রাশিয়ার কুরস্ক ওব্লাস্টের একটি পাবলিক সমুদ্র সৈকতে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনজন নিহত এবং পাঁচ বছরের এক শিশুসহ সাতজন আহত হয়েছেন। 

আঞ্চলিক কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনেএ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।  

কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশটাইন তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় এই হামলা চালিয়েছে ইউক্রেন। ঘটনাস্থলের কাছাকাছি কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না। গ্রীষ্মের সন্ধ্যায়, ছুটির দিনে, এমন একটি জায়গায় হামলা করা হয়েছে, যেখানে শিশুদের নিয়ে পরিবারগুলো বিশ্রাম নিচ্ছিল।”

আরো পড়ুন:

ইউক্রেনে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন

নিহতদের মধ্যে রাশিয়ান ন্যাশনাল গার্ডের একজন সিনিয়র সার্জেন্টও রয়েছেন। খিনশটাইন বলেন, “প্রথম ড্রোন হামলার পর অফিসার এবং তার এক সহকর্মী বেসামরিক মানুষদের সরিয়ে নিতে সাহায্য করছিলেন। এসময় আরো একটি ড্রোন হামলা চালালে সার্জেন্ট নিহত হন।”

এক শিশুসহ পাঁচজন আহতের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদেরকে আঞ্চলিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের শরীরে গভীর ক্ষত হওয়ার পাশাপাশি শরীর পুড়ে গেছে। 

খিনশটাইন আরো বলেন, “জরুরি পরিষেবার সদস্যদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।”

ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করার পাশাপাশি বিশাল অংশ দখল করেছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ-মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটিই রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। 

দীর্ঘ ৮ মাস পর চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সেনাবাহিনী কুরস্ক অঞ্চল সম্পূর্ণভাবে পুনর্দখলে নেওয়ার দাবি করে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ইউক র ন ইউক র ন ক রস ক

এছাড়াও পড়ুন:

গাড়ির নতুন ব্যাটারি বাজারে আনল ওয়ালটন

বাজারে বিভিন্ন ধরনের গাড়ির জন্য নতুন সাতটি মডেলের ব্যাটারি (কার ব্যাটারি) বাজারে এনেছে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন। গ্রাভিটন সিরিজের এই ব্যাটারি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার), মাইক্রো বাস, পিকআপ ভ্যান ও অটোরিকশায় (সিএনজি) ব্যবহার উপযোগী।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের ব্যাটারির বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করেন সংগীতশিল্পী তাহসান খান। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিশাত তাসনিমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরবরাহকারী ও পরিবেশকেরা উপস্থিত ছিলেন।

বাজারে আসা ওয়ালটনের কার-ব্যাটারির নতুন মডেলগুলো হলো গ্রাভিটন এন৫০জেড, গ্রাভিটন এন৫০জেডএল, গ্রাভিটন এনএস৪০জেডএল, গ্রাভিটন এনএস৬০এল, গ্রাভিটন এনএস৭০, গ্রাভিটন এএক্স১২০-৭ ও গ্রাভিটন এনএক্স১২০-৭ এল। ওয়ালটনের তৈরি প্রিমিয়াম শ্রেণির এসব গাড়ির ব্যাটারি ৮ হাজার ৬৫০ টাকা থেকে ১৫ হাজার ৬০০ টাকা দামের মধ্যে পাওয়া যাবে। সারা দেশে ওয়ালটনের পরিবেশক ও সরবরাহকারীদের বিক্রয়কেন্দ্র থেকে এসব ব্যাটারি কিনতে পারবেন গ্রাহকেরা।

অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, ‘স্মার্ট ইলেকট্রনিক পণ্য থেকে মোবাইল, ল্যাপটপ—সব ক্ষেত্রেই ওয়ালটন এখন দেশের গর্ব। নিজস্ব কারখানায় তৈরি সিলড মেইনটেন্যান্স ফ্রি কার ব্যাটারি উদ্বোধনের মধ্য দিয়ে ওয়ালটনের নিরন্তর এ অগ্রযাত্রায় আরেকটি গৌরবময় অধ্যায় যুক্ত হলো। এটি আমাদের উৎপাদন সক্ষমতা, গবেষণা দক্ষতা ও গ্রাহকের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।’ ভবিষ্যতে লো মেইনটেন্যান্স কার ও কমার্শিয়াল ভেহিকেল ব্যাটারি, সোলার ও আইপিএস ব্যাটারি বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম জানান, দেশে গাড়ির ব্যাটারির বার্ষিক চাহিদা প্রায় পাঁচ লাখ ইউনিট। এটির বাজারের আকার ৩০০ কোটি টাকার বেশি।

সম্পর্কিত নিবন্ধ