‘অনেক কিছু হতে পারত, অনেক কিছুই থাকতে পারত…’ কথাটা বলে নুরুল হাসান যেন দ্রুত সরে যেতে চাইলেন প্রসঙ্গ থেকে। বছর তিনেক আগেও টি–টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। পুরোনো প্রজন্ম পেরিয়ে বাংলাদেশ খুঁজছিল নতুন কাউকে। ক্যারিয়ারে তখন রঙিন সময় নুরুলেরও। অথচ ছয় মাস পর ছিটকে যান টি–টোয়েন্টি দল থেকেই। এরপর এখন পর্যন্ত আর ফেরা হয়নি।

এই বাস্তবতা নুরুল মেনে নিয়েছেন সহজ এক ভাবনায়, ‘উত্থান–পতন তো জীবনেরই অংশ।’ দুই বছর ধরে জাতীয় দলে তিনি নেই কোনো সংস্করণেই। তবে এই পরিস্থিতিতেও নিজেকে হারিয়ে যেতে দেননি একটা মন্ত্র মেনে। কাল প্রথম আলোর সঙ্গে আলাপে সে কথাই বলেছেন তিনি, ‘যেখানে যতটুকু খেলছি, সব সময় চাই নিজের জায়গা থেকে সেরাটা দিতে আর দলের জন্য অবদান রাখতে। হয়তো কখনো সফল হই, কখনো ব্যর্থ—কিন্তু সততা আর পরিশ্রম দিয়ে কতটুকু চেষ্টা করছি, এটাই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুনকোহলি, রোহিত না গিল: অধিনায়কত্বের শুরুতে কে বেশি ভালো১৫ ঘণ্টা আগে

নুরুলের চেষ্টার প্রতিফলন খুঁজে পাওয়া যায় তাঁর ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সেও। গত প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে দুই সেঞ্চুরি আর সমান ফিফটিতে ৫৮ গড় আর ৯৩.

৫৫ স্ট্রাইক রেটে করেছেন ৫১২ রান করে। গত মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচের একটিতে করেন সেঞ্চুরি, তিন অঙ্কের দেখা পেয়েছেন চার দিনের ম্যাচেও।

এশিয়া কাপ টি–টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা খুঁজে নিতে ‘এ’ দলের আসন্ন অস্ট্রেলিয়া সিরিজটাকে কাজে লাগাতে চাইবেন নুরুল। কিন্তু দলে ফেরাটা যে সহজ নয়, সেটি কি আর তাঁর অজানা! টি–টোয়েন্টি দলে থিতু দুজন উইকেটকিপার ব্যাটসম্যান। লিটন দাস তো অধিনায়কই, জাকের আলী দলের অন্যতম সেরা পারফরমার। এই বাস্তবতা মেনেই বললেন, ‘সব মানুষের জীবনেই চ্যালেঞ্জ থাকে। কে কতটা উপভোগ করছে, সামলে নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ। আপনার জীবনেও দেখবেন, ১০টা জিনিস চেয়ে সব পাননি।’

‘এ’ দলের অধিনায়ক হিসেবে টস করছেন নুরুল হাসান

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আরওজি, টাফ ও ভি সিরিজের নতুন গেমিং ল্যাপটপ আনল আসুস

আসুস বাংলাদেশের আয়োজনে রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘আরওজি আনলিশড’ শীর্ষক ইভেন্টে উন্মোচন করা হয়েছে আসুসের নতুন কিছু গেমিং ল্যাপটপ। গেমার, প্রযুক্তিপ্রেমী ও ক্রিয়েটররা এই ইভেন্টে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসুসের নতুন প্রজন্মের আরওজি (রিপাবলিক অব গেমারস), টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয়। এই ল্যাপটপগুলোতে আছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। এই ইভেন্টে ল্যাপটপগুলো সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ দেয়া হয়।

আরওজি সিরিজের ল্যাপটপ

অনুষ্ঠানে তুলে ধরা হয় পাওয়ারফুল আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ল্যাপটপ, যেটি আরটিএক্স ৫০৯০ জিপিইউ নিয়ে এসেছে। ল্যাপটপটিতে আছে বিশাল ১৮ ইঞ্চি ডিসপ্লে এবং পারফরম্যান্স দিক থেকেও এটি ডেস্কটপ মানের। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ল্যাপটপটির দাম ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। তাছাড়া হালকা ও স্টাইলিশ ডিজাইনে আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপ ইভেন্টে প্রদর্শন করা হয় যার দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে।

এছাড়া, আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ দুটি ল্যাপটপ এই আয়োজনে ছিল। ডিজাইনের দিক থেকে হালকা আর চমৎকার এই ল্যাপটপগুলো পারফরম্যান্সে দারুণ। তাই গেমিংয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এগুলো বেশ উপযোগী। ভবিষ্যতের গেমিংয়ের ক্ষেত্রে আসুসের আরওজি মডেলগুলো ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দারুণ অভিজ্ঞতা। আরওজি জেফাইরাস জি১৪ ল্যাপটপের দাম ৩ লাখ ৩২ হাজার টাকা এবং জি১৬ মডেলের দাম ৩ লাখ ৮৮ হাজার টাকা।

টাফ সিরিজের ল্যাপটপ

আরওজি সিরিজ ছাড়াও ইভেন্টে দেখানো হয় ২০২৫ ভার্সনের টাফ গেমিং এ১৪, এ১৬ এবং এফ১৬ ল্যাপটপ। এই মডেলগুলোতে আছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। ভালো পারফরম্যান্স, গেমিং এক্সপেরিয়েন্স এবং স্থায়িত্বের জন্য দামের দিক থেকেও এই ল্যাপটপগুলোতে সুবিধা পাওয়া যাবে। তাই গেমারদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই ল্যাপটপগুলো উপযোগী। আসুসের টাফ গেমিং এ১৪ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৪ হাজার টাকা, এ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা থেকে আর এফ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে।

বাংলাদেশে নতুন ‘ভি’ সিরিজ

এই ইভেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এলো আসুস গেমিং ভি১৬ (ভি৩৬০৭) ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। এর পারফরম্যান্সের পাশাপাশি ১৬ ইঞ্চির ১৪৪ হার্জ ডিসপ্লে এবং আধুনিক নকশা এটিকে করেছে আলাদা। টার্বো ব্লু রঙে এবং আধুনিক প্যাটার্নে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপটির দাম ১ লাখ ৬৪ হাজার টাকা।

ল্যাপটপের পাওয়ারফুল জিপিইউ

আসুসের নতুন এই সবগুলো ল্যাপটপেই অন্যতম আকর্ষণ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। নতুন এই প্রযুক্তিতে আছে দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি। এর ফলে গেমিং ছাড়াও ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কাজ আরো দ্রুত করা সম্ভব।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • আরওজি, টাফ ও ভি সিরিজের নতুন গেমিং ল্যাপটপ আনল আসুস
  • দেম্বেলেই তাহলে আজ ব্যালন ডি’অর পাচ্ছেন
  • সাইফ হাসান: খোলস থেকে বেরিয়ে রঙিন ভুবনে পায়চারি