চলমান ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা, আত্মবিশ্বাসের ঘাটতি সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না লাল-সবুজের। তবে সিরিজে এখনই হতাশ হওয়ার কারণ দেখছেন না প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়সুরিয়া।

আগামীকাল (৫ জুলাই) অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেন সাবেক এই লঙ্কান কিংবদন্তি। তিনি বলেন, ‘বাংলাদেশ অভিজ্ঞ ও ভালো দল। তারা অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আমার বিশ্বাস, তারা কামব্যাক করতেই পারে।’

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়ের নায়ক ছিলেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রিশাদ হোসেনকে একাদশে ফেরানো হলে বাংলাদেশের পক্ষ থেকেও হতে পারে পাল্টা স্পিন আক্রমণ। এ বিষয়ে জয়সুরিয়া বলেন, ‘আমি জানি না তারা কাকে খেলাবে। তবে যে দলই আসুক না কেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। আত্মবিশ্বাসী হলেও কোনো কিছু আমরা হালকাভাবে নিচ্ছি না। জিততে হলে কঠোর পরিশ্রম করতে হবে।’

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ধস সম্পর্কে জয়সুরিয়ার বিশ্লেষণ, ‘প্রথম ১৫ ওভারে বাংলাদেশ খুব ভালো খেলছিল। তবে আমরা শান্ত থেকে চাপ ধরে রেখেছি। মিলান রাথনায়েকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেয়, এরপর লিয়ানাগের অসাধারণ ক্যাচ খেলা ঘুরিয়ে দেয়। এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে চাপ বাড়িয়ে যাই।’

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল ৫ জুলাই। ম্যাচ জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে বাংলাদেশ, হারলে সিরিজ হাতছাড়া।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জয়স র য় প রথম

এছাড়াও পড়ুন:

জিসান হত্যা: আদালতে জবানবন্দি দিলেন ৩ আসামি

খুলনার দিঘলিয়ায় সাত বছরের শিশু জিসানকে হত্যা করেন প্রতিবেশী ফয়সাল। তার লাশ গুম করতে সহযোগিতা করেন অভিযুক্তের মা-বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার জিআরও এএসআই ইমাম আলী।

তিনি জানান, রবিবার (১২ অক্টোবর) বিকেলে ফয়সাল ও তার বাবা-মাকে খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের আদালত-১ এ হাজির করা হয়। সেখানে গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে প্রথমে ফয়সাল (২৬), এরপর তার বাবা জিএম হান্নান (৫২) ও সর্বশেষ তার মা মাহিনুর বেগম (৪৫) জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন:

শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

খুলনায় শিশু জিসান হত্যা: আসামির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

এদিকে, সন্তান হারা জিসানের মায়ের আহাজারি যেন থামছে না। ১২ বছর বয়সী বড় ছেলে রাশেদকে জড়িয়ে একের পর এক বিলাপ করছিলেন। তিনি বলেন, ‘আমার বাজান তো কোনো অন্যায় করে নাই। আমার লগে ওদের কোনো শত্রুতা নাই। কেন ওরা আমার বাজানরে মাইরা ফালাইলো। কেমনে আমার বাজানরে খুন করল? আমি এইডার বিচার চাই। সুষ্ঠু বিচার চাই।” 

তিনি বলেন, “আমার বাবারে ওরা যে কষ্ট দিছে, আমিও ওগো সেই কষ্ট দিবার চাই। আমার বাবারে যেভাবে শাস্তি দিছে, আমিও ওদের সেভাবে শাস্তি চাই। আমি ওগো ফাঁসি চাই। আমার বাজান মসজিদ থেইক্যা নামাজ পইড়া বাহির হইছে বৃহস্পতিবারের দিন। ওই শয়তানও সঙ্গে নামাজ পড়ছে। নামাজ পইড়া দু’জন একসাথে বাহির হইছে। এরপর আমার বাবারে হাত ধরে লইয়া কাম করছে।”

মামলার তদন্ত কর্মকর্তা লিটন কুমার মন্ডল বলেন, “৯ অক্টোবর বিকেল পৌনে ৫টার দিকে শিশু জিসানকে ফয়সাল তাদের বাড়িতে নিয়ে  যায়। সেখানে তিনি দড়ি দিয়ে বেঁধে রান্নাঘর থেকে দা এনে কুপিয়ে হত্যা করেন জিসানকে। ঘটনাটি প্রথমে ফয়সালের মা মাহিনুর বেগম আঁচ করতে না পারলেও পরবর্তীতে তিনি জানতে পারেন, তার ছেলে একটি শিশুকে হত্যা করেছে। এরপর তিনি ফয়সালের বাবা হান্নানকে খবর দেন।” 

তিনি বলেন, “তারা উভয়ে জিসানের মরদেহ প্রথমে প্লাস্টিকের বস্তায় এবং পরবর্তীতে একটি চটের বস্তায় করে বাড়ির পূর্ব পাশের দেওয়ালের কাছে মাটি চাপা দেন। বিষয়টি যাতে কেউ আঁচ করতে না পারেন সেজন্য মাটির উপর রোদে শুকানোর জন্য পাটখড়ি সাজিয়ে রাখেন তারা।” 

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন বলেন, ‘কি কারণে এবং কেন শিশু জিসানকে হত্যা করা করেছে এর উত্তর বের করার জন্য অধিকতর তদন্তের প্রয়োজন। বাদীর সাথে তাদের কোনো শত্রুতাও ছিল না। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল মাদকাসক্ত ছিলেন।”

অভিযুক্ত ফয়সালের চাচা জিএম আকরাম বলেন, “সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ফয়সাল এসএসসি পাস করে। এরপর স্থানীয় একটি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে। ওদের স্বভাব চরিত্রের কারণে আমি খোঁজখবর রাখি না। মাঝেমধ্যে ওর মাথা ঠিক থাকতো না, পাগলামি করত।” 

উল্লেখ্য, বড় ছেলে রাশেদ নানা নানির সঙ্গে ভোলায় থাকে। ছোট ছেলে জিসান বাবা-মায়ের সঙ্গে দৌলতপুর-দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন মন্ডল টেক্সটাইল মিলের কোয়ার্টারে বসবাস করত। জিসানের বাবা আলমগীর হোসেন মন্ডল টেক্সটাইল মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নতুন বউ ঘরে রেখে মাঠে নেমেই সামির ৫ উইকেট
  • বাসে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেপ্তার চালক কারাগারে
  • ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর সঙ্গে এক ফ্রেমে মাহি!
  • ক্লাস না করে সরকারি কলেজশিক্ষকদের কর্মবিরতি
  • সায়েন্স ল্যাবের ব্লকেড কর্মসূচি তুলে নিলো ছাত্ররা
  • বাসে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, চালক আটক
  • রেলস্টেশনে ঝুঁকি নিয়ে ভিডিও করছেন পড়শী, এরপর...
  • চাকরি-এনসিপির পদ হারিয়ে মুনতাসির কেন উপদেষ্টা মাহফুজ আলমের ভাইকে দুষছেন
  • রাফার পাশে রাহুলের স্বপ্নপূরণ
  • জিসান হত্যা: আদালতে জবানবন্দি দিলেন ৩ আসামি