইয়া আমাদের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তাকে কখনো কোনো মিটিং বা মিছিল করতে দেখিনি।”
এ বিষয়ে জানতে ভুক্তভোগী আলী আজম মানিকের মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, “নাসিম ভূইয়া আমার দোকানে প্রায়ই বিভিন্ন কাজ নিয়ে আসতেন। আমি তার কাজগুলো করেও দেই। কাজ শেষ করে ঠিকমতো টাকা না দিয়েই চলে যান তিনি। পাওনা টাকা চাইলে আমাকে ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিতেন।”
তিনি আরো বলেন, “গতকাল রাতে জমির খারিজের কাজ করতে দোকানে আসেন নাসিম ভূইয়া। অন্য কাস্টামার থাকায় তাকে অপেক্ষা করতে বলি। এরপরই তিনি আমার ওপর ক্ষিপ্ত হন। আমার দাড়ি ধরে টানাহেঁচড়া করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। আমি থানায় অভিযোগ করেছি। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
ঢাকা/চন্দন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর অভ য গ আজম ম ন ক র ব যবস
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের মানুষ অসাধারণ, খাবার অসাধারণ: বিদায়বেলায় হানিয়া আমির
প্রথমবারের মতো বাংলাদেশে এসেই আলোচনার ঝড় তুলেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই।
পাকিস্তানে ফেরার আগে বাংলাদেশের মানুষের পাশাপাশি খাবারেরও প্রশংসা করেছেন হানিয়া। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫৭ মিনিটে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত ও জনগণকে বিদায় জানানো খুব কঠিন, যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে।’
হানিয়া লিখেছেন, ‘তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।’
আরও পড়ুনহানিয়া আমির কি পুরোনো প্রেমে ফিরছেন০১ জুলাই ২০২৫একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন হানিয়া। ইতিমধ্যে তাঁর পাকিস্তানে ফেরার কথা রয়েছে।
পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও তুমুল জনপ্রিয় হানিয়া। অভিনয় থেকে স্টাইল—সবখানেই তাঁকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায়।
২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।
হানিয়া আমির