‘অনেক কিছু হতে পারত, অনেক কিছুই থাকতে পারত…’ কথাটা বলে নুরুল হাসান যেন দ্রুত সরে যেতে চাইলেন প্রসঙ্গ থেকে। বছর তিনেক আগেও টি–টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। পুরোনো প্রজন্ম পেরিয়ে বাংলাদেশ খুঁজছিল নতুন কাউকে। ক্যারিয়ারে তখন রঙিন সময় নুরুলেরও। অথচ ছয় মাস পর ছিটকে যান টি–টোয়েন্টি দল থেকেই। এরপর এখন পর্যন্ত আর ফেরা হয়নি।

এই বাস্তবতা নুরুল মেনে নিয়েছেন সহজ এক ভাবনায়, ‘উত্থান–পতন তো জীবনেরই অংশ।’ দুই বছর ধরে জাতীয় দলে তিনি নেই কোনো সংস্করণেই। তবে এই পরিস্থিতিতেও নিজেকে হারিয়ে যেতে দেননি একটা মন্ত্র মেনে। কাল প্রথম আলোর সঙ্গে আলাপে সে কথাই বলেছেন তিনি, ‘যেখানে যতটুকু খেলছি, সব সময় চাই নিজের জায়গা থেকে সেরাটা দিতে আর দলের জন্য অবদান রাখতে। হয়তো কখনো সফল হই, কখনো ব্যর্থ—কিন্তু সততা আর পরিশ্রম দিয়ে কতটুকু চেষ্টা করছি, এটাই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুনকোহলি, রোহিত না গিল: অধিনায়কত্বের শুরুতে কে বেশি ভালো১৫ ঘণ্টা আগে

নুরুলের চেষ্টার প্রতিফলন খুঁজে পাওয়া যায় তাঁর ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সেও। গত প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে দুই সেঞ্চুরি আর সমান ফিফটিতে ৫৮ গড় আর ৯৩.

৫৫ স্ট্রাইক রেটে করেছেন ৫১২ রান করে। গত মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচের একটিতে করেন সেঞ্চুরি, তিন অঙ্কের দেখা পেয়েছেন চার দিনের ম্যাচেও।

এশিয়া কাপ টি–টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা খুঁজে নিতে ‘এ’ দলের আসন্ন অস্ট্রেলিয়া সিরিজটাকে কাজে লাগাতে চাইবেন নুরুল। কিন্তু দলে ফেরাটা যে সহজ নয়, সেটি কি আর তাঁর অজানা! টি–টোয়েন্টি দলে থিতু দুজন উইকেটকিপার ব্যাটসম্যান। লিটন দাস তো অধিনায়কই, জাকের আলী দলের অন্যতম সেরা পারফরমার। এই বাস্তবতা মেনেই বললেন, ‘সব মানুষের জীবনেই চ্যালেঞ্জ থাকে। কে কতটা উপভোগ করছে, সামলে নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ। আপনার জীবনেও দেখবেন, ১০টা জিনিস চেয়ে সব পাননি।’

‘এ’ দলের অধিনায়ক হিসেবে টস করছেন নুরুল হাসান

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শ্রীলঙ্কা দলে প্রথমবার ডাক পেলেন এসহান, টি-টোয়েন্টিতে ফিরলেন রাজাপাকসে

আসন্ন পাকিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন দাসুন শানাকা। গতিতে তোলপাড় করা তরুণ পেসার এহসান মালিঙ্গা প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আর এই সিরিজে। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি জায়গা পেয়েছেন। যা ত্রিদেশীয় সিরিজের আগেই অনুষ্ঠিত হবে।

২৩ বছর বয়সী মিডল-অর্ডার ব্যাটার পাভন রতনায়েকে যুক্ত হয়েছেন ওয়ানডে দলে। তাকে দলে নেওয়ার পেছনে সাম্প্রতিক পারফরম্যান্সের চেয়ে বরং ঘরোয়া ক্রিকেটে দীর্ঘমেয়াদি ধারাবাহিকতাই বড় ভূমিকা রেখেছে। যদিও জুলাইয়ের শেষ দিকে তিনি একটি লিস্ট-এ শতক হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছিলেন।

আরো পড়ুন:

ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলবেন তাসকিন!

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর চূড়ান্ত তালিকা প্রকাশ

অন্যদিকে, হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না দিলশান মাদুশাঙ্কা। তার জায়গায় সুযোগ পেয়েছেন মালিঙ্গা। একই সঙ্গে শ্বাসনালির সংক্রমণে ভুগছেন মাথিশা পাথিরানা। ফলে তিনি নেই টি-টোয়েন্টি স্কোয়াডে। পাথিরানার স্থলাভিষিক্ত হয়েছেন আসিথা ফার্নান্দো।

সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্যাবর্তন ঘটেছে ভানুকা রাজাপাকসের। বছরের শুরুতে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এরপর দুইটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ মিস করেন। তবে সম্প্রতি অনুষ্ঠিত এসএলসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার বিস্ফোরক পারফরম্যান্স (মাত্র চার ইনিংসে ১৬৩ স্ট্রাইক রেট) তাকে আবারও জাতীয় দলে ফিরিয়ে এনেছে। মাঝের সারিতে শক্তি যোগাতে এই অন্তর্ভুক্তি শ্রীলঙ্কার জন্য বড় স্বস্তি।

তবে বিস্ময়করভাবে বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো। এসএলসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১২৪। যা নির্বাচকদের চোখে যথেষ্ট প্রভাব ফেলেনি।

বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে এবারও মূল দলে জায়গা পাননি। তবে তিনি নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কা ‘এ’ দলকে। যারা অংশ নেবে দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া রাইজিং স্টারস টি-টোয়েন্টি এশিয়া কাপে। নুয়ানিদু ফার্নান্দোকেও রাখা হয়েছে সেই দলে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, যথাক্রমে ১১, ১৩ ও ১৫ নভেম্বর। এরপর ১৭ নভেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, রাওয়ালপিন্ডি ও লাহোরে। ফাইনাল নির্ধারিত হয়েছে ২৯ নভেম্বর।


শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভন রতনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান ও এহসান মালিঙ্গা।

ত্রিদেশীয় সিরিজে টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশারা, দাসুন শানাকা (সহ-অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুশান হেমান্থা, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা, আসিথা ফার্নান্দো ও এহসান মালিঙ্গা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • শ্রীলঙ্কা দলে প্রথমবার ডাক পেলেন এসহান, টি-টোয়েন্টিতে ফিরলেন রাজাপাকসে
  • দ. আফ্রিকা সিরিজে ভারতের দল ঘোষণা: টেস্টে ফিরলেন পন্ত
  • হেলিও ৪৫: বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের ছোঁয়া
  • ‘তুচ্ছ কারণে’ও শিরোনাম হওয়া কনস্টাস নেই অস্ট্রেলিয়া দলে