পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে, বেলা ১১টায় একই স্থানে গোসলে নেমে নিখোঁজ হয় সে।

সামাদ সিদ্দিকী মাগুরা সদর উপজেলার পশ্চিবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে। কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি

‘চালকের ঘুমই’ চিরঘুমে পাঠাল সাতজনকে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার খুলনা থেকে সামাদসহ ৭ জন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে এসে হোটেল সৈকতে ওঠেন। বুধবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টে সামাদ ও তার বন্ধুরা একসঙ্গে গোসলে নামেন। এ সময় সামাদ ঢেউয়ের তোড়ে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ক্যামেরাম্যানরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে একই স্থান থেকে সামাদের মরদেহ উদ্ধার করে।

শাহাদাৎ হোসেন বলেন, ‘‘নিখোঁজ পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’’

কুয়াকাটা নৌ পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘‘মৃত পর্যটকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/ইমরান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

১০ বছর পর দেব–শুভশ্রীর হাতে হাত

পর্দার মতো বাস্তবেও প্রেম ছিল তাঁদের। তবে একসময় সেই প্রেম ভেঙে যায়। এরপর আর প্রকাশ্যে একসঙ্গে দেখা হয়নি তাঁদের। অবশেষে ১০ বছর পর গতকাল এক মঞ্চে দেখা মিলল দেব ও শুভশ্রীর। অনেক আগে কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সেই সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠান ছিল গতকাল। কলকাতায় সেই অনুষ্ঠানে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেল প্রাক্তন এই প্রেমিক যুগলকে। খবর আনন্দবাজার পত্রিকার।

এদিন হাতে হাত রেখে নজরুল মঞ্চে প্রবেশ করেন তাঁরা। হাতে হাত থাকলেও ছিল নির্দিষ্ট ব্যবধান। ১০ বছরের দূরত্ব ধরা পড়ছিল সেই ব্যবধানে। তবে পরিস্থিতি হালকা করতে বরাবরই পটু দেব। ‘প্রাক্তন’-এর সঙ্গে খুনসুটি শুরু করেন তিনিই। ক্রমে যোগ দেন শুভশ্রীও। তবে এটা যে শুধুই ছবির স্বার্থে, তা স্পষ্ট জানিয়ে দেয় বাংলা ছবির এই জনপ্রিয় জুটি। ১০ বছর আগে তাঁদের রসায়ন ছিল অন্য রকম। ৪ আগস্ট প্রেমিক-প্রেমিকার রসায়ন ধরা না পড়লেও তাঁদের কথাবার্তা বুঝিয়ে দেয়, অতীতে তাঁরা সত্যিই ‘প্রেমে’ ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন রোহন ভট্টাচার্য। ‘দেব–শুভশ্রী কি পরস্পরের সমাজমাধ্যমে গোপনে উঁকি দেন?’ দেবের তীক্ষ্ণ জবাব, ‘শুভশ্রী এখন লেডি সুপারস্টার। ওকে দেখতে গেলে উঁকি দিতে লাগে না। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তাঁকে এমনই দেখা যায়। ও এখন এত জনপ্রিয়। আর যাঁকে আমরা চিনি না, তাঁদের পাতাতেই তো উঁকি দিই।’

আরও পড়ুনঅন্তরঙ্গ দৃশ্যে দেব-শুভশ্রী, সাবেক প্রেমিক জুটির রসায়ন দেখার অপেক্ষায় ভক্তরা২৩ জুন ২০২৫মঞ্চে দেবকে নিয়ে শুভশ্রীর সেলফিতে

সম্পর্কিত নিবন্ধ

  • ১০ বছর পর দেব–শুভশ্রীর হাতে হাত