সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাস
Published: 10th, July 2025 GMT
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফল প্রকাশ হয়। এতে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে নাটোরের সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা সবাই বিজ্ঞান বিভাগ হতে পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়। ৪২ জনের মধ্যে ১৮ জন জিপিএ-৫, ২০ জন এ গ্রেড এবং চারজন এ- পেয়ে উত্তীর্ণ হয়।
এই ফলাফল নিয়ে উচ্ছাস প্রকাশ করেন কলেজটির অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন। তিনি সমকালকে বলেন, শতভাগ পাশ করায় শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই। পরীক্ষায় সবাই বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়। সবাই পাশ করেছে। এই অর্জন শিক্ষক ছাত্র-ছাত্রী অভিভাবকসহ সবার একনিষ্ঠ চেষ্টার ফল। আগামীতেও এমন ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে ৪ বিদ্যালয়ে পাস করেনি কেউ
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া চারটি বিদ্যালয়ের শিক্ষার্থী সবাই অকৃতকার্য হয়েছে, যার ফলে এসব বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত বরিশাল বোর্ডের এসএসসি ফলাফলে এ তথ্য উঠে আসে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ জন ও দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়য়ের ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু চার বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে না পারায় জেলার শিক্ষা মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “নলছিটিতে চারটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। কেন তাদের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেই বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে এবং ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/অলোক/এস